মিনাখাঁয় মৃত বহু কাক, নমুনা সংগ্রহে প্রাণি চিকিৎসকেরা |
মারা যাচ্ছে কাক। গত কয়েক দিনে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ব্লকের হাড়োয়ার আটপুকুর অঞ্চলে চার-পাঁচশো কাক মারা যাওয়ায় স্থানীয় মানুষ চিন্তিত। মৃত কাক পুকুরে পড়ে জল দূষিত হচ্ছে। মারা যাচ্ছে মাছ। মিনাখাঁর বামনপুকুর প্রাণিবিকাশ কেন্দ্রের সহকারী চিকিৎসক মৃণালকান্তি মণ্ডল বলেন, “ওই এলাকায় হঠাৎ এত কাকের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে প্রাণি চিকিৎসকদের একটি দল সেখানে নমুনা সংগ্রহে যাবেন।” প্রসঙ্গত, কিছুদিন আগে ঝাড়খন্ডের জামশেদপুরে প্রচুর কাক মারা যায়। বিষয়টির তদন্তে নেমেছে বনবিভাগ।
|
কয়েক দিনে শতাধিক মুরগির মৃত্যু হয়েছে বোলপুর থানার শিরিষডাঙায়। কী কারণে মুরগির মৃত্যু হয়েছে তা জানতে বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করল ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন দফতর। বোলপুরের বিডিও অমল সাহা বলেন, “খবর পাওয়ার পরেই আমি প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিককে দেখার জন্য বলি।” ওই দফতরের আধিকারিক মির্জা মহম্মদ হানিফ বলেন, “নমুনা সংগ্রহ করা হয়েছে।”
|
বাক্সা জেলার মুসলপুরে হাতির হানায় মারা গেলেন এক ব্যক্তি। পুলিশ জানায়, গত রাতে হাতির একটি পাল অর্নি বিল এলাকায় তাণ্ডব চালায়। রাস্তার ধারে একটি ঘরে ঘুমিয়ে থাকা মার্কিউস কেরকেটা হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান। |