আন্দোলন প্রত্যাহার করল জিরিবাম জেলার দাবিদাররা
রকারের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি পেয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিল জিরিবাম জেলা দাবি কমিটি। সদর হিলের পরে জিরিবামকেও স্বতন্ত্র ও পূর্ণ জেলা হিসেবে গড়ার সিদ্ধান্ত নিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ। গত কাল বিকেলে, মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহের বাসভবনে এ নিয়ে এক বৈঠক হয়।
জিরিবাম মহকুমাকে পূর্ণ জেলা হিসাবে গড়ার দাবি নিয়ে জেডিডিসি গত কয়েকমাস ধরে আন্দোলন চালাচ্ছিল। আগের বৈঠকগুলিতে, এ নিয়ে কোনও সমাধান সূত্র বের হয়নি। তাই আজ অন্যান্য সামাজিক সংগঠনগুলিকেও বৈঠকে ডাকা হয়। বৈঠকে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন আইনমন্ত্রী থংনাম দেবেন্দ্র, খাদ্য ও গণবন্টন মন্ত্রী এন বীরেন। সিদ্ধান্ত হয়, জিরিবামকে পূর্ণ জেলা হিসেবে গড়ে তোলা হবে। ঢেলে সাজা হবে জিরিবামের পুলিশ ও প্রশাসনিক স্তরের ব্যবস্থাও।
জিরিবাম জেলা দাবি কমিটির আহ্বায়ক এম মাইপাকসানা মাংগাং বলেন, “রাজ্য সরকার আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা সবরকম আন্দোলন ও অবরোধ প্রত্যাহার করে নিচ্ছি।” পাশাপাশি, ইউনাইটেড নাগা কাউন্সিলকেও তাদের অবরোধ প্রত্যাহারের জন্য আহ্বান জানান মাংগাং। হামেশাই আন্দোলন ও অবরোধে জর্জরিত মণিপুর নিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য, আজ প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান বিজেপি নেতারা।
বিজেপি সভাপতি নীতীন গডকড়ী, লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ ও রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলির নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে জানান, দীর্ঘতম অবরোধের ফলে পার্বত্য ও সমতল মণিপুর সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজ্যে পেট্রোল-ডিজেল, গ্যাস, অন্য নিত্যপণ্য নেই। একটি সর্বদলীয় প্রতিনিধিদল মণিপুরে পাঠাবার আর্জিও জানান তাঁরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.