টুকরো খবর |
এটিএমে চুরি |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
এটিএম কার্ড হাতসাফাই করে ১ লক্ষ ৪০ হাজার টাকা তুলে নিলে পালাল এক দুষ্কৃতী। বুধবার সকালে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের মাধব মোড় এলাকায় একটি বেসরকারী ব্যাঙ্কের এটিএম কাউন্টারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে। হ্যামিলটনগঞ্জের বাসিন্দা ওই মহিলার নাম সমিতা লামা। ওই দিন তিনি মাধবর মোড় এলাকার ওই বেসরকারি এটিএমে টাকা তুলতে যান। সেখানে এক যুবকের সাহায্য নেন। বিকালে ফের এটিএমে টাকা তুলতে গিয়ে দেখেন এটিএম কার্ডটি কাজ করছে না। ব্যাঙ্কে যোগাযোগ করে জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে কেউ ১ লক্ষ ৪০ হাজার টাকা তুলে নিয়ে গিয়েছে। আলিপুরদুয়ার থানার আইসি মনোজ চক্রবর্তী জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমিতা দেবী বলেন, “টাকা তুলতে সমস্যা হওয়ায় ওই যুবকের সাহায্য নিয়ে সাড়ে ৩ হাজার টাকা তুলি। পরে যুবকটি কার্ডটি ফেরত দেন। সেই সময়ে তিনি কার্ডটি বদল করেছেন বলে সন্দেহ হচ্ছে। কেননা, আমায় যে কার্ড দেওয়া হয়েছে সেটি আমার নয়। ব্যাঙ্কে যোগাযোগ করে জানতে পারি ১ লক্ষ ৪০ হাজার টাকা তোলা হয়েছে।”
|
বিরোধিতায় মিছিল পরিষদের |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
গোর্খাল্যান্ড আদিবাসী টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রকাশ্য বিরোধিতায় নামল ডুয়ার্স তরাই আদিবাসী বিকাশ পরিষদ। বৃহস্পতিবার বিকেলে নাগরাকাটায় সংগঠনের সম্পাদক রাজেশ লাকড়ার নেতৃত্বে ৩০০ সমর্থকের একটি মিছিল এলাকা পরিক্রমা করে। ডুয়ার্সকে কোনও ভাবেই জিএটিএ’র অন্তর্ভুক্ত করা যাবে না, এটাই ছিল মিছিলের প্রধান স্লোগান। রাজেশবাবু এক সময়ে আদিবাসী বিকাশ পরিষদের ডুয়ার্স কমিটির সম্পাদক ছিলেন। আভ্যন্তরীন কোন্দলের জেরে তিনি পরিষদ থেকে বেরিয়ে পৃথক সংগঠন তৈরি করেন। এদিকে পরিষদের শোকজ হওয়া নেতৃত্ব ১৫ই নভেম্বরের জনসভা বাতিল করে দিয়েছেন। এই ব্যাপারে তেজকুমার টোপ্পো জানান, জনসভার বক্তব্য গুছিয়ে তোলা যায়নি, তাই বাতিল করা হয়েছে।
|
মেলায় বিবাদ |
নিজস্ব সংবাদদাতা • ফুলবাড়ি |
মেলায় জুয়া খেলা নিয়ে বিবাদে মারপিটের ঘটনা ঘটল। বুধবার রাতে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির জটিয়াকালী এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একটি বহুজাতিক সংস্থার উদ্যোগে ওই এলাকায় একটি মেলা বসানো হয়। এলাকার কিছু বাসিন্দা মেলায় জুয়ার আসর বসায়। কিছু বাসিন্দা তাতে বাধা দিলে দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
ধর্ষণের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক যুবককে খুঁজছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আমবাড়ি ফাঁড়ির শিমুলগুড়ি এলাকায়। অভিযুক্ত ফেরার। পুলিশ জানিয়েছে, গত রবিবার ফাঁকা বাড়ি পেয়ে প্রতিবেশী ওই যুবক ওই কিশোরীর মুখ চেপে ধরে প্রাণে মারার হুমকি দিয়ে ধর্ষণ করে বলে কিশোরীর পরিবার থেকে বুধবার এ বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।
|
বাস চালুর দাবি |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
শামুকতলা থানার হাতিপোতা থেকে কুমারগ্রামের সংকোশ পর্যন্ত ফের সরকারি বাস চালু করার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, হাতিপোতা, রায়ডাক, চুনিয়া, কার্তিকা, ময়নাগুড়ি সহ গোটা এলাকাটি কুমারগ্রাম ব্লকের আওতাধীন। বাসিন্দাদের নিয়মিত কুমারগ্রামে যেতে হয়। অথচ হঠাৎ-ই ওই রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়ায় প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে। দুটি বেসরকারি বাস চলাচল করলেও বেশির ভাগ দিন একটি বাস বন্ধ থাকে। তাছাড়া ওই বাসগুলোতে বাদুরঝোলা হয়ে যাতায়াত করতে হয়। এই নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগনের চেয়ারম্যানের দ্বারস্থ হব। এব্যাপারে নিগমের ডিরেক্টর মৃদুল গোস্বামী বলেন, “সমস্যা মেটাতে উদ্যোগ নেওয়া হবে।”
|
আন্ডারপাস সংস্কারের ঘোষণা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ট্যাঙ্কারের ধাক্কায় ছাত্রী পূর্ণিমা সরকারের মৃত্যুর ঘটনার পর নিউ জলপাইগুড়ি (এনজেপি) ফাঁড়ির জাবরাভিটা এলাকায় আন্ডারপাসের রাস্তা দ্রুত সংস্কারের কথা জানাল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। ওই আন্ডারপাস এসজেডিএ’র উদ্যোগেই তৈরি হয়েছিল। বাম জমানায় সমস্ত নিয়ম মেনে ওই আন্ডারপাস তৈরি হয়েছে কি না বর্তমান কর্তৃপক্ষ তা আলাদা একটি সংস্থাকে দিতে খতিয়ে দেখবে। বৃহস্পতিবার মৃত ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারের লোকদের সমবেদনা জানান এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। ঘাতক গাড়ির মালিকের তরফে ওই পরিবারকে যাতে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হয় তা দেখতে শিলিগুড়ি লিগাল এইড সংস্থাকে তিনি দায়িত্ব দিয়েছেন। বুধবার পূর্ণিমা সাইকেলে স্কুল যাওয়ার পথে ট্যাঙ্কারের ধাক্কায় ওই ছাত্রীর মৃত্যুর পর এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। গাড়িটিতে ভাঙচুর করাও হয়। বেহাল রাস্তা নিয়েও বাসিন্দাদের অভিযোগ রয়েছে। রাতে ওই এলাকায় পথবাতিও নেই বলে তারা সরব হন। স্কুল যাতায়াতের সময় ওই আন্ডারপাসের রাস্তায় চার চাকার যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে এসজেডিএ। রুদ্রবাবু বলেন, “বেলা ৯ টা থেকে ১১ টা এবং দুপুর ৩ টা থেকে বিকেল ৫ টা ওই আন্ডারপাসের রাস্তায় চার চাকার গাড়ি চলাচল বন্ধ করা হবে। ওই ছাত্রীর মৃত্যু দুর্ভাগ্যজনক। ওই পরিবারের পাশে আমরা রয়েছি। পূর্ণিমার এক ভাই অসুস্থ। তার চিকিৎসা ব্যবস্থা করা হবে।” বেহাল রাস্তা দ্রুত সংস্কার এবং পথবাতির বন্দোবস্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। |
চলচ্চিত্র উৎসব শিলিগুড়িতে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কাল, শনিবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শুরু হচ্ছে স্বল্প দৈর্ঘ্যের একগুচ্ছ ছবি নিয়ে উৎসব। উৎসব কমিটি সূত্রে জানা গিয়েছে, উৎসবে মোট ৭৬টি ছবি দেখানো হবে। তার মধ্যে কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের ১৬টি ছবি রয়েছে। উৎসব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। অনুষ্ঠানে এসজেডিএ-র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য, শিলিগুনির মেয়র গঙ্গোত্রী দত্ত, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার-সহ অন্যান্যরা। শিলিগুড়ির মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক জগদীশ রায় জানান, স্বল্প দৈঘ্যের চলচ্চিত্র উৎসবে শিলিগুড়ি-সহ উত্তর পূর্বাঞ্চলের পরিচালকদের বেশ কয়েকটি ছবি রয়েছে। প্রসঙ্গত, ১৯ নভেম্বর থেকে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নিয়ে উৎসব শুরু হবে দীনবন্ধু মঞ্চে। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
|
উত্তরবঙ্গে পৌষমেলা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মহানন্দার চরে এ বার উত্তরবঙ্গ পৌষমেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার মেলা কমিটির তরফে সাংবাদিক বৈঠক করে এ কথা জানানো হয়। সূর্যসেন পার্ক লাগোয়া মহানন্দার চরে মেলা হবে। পৌষমেলা আয়োজক কমিটি সূত্রে জানা গিয়েছে, ১৯৯৭ সাল থেকে শুরু হয় মেলা। এ বছক ৬ বছরে পা রাখল। মাছে বেশ কয়েক বছর জায়গা না মেলায় মেলা করা সম্ভব হয়নি। এ বছর মেলায় অন্তত ১৫০ টি স্টল থাকবে। কচিকাঁচাদের জন্য নাগরদোলা-সহ বিনোদনের বিভিন্ন ব্যবস্থা থাকছে। থাকছে পিঠেপুলি-সহ রকমারি খাবারের দোকানও। মেলা কমিটির সম্পাদক জ্যোৎস্না অগ্রবাল বলেন, “শান্তি নিকেতনের ধাঁচেই এখানে পৌষমেলা করার কথা ভাবা হয়। স্থানীয় লোক সংস্কৃতি তুলে ধরতেই মূলত এই উদ্যোগ। মেলা থেকে লাভ হওয়া অর্থ সমাজসেবা মূলক বিভিন্ন কাজে ব্যয় করা হয়।” সাংবাদিক বৈঠকে বেদব্রত দত্ত, নিরঞ্জন অগ্রবাল-সহ মেলা কমিটির অনেকেই উপস্থিত ছিলেন। বেলা আড়াইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন মেলা শুরু হবে বেলা ২ টা থেকেই। অন্যান্য দিন ৫ টা প্রবেশ মূল্য থাকলেও উদ্বোধনের দিন তা লাগবে না।
|
বিবাদে জখম তিন |
নিজস্ব সংবাদদাতা • ফুলবাড়ি |
জমির সীমানা নিয়ে বিবাদের জেরে সংঘর্ষে একই পরিবারের ৩ জন জখম হয়েছেন। বুধবার সন্ধ্যা নাগাদ নিউ জলপাইগুড়ি ফাঁড়ির নিপানিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। জখমদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুই প্রতিবেশীর বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন গোলমাল চলছিল। এ দিন বেড়া দেওয়া নিয়ে বিবাদ বাধে। লাঠিসোটা নিয়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশে অভিযোগ হয়েছে। গ্রেফতারের খবর নেই।
|
উত্তরবঙ্গ বইমেলা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগামী কাল শনিবার থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলার মাঠে শুরু হচ্ছে উত্তরবঙ্গ বইমেলা। গ্রেটার শিলিগুড়ি অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বইমেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ, শুক্রবার ‘বইয়ের জন্য হাঁটুন’ স্লোগান দিয়ে বর্ণাঢ্য র্যালি বার হবে বাঘাযতীন পার্ক থেকে। বইপ্রেমী শহরবাসীকে র্যালিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। মেলায় প্রায় ৬০ টি স্টল থাকছে। কলকাতা, দিল্লি, মুম্বই থেকে বিভিন্ন প্রকাশনী সংস্থা মেলায় অংশ নেবে। প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকবে মেলা। বইমেলা উপলক্ষ্যে উদ্যোক্তা কমিটির তরফে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় লেখক বিমল ঘোষ ওরফে চোমং লামা, আলিপুরদুয়ারের বাসিন্দা লেখক, আদিবাসী সমাজের উপর গবেষণায় রত প্রমথ নাথকে সংবর্ধনা জানানো হবে।
|
গ্যারাজে চুরি |
বিভিন্ন মোটর গ্যারেজ থেকে বেশ কিছু যন্ত্রাংশ চুরি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির ফুলবাড়ি বাইপাস এলাকায় ঘটনাটি ঘটেছে। এ দিন রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে ও শিকল কেটে যন্ত্রাংশ চুরি করে পালিয়েছে। বুধবার সকালে গ্যারেজ মালিকেরা গ্যারেজ খুলতে গিয়ে বিষয়টি নজরে পড়ে।
|
মজুরির দাবি |
১০০ দিনের কাজ প্রকল্পে তিন মাস আগে মাটিকাটার কাজ করেও মজুরির টাকা না পেয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন ৭০ জন শ্রমিক। শামুকতলার পারোকাটা গ্রাম পঞ্চায়েতের ১০-১৫২ নম্বর বুথে এই ঘটনা ঘটে। অভিযোগ, ওই বুথে নেংরু দাসের বাড়ি উকিল রায়ের বাড়ি পর্যন্ত মাটি কাটার কাজ হয়। বেশির ভাগ শ্রমিক মজুরির টাকা পেলেও ৭০ জন পাননি। ব্লক উন্নয়ন আধিকারিক সৌমেন মাইতি জানান, কেন মজুরি পাননি খোঁজ নিয়ে ব্যবস্থা হবে। |
|