টুকরো খবর
ফের সমস্যা ব্ল্যাকবেরিতে
ভারত-সহ বিভিন্ন দেশে ব্ল্যাকবেরি গ্রাহকদের একাংশ আবার সমস্যার মুখে। অভিযোগ, বুধবার ভারত, পশ্চিম এশিয়া, ইউরোপ ও আমেরিকায় কিছু গ্রাহকের ব্ল্যাকবেরি পরিষেবায় বিলম্ব ঘটে। বৃহস্পতিবার ফোনটির নির্মাতা কানাডার রিসার্চ ইন মোশন (রিম) জানিয়েছে, বিষয়টি কানে আসার সঙ্গেই খোঁজখবর শুরু করেছিল সংস্থা। কিন্তু দেখা গিয়েছে তাদের পরিকাঠামো সংক্রান্ত কোনও সমস্যার কারণে এটা ঘটেনি। বিঘ্নিত হয়নি ব্ল্যাকবেরির পরিষেবাও। কোনও কারণে ইন্টারনেট পরিষেবার গতি কমে যাওয়ার দরুনই কিছু গ্রাহক সমস্যায় পড়েছেন বলেও দাবি তাদের। পাশাপাশি অবশ্য কিছুক্ষণের মধ্যেই ব্ল্যাকবেরি গ্রাহকদের সমস্যা মিটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলেও দাবি করেছে রিম। এ দিকে, আগামী ২২ নভেম্বর থেকে গুগ্ল ব্ল্যাকবেরি স্মার্টফোনের জন্য আর ‘জি-মেল অ্যাপ্লিকেশন’ তৈরি করবে না বলে জানিয়েছে। যদিও রিম কর্তৃপক্ষের দাবি, ব্ল্যাকবেরিতে ইন্টারনেট পরিষেবার মাধ্যমে এমনিতেই জি-মেল পরিষেবা পাওয়া যায়। ফলে আলাদা করে খুব বেশি গ্রাহক ওই অ্যাপ্লিকেশনের সুযোগ নেন না। ফলে গুগ্ল গাঁটছড়া ভাঙলেও তাদের ব্ল্যাকবেরির গ্রাহকেরা সমস্যায় পড়বেন না বলেই দাবি সংস্থাটির।

‘এ৩৪০’ তৈরি বন্ধ করছে এয়ারবাস
‘এ৩৪০’ বিমান তৈরি বন্ধ করছে এয়ারবাস। প্রতিদ্বন্দ্বী মার্কিন সংস্থা বোয়িং-এর ‘৭৭৭’ বিমানের সঙ্গে প্রতিযোগিতায় ক্রমাগত পিছিয়ে পড়াই যার কারণ বলে দাবি করেছে ওই ইউরোপীয় বিমান নির্মাতা সংস্থাটি। এয়ারবাস কর্তৃপক্ষের ঘোষণা, গত দু’বছরে ‘এ৩৪০’ বিমান একটিও বিক্রি হয়নি। ফলে শেষে ‘বাস্তব’ পরিস্থিতি মেনেই উৎপাদন বন্ধের সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা। সংশ্লিষ্ট সূত্রে খবর, ইতিমধ্যে ভারতের বিমান পরিষেবা সংস্থা কিংফিশার এয়ারলাইন্সও এয়ারবাসকে দেওয়া দু’টি ‘এ৩৪০’ বিমানের বরাত বাতিল করেছে। তবে সেটি ঠিক কী কারণে সে সম্পর্কে মুখ খোলেনি কিংফিশার। উল্লেখ্য, ১৯৯২-এ আত্মপ্রকাশের পর ১৯৯৩ সালেই কোথাও না থেমে টানা প্যারিস থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে যাওয়ার রেকর্ড গড়েছিল চার ইঞ্জিন বিশিষ্ট ‘এ৩৪০’। এর পর বোয়িং-এর ‘৭৭৭’ চালু হয় ১৯৯৪ সালে। দুই ইঞ্জিন বিশিষ্ট হওয়ায় ‘বোয়িং ৭৭৭’ অনেক বেশি জ্বালানি সাশ্রয়কারী। অথচ ক্ষমতার নিরিখে দু’টি বিমানই সমগোত্রীয়। ফলে বেশির ভাগ বিমান পরিষেবা সংস্থাই বোয়িং-এর দিকে ঝুঁকছে। যার জেরে বাজার হারাচ্ছে এয়ারবাস।

টাটা স্টিলের মুনাফা
চলতি অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে টাটা স্টিলের সামগ্রিক নিট মুনাফা কমল ৮৯%। এই সময়ে নিট মুনাফা দাঁড়িয়েছে ২১২ কোটি টাকায়। গত বছর একই সময়ে তা ছিল ১,৯৭৯ কোটি। মূলত ইউরোপের বাজারে চাহিদা কমা এবং কাঁচামালের দাম বৃদ্ধির জন্যই মুনাফা কমেছে বলে জানিয়েছে টাটা স্টিল।

নতুন নিয়োগ
জি সি অগ্রবাল পূর্ব রেলের নতুন জেনারেল ম্যানেজার হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.