কলকাতার বাইরে গিয়েও জেতার রাস্তা ছাড়ল না প্রয়াগ ইউনাইটেড। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে হ্যালকে ২-০ হারাল তারা। দু’টি গোলই করলেন কেইন ভিনসেন্ট। ম্যাচের দশ মিনিটেই ভিনসেন্টের গোলে এগিয়ে যায় প্রয়াগ। ম্যাচ শেষের ছ’মিনিট আগে পেনাল্টি থেকে দু’নম্বর গোলটিও ভিনসেন্টের। প্রয়াগ কোচ সঞ্জয় সেনের বক্তব্য, “প্রথম গোলটা পাওয়ার পর লক্ষ্য ছিল চাপ বজায় রাখা। যেটা না করতে পেরে প্রথমের কয়েকটা ম্যাচে ড্র করতে হয়েছিল।” কোচ প্রশংসায় ভরিয়ে দিলেন চার ডিফেন্ডারকে। এখনও পর্যন্ত অপরাজিত দলের কোচ সঞ্জয় বললেন, “চেষ্টা করব যত দিন সম্ভব অপরাজিত থাকতে।” পাঁচ ম্যাচে না হারার আত্মবিশ্বাস নিয়েই পরের ম্যাচে লালকমল-জোসিমাররা কলকাতায় খেলবেন সালগাওকরের সঙ্গে। এ দিকে বৃহস্পতিবার অন্য ম্যাচগুলিতে ডেম্পো ২-১ হারিয়েছে চিরাগ কেরলকে। দু’টি গোলই র্যান্টি মার্টিন্সের। সালগাওকর বার্বোসার গোলে ১-০ হারিয়েছে মুম্বই এফসিকে। লাজং এফ সি ০-০ ড্র করল এয়ার ইন্ডিয়ার সঙ্গে।
|
আই লিগের ম্যাচ দেখতে গিয়ে পুলিশের সঙ্গে গন্ডগোলে জড়ালেন চিমা ওকোরি এবং ওডাফা ওকোলি। বৃহস্পতিবার যুবভারতীর গেটের সামনে গাড়ি রাখা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। নির্দিষ্ট স্টিকার না থাকায় পুলিশ তাদের গাড়ি রাখতে দিতে চায়নি। চিমা জোর করেন গাড়ি রাখার জন্য। সেই সময় চিত্র সাংবাদিকরা ঝামেলার ছবি তুলতে গেলে তেড়ে যান ক্ষিপ্ত চিমা। ওডাফা ছিলেন ওই গাড়িতেই। শেষ পর্যন্ত অবশ্য অবস্থা সামাল দিয়ে তাদের মাঠে ঢুকিয়ে দেয় পুলিশ। প্রেসবক্সে বসে খেলা দেখেন দু’জনেই। চিমা অবশ্য বলেন, “তেমন কিছু হয়নি।” ম্যাচের পর আবার চার্চিল ব্রাদার্সের ফুটবলাররা চড়াও হন মোহনবাগান বল বয়দের ড্রেসিংরুমে। তাদের বক্তব্য, বল মাঠের ভিতর দিতে বেশি সময় নিচ্ছিল মোহনবাগান জুনিয়র টিমের ওই ফুটবলাররা। খেলার মাঠের মধ্যে বলবয় দের উদ্দেশ্য করে জলের বোতল মারা ছাড়াও, তাদের ড্রেসিংরুমের দরজায় লাথি মারেন ম্যানুয়েল গোমসের ছেলেরা। চার্চিলের উল্টোদিকে ছিল বল বয়দের ড্রেসিংরুম।
|
ঝাঁকে ঝাঁকে সেঞ্চুরি হল বৃহস্পতিবার রঞ্জি ট্রফিতে। রাজস্থানের অধিনায়ক হৃষিকেশ কানিতকর অস্বস্তিতে ফেললেন মুম্বইকে। তাঁর অপরাজিত ১২৯ রানের সৌজন্যে রাজস্থান আপাতত ৩০৯-৪। অন্য দিকে, রেলওয়েজের বিরুদ্ধে রবিন উত্থাপ্পার ১১৭ ভদ্রস্থ জায়গায় রেখেছে কর্নাটককে (২৮৪-৭)। পার্থিব পটেলের গুজরাত কিন্তু দ্বিতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে বেশ ভাল জায়গায়। সৌজন্যেপার্থিব (১০০) এবং নীরজ পটেল (১১ ব্যাটিং)। প্রথম দিনের শেষে গুজরাত ৩৫৮-৬। উত্তরপ্রদেশ সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম দিনে তুলল ২৬৬-৪। সেঞ্চুরি তন্ময় শ্রীবাস্তবের (১৩৪ ব্যাটিং)। হরভজন সিংহের সময়টা ভাল যাচ্ছে না। রঞ্জিতে ওড়িশার বিরুদ্ধে নেমে এ দিন জুটল মাত্র একটি উইকেট!
|
ডোপ কেলেঙ্কারির মধ্যেই ডোডায় কানাডাকে ৫১-২৪ পয়েন্টে হারিয়ে কবাডি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ভারত। এখনও পর্যন্ত টুর্নামেন্টে পাঁচটা ম্যাচ খেলে পাঁচটাতেই অপরাজিত তারা। তবে ডোপ কেলেঙ্কারি গোটা টুর্নামেন্টের উপর কালো ছায়া ফেলেছে। আজও ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন এক ভারতীয়-সহ চার জন। সব মিলিয়ে কবাডি বিশ্বকাপে খেলতে আসা অ্যাথলিটদের মধ্যে এখনও পর্যন্ত বাইশ জন ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন বলে জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডার তরফে জানানো হয়েছে।
|
শুক্রবার বেটন কাপ ফাইনালে মুখোমুখি ইন্ডিয়ান অয়েল এবং ওএনজিসি। সেমিফাইনালে ইন্ডিয়ান অয়েল ১-০ হারাল এয়ার ইন্ডিয়াকে। কিন্তু ম্যাচ জিতেও ইন্ডিয়ান অয়েলের ইন্দিরজিৎ সিংহ আম্পায়ারকে তেড়ে যান। অন্য সেমিফাইনালে ওএনজিসি ২-১ হারাল পিএনবি, দিল্লি-কে।
|
বিবেকানন্দ সুইমিং অ্যাসোসিয়েশন আয়োজিত চতুর্থ সারা কলকাতা সাঁতার প্রতিযোগিতা শুরু হল বিদ্যাসাগর সুইমিং এবং কোচিং সেন্টারে। |