টুকরো খবর
তোলাবাজি নিয়ে শত্রুতার জেরেই যুবক খুন, ধৃত ২
সোদপুর গোশালায় যুবক খুনের ঘটনায় মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম পার্থ সেনগুপ্ত ও ছোটন। তারা ধরা পড়ার সঙ্গে সঙ্গেই অনির্বাণ মজুমদার (২৩) নামে ওই যুবক খুনের রহস্যভেদ হয়ে গিয়েছে বলে পুলিশের দাবি। তাদের বক্তব্য, তোলাবাজিকে কেন্দ্র করে পুরনো শত্রুতার জেরেই এই খুন। নিমতার বাসিন্দা অনির্বাণকে গত ২ নভেম্বর ভরসন্ধ্যায় রাস্তার উপরেই গুলি করে খুন করা হয়। মৃতদেহের পাশে অনির্বাণের ‘প্রেস’ স্টিকার লাগানো মোটরবাইক দেখে তাঁর পরিচয় নিয়েও প্রশ্ন ওঠে। পুলিশ জেনেছে, বিভিন্ন জায়গা থেকে সাংবাদিক পরিচয় দিয়ে তোলা আদায় করতেন অনির্বাণ। শেষ পর্যন্ত মোবাইলের সূত্র ধরেই এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অনির্বাণের খোয়া যাওয়া দু’টি মোবাইল ফোনের কল-লিস্ট এবং টাওয়ার লোকেশন থেকে তদন্তকারীরা জানতে পারেন, খুন হওয়ার ঠিক আগে সোদপুরের একটি মোবাইল নম্বর থেকে অনির্বাণের একটি মোবাইলে চার বার ফোন এসেছিল। যে-মোবাইল থেকে ফোন আসে, তার মালিক ঘোলার বাসিন্দা পার্থ সেনগুপ্ত। একই সঙ্গে দমদমের সবিতা দাসের নামে নেওয়া অন্য একটি মোবাইল থেকেও পার্থের সঙ্গে তিন বার কথা হয় অনির্বাণের। তাতেই সন্দেহ বাড়ে তদন্তকারীদের। উত্তর ২৪ পরগনার এসপি চম্পক ভট্টাচার্য বলেন, ‘‘দেখা গিয়েছে বেনামে ফোন ব্যবহার করছে এই ঘটনার মূল পাণ্ডা ছোটন। পার্থ ও ছোটন গ্রেফতার হয়েছে।’’

জরুরি অবতরণ
মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির জেরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানবন্দর সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে গয়া থেকে বারাণসী যাচ্ছিল বিমানটি। মাঝপথে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। কলকাতায় জরুরি অবতরণের বার্তা পাঠান পাইলট। বিকেল ৫টা ১০ মিনিটে ১০৯ জন যাত্রী নিয়ে বিমানটি কলকাতায় নামে। অন্য বিমানে যাত্রীদের রওনা করিয়ে দেওয়া হয়।

দুর্ঘটনায় মৃত্যু
বাসের চাকায় পিষ্ট হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার, তারাতলা রোডে। মৃতের নাম বাবুল ঘোষ (৩৭)। পুলিশ জানায়, এ দিন ব্রেস ব্রিজের দিকে যাওয়ার সময়ে একটি বাসের সামনের দরজায় দাঁড়িয়েছিলেন বাবুলবাবু। আচমকা রাস্তায় পড়ে গেলে বাসটির পিছনের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বাস-সহ চালক পলাতক।

ব্যবসায়ী নিখোঁজ
মহেশতলার এক কাপড়ের ব্যবসায়ী নিখোঁজ। তাঁর নাম সইদুল আলি মণ্ডল (৪০)। পুলিশ জানায়, ওই ব্যক্তির বাড়ি আক্রার মাগুরায়। তাঁর পরিজনেরা পুলিশকে জানান, বুধবার সন্ধ্যায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই ব্যক্তি। তার পর থেকেই তিনি নিখোঁজ। পুলিশ জানায়, ওই ফোনটি করেছিলেন স্থানীয় একটি মুদিখানার ব্যবসায়ী। বৃহস্পতিবার তাঁর বাড়িতে যান সইদুলের পরিজনেরা। ওই ব্যবসায়ীকে না পেয়ে তাঁর এক আত্মীয়কে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি নিখোঁজ ডায়েরি হয়েছে।

চলচ্চিত্র উৎসবের জন্য
কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য বাড়ল মেট্রো পরিষেবা। আজ, শুক্রবার থেকে ১৭ নভেম্বর পর্যন্ত রাতে দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টায়। মেট্রো সূত্রে খবর, চলচ্চিত্র উৎসবের জন্য রাজ্য সরকারের তরফে মেট্রো-কর্তৃপক্ষকে রাতে পরিষেবা বাড়ানোর জন্য অনুরোধ করা হয়। তারই ভিত্তিতে এই সিদ্ধান্ত। মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, “দমদম থেকে ছেড়ে শেষ মেট্রো রবীন্দ্র সদন পৌঁছবে ১০টা ২১ মিনিটে। কবি সুভাষ থেকে ছেড়ে শেষ মেট্রো রবীন্দ্র সদন পৌঁছবে রাত ১০টা ২৫ মিনিটে।”

প্রৌঢ়ের অপমৃত্যু
পোস্তার হরিরাম গোয়েনকা স্ট্রিটে বৃহস্পতিবার এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম সুশীল মোহতা (৫৩)। একটি পুরনো ছ’তলা বাড়ির চারতলায় থাকতেন তিনি। এ দিন সকালে বাড়ির বারান্দা থেকে তিনি আচমকা পড়ে যান বলে জানায় পুলিশ।

বিস্ময়

ছবি: দেবাশিস রায়
আন্তর্জাতিক বিজ্ঞান দিবস (শান্তি ও উন্নয়ন)-এ সাধারণ পড়ুয়াদের জন্য বৃহস্পতিবার নতুন পরীক্ষাগারের উদ্বোধন হল বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (বিআইটিএম)-এ। মিউজিয়ামের অধিকর্তা ইমদাদুল ইসলাম জানান, যে-সব স্কুলে পরীক্ষাগারের সুবিধা নেই, সেখানকার পড়ুয়াদের কথা মাথায় রেখে এই পরীক্ষাগার। অন্য স্কুলের ছাত্ররাও নাম নথিভুক্ত করতে পারবেন। মাদাম কুরির জীবন, কর্ম নিয়ে বক্তৃতার আয়োজন করা হয়েছিল। শুরু হয়েছে রসায়ন বিজ্ঞানের প্রদর্শনীও।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.