আজ অবরোধ লিবারেশনের কৃষক সংগঠনের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কেন্দ্র ও রাজ্য সরকারের জমি অধিগ্রহণ নীতি, সার ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ধান ও পাটের সহায়ক মূল্য বাড়ানো, সিঙ্গুরের ন্যানো প্রকল্পের জন্য উচ্ছেদ হওয়া খেতমজুর-বর্গাদারদের ক্ষতিপূরণের দাবিতে আজ, শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পশ্চিমবঙ্গের ব্লকগুলিতে অবরোধের ডাক দিয়েছে সিপিআই (এমএল) লিবারেশনের কৃষক সংগঠন ‘সারা ভারত কিষাণ মহাসভা’। ওই দাবিগুলিতেই আগামী ৩০ নভেম্বর ‘কিষাণ মহাসভা’ দিল্লিতে সংসদ ভবনের সামনে ‘কৃষক জনশুনানি’ এবং এ রাজ্যে জেলাশাসকদের দফতরগুলির সামনে ‘বিক্ষোভ অবস্থান’ করবে। ‘কিষাণ মহাসভা’র সহ সভাপতি কার্তিক পাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে বলেন, “কৃষক আন্দোলনে ভর করে ক্ষমতায় এসেই তৃণমূল কৃষকদের সঙ্গে প্রতারণা শুরু করেছে। আদিবাসী জনগণের স্বার্থও তারা রক্ষা করছে না। পরিবর্তে কর্পোরেট স্বার্থ দেখছে। এর বিরুদ্ধেই আমাদের লড়াই।” রাজ্যে তৃণমূল-কংগ্রেস জোট সরকার দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও সৌমেন বসুর কমিটিকে দিয়ে যে ভূমি ব্যবহার বিল তৈরি করিয়েছে, সেখানে কৃষকদের খাস জমি দখলকে ‘ডাকাতি’ আখ্যা দেওয়া হয়েছে অভিযোগ করে কার্তিকবাবু বলেন, “কারা তাদের এত সাহস দিল যে তারা কৃষকদের ডাকাত বলে অপমান করছেন? এখনই ওই বক্তব্য তাদের প্রত্যাহার করতে হবে।”
|
ভাঙন রোধে কাল প্রণব-মানস কথা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মুর্শিদাবাদ ও মালদহে ভাঙন প্রতিরোধের কাজকে ত্বরান্বিত করতে কাল, শনিবার প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। ওই দুই জেলায় গঙ্গা, পদ্মা ও ভাগীরথীর ভাঙন রোধের কাজ দেখেন ফরাক্কা বাঁধ কর্তৃপক্ষ। সেই দায়িত্ব কতটা বাড়ানো যায়, বৈঠকে তা নিয়ে আলোচনা হবে। মানসবাবু বলেন, “রাজ্যের অনুরোধে প্রণববাবু কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী পবন বনশলের সঙ্গে কথা বলেছেন।” মন্ত্রী জানান, কর্মীর অভাবে ফরাক্কা বাঁধ কর্তৃপক্ষ ভাঙন প্রতিরোধের কাজ দেখতে পারছেন না। কী ভাবে ওই সমস্যা দূর করা যায় তা নিয়েও আলোচনা হবে। |