|
|
|
|
আন্দোলন প্রত্যাহার করল জিরিবাম জেলার দাবিদাররা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সরকারের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি পেয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিল জিরিবাম জেলা দাবি কমিটি। সদর হিলের পরে জিরিবামকেও স্বতন্ত্র ও পূর্ণ জেলা হিসেবে গড়ার সিদ্ধান্ত নিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ। গত কাল বিকেলে, মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহের বাসভবনে এ নিয়ে এক বৈঠক হয়।
জিরিবাম মহকুমাকে পূর্ণ জেলা হিসাবে গড়ার দাবি নিয়ে জেডিডিসি গত কয়েকমাস ধরে আন্দোলন চালাচ্ছিল। আগের বৈঠকগুলিতে, এ নিয়ে কোনও সমাধান সূত্র বের হয়নি। তাই আজ অন্যান্য সামাজিক সংগঠনগুলিকেও বৈঠকে ডাকা হয়। বৈঠকে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন আইনমন্ত্রী থংনাম দেবেন্দ্র, খাদ্য ও গণবন্টন মন্ত্রী এন বীরেন। সিদ্ধান্ত হয়, জিরিবামকে পূর্ণ জেলা হিসেবে গড়ে তোলা হবে। ঢেলে সাজা হবে জিরিবামের পুলিশ ও প্রশাসনিক স্তরের ব্যবস্থাও।
জিরিবাম জেলা দাবি কমিটির আহ্বায়ক এম মাইপাকসানা মাংগাং বলেন, “রাজ্য সরকার আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা সবরকম আন্দোলন ও অবরোধ প্রত্যাহার করে নিচ্ছি।” পাশাপাশি, ইউনাইটেড নাগা কাউন্সিলকেও তাদের অবরোধ প্রত্যাহারের জন্য আহ্বান জানান মাংগাং। হামেশাই আন্দোলন ও অবরোধে জর্জরিত মণিপুর নিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য, আজ প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান বিজেপি নেতারা।
বিজেপি সভাপতি নীতীন গডকড়ী, লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ ও রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলির নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে জানান, দীর্ঘতম অবরোধের ফলে পার্বত্য ও সমতল মণিপুর সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজ্যে পেট্রোল-ডিজেল, গ্যাস, অন্য নিত্যপণ্য নেই। একটি সর্বদলীয় প্রতিনিধিদল মণিপুরে পাঠাবার আর্জিও জানান তাঁরা। |
|
|
|
|
|