টুকরো খবর |
মাধ্যমিকে অনিশ্চিত অভিযুক্তেরা
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
র্যাগিং ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রকে মঙ্গলবার তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হল। ইতিমধ্যেই ওই দুজনকে সাসপেন্ড করা হয়েছে। স্কুলের তরফে জানানো হয়েছে, আগামী দিনে তাদের ওই প্রতিষ্ঠানে আর পড়তে দেওয়া হবে না। নিগৃহীত ওই ছাত্রকেও বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া ওই ছাত্র সুস্থ হলেই তাকে স্কুলে পৌঁছে দিতে বলা হয়েছে। রবিবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায় একটি বেসরকারি আশ্রমিক স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রকে র্যাগিং করার অভিযোগে অভিযুক্ত দশম শ্রেণির ওই দুই ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ সাসপেন্ড করে। স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্ত ওই দুই ছাত্রকে মঙ্গলবার স্কুলের গাড়িতে করেই তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের শিলিগুড়ির দফতরে পৌঁছে দেওয়া হয়। সেখানে তাদের অভিভাবকদের হাতে ওই দুই ছাত্রকে তুলে দেওয়া হয়। স্কুল সূত্রে এটাও জানানো হয়েছে, আপাতত তাদের হস্টেলে থাকা চলবে না। বাড়িতেই থাকতে হবে। এই স্কুলে পড়াশোনাও করতে পারবে না। আগামী ফেব্রুয়ারি মাসে দশম শ্রেণির ছাত্রদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা। তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে কি না, তা নিয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার রাতে ওই স্কুলের হস্টেলে পাঁচ ছাত্র মিলে প্রায় সারারাত ধরে সপ্তম শ্রেণির এক ছাত্রকে র্যাগিং করার অভিযোগ উঠে। পরদিন সে হস্টেল ছেড়ে বাড়িতে চলে যায়। বাড়ির লোকেরা ঘটনার কথা জানার বিষয়টি নিয়ে সরব হন। স্কুলে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। বএর পরেই মূল অভিযুক্ত দশম শ্রেণির ওই দুই ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ সাসপেন্ড করেন। তাদের বাড়ি বিধাননগর ও শিলিগুড়িতে। বিদ্যুতে মৃত্যু। তড়িদাহত হয়ে মারা গেলেন এক আরএসপি নেতা। বুধবার সকালে ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের আট মাইল গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুধন্য ঘোষ (৭২)। তিনি আরএসপি’র ফালাকাটা-মাদারিহাট জোনাল কমিটির সদস্য ছিলেন। সকালে বিদ্যুতের লোহার খুঁটিতে জল ফেলতে গিয়ে তড়িদাহত হন তিনি। সুধন্যবাবুকে পরিবারের লোকজন ফালাকাটা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। |
স্থায়ীকরণের দাবি, ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে পরিচালন সমিতির কর্মকর্তাদের ঘেরাও করে রাখলেন অস্থায়ী শিক্ষকেরা। বুধবার শিলিগুড়ির মার্গারেট স্কুলে ঘটনাটি ঘটেছে। এ দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঘেরাও করে রাখা হয় রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের নিয়ন্ত্রণে থাকা ওই স্কুলের পরিচালন সমিতির কর্মকর্তাদের। ঘন্টাখানেক পর অন্যাদের যেতে দিলেও পরিচালন সম্পাদক তথা রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের স্বামীজি এবং প্রধান শিক্ষককে রাত সাড়ে ১০টা পর্যন্ত ঘেরাও করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্কুল সূত্রে জানা গিয়েছে, অস্থায়ী শিক্ষক, কর্মীদের বেতন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের তহবিল থেকে দেওয়া হয়। দীর্ঘদিন তা থেকে বেতন দেওয়ায় তহবিলে টান পড়েছে। অর্থের সংস্থান করতে পঞ্চম শ্রেণিতে ইংরেজি মাধ্যমে আরও একটি সেকশন চালুর প্রস্তাব এবং নতুন পড়ুয়াদের কাছ থেকে ডোনেশন তোলার বিষয়ে এ দিন বৈঠক ডাকা হয়েছিল। আন্দোলনকারীরা চেয়েছিলেন বৈঠকে তাদের স্থায়ীকরণের বিষয়টি আলোচনা করা হোক। তা না হওয়ায় বৈঠক শেষে তাঁরা পরিচালন সমিতির কর্মকর্তাদের ঘেরাও করেন। কর্তৃপক্ষ ১৩ নভেম্বর রবিবার বিষয়টি নিয়ে আলোচনার কথা জানালেও অস্থায়ী কর্মীরা মানতে চাননি। পরে পুলিশ গিয়ে ঘেরাও তোলে। স্কুলের প্রধান শিক্ষক প্রদীপপ্রসাদ রায় বলেন, “অস্থায়ী শিক্ষকেরা বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের দাবি তুলেছেন। তা নিয়ে পরবর্তীতে আলোচনার জন্য বলা হলেও তারা মানতে চাননি।” অস্থায়ী শিক্ষকদের পক্ষে বিশ্বজিৎ রায় জানান, স্কুল শিক্ষা দফতরে বেদান্ত আশ্রম কর্তৃপক্ষের তরফে অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণের জন্য আবেদন করতে বলা হলেও তা করা হচ্ছে না। |
বিরোধিতায় বাম সদস্যেরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিক্ষা ক্ষেত্রকে রাজনীতি মুক্ত করতে রাজ্য যে অর্ডিন্যান্স এনেছে তার বিরোধিতায় সরব বাম মনোভাবাপন্ন শিক্ষা গণতন্ত্রীকরণ সংস্থার দার্জিলিং জেলা কমিটির সদস্যরা। বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে তারা এ কথা জানান। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে সেনেট, কোর্ট, এগজিকিউটিভ কাউন্সেলর মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে ৩৪ বছর ধরে গণতন্ত্র বজায় রেখেছিল বাম সরকার। নির্বাচিতদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালিত হত। নতুন অর্ডিন্যান্সে তা খর্ব হবে। মনোনীতরা বিশ্ববিদ্যালয় পরিচালনা করলে স্বৈরাচার ব্যবস্থা এবং দলতন্ত্র চলবে। সব ক্ষমতা থাকবে আচার্য, উপাচার্যের হাতে। নতুন অর্ডিন্যান্সের প্রতিবাদে ১১ নভেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে তারা প্রতিবাদ সভা করবেন। শিক্ষা গণতান্ত্রীকরণ সংস্থার দার্জিলিং জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পার্থসারথি দাস এবং তমাল চন্দ বলেন, “সমস্ত শিক্ষানুরাগী বাসিন্দাদের ওই প্রতিবাদ সভায় সামিল হতে আবেদন করছি। নয়া অর্ডিন্যান্সে আমলাতন্ত্র জোরদার হবে। বিশ্ববিদ্যালয়গুলি স্বাধিকার হারাবে।” আগামী ১৪ নভেম্বর কলেজগুলিতে ১ ঘন্টা কর্মবিরতি পালন করবেন তাঁরা। |
প্রতিবাদে ঠিকাদারেরা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
অনিয়মের অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির টেন্ডার প্রক্রিয়া বয়কট করে প্রতিবাদে সরব হল ঠিকাদার সংগঠন। বুধবার মালবাজারে ঘটনাটি ঘটেছে। মালবাজার পঞ্চায়েত সমিতির টেন্ডার প্রক্রিয়া নিয়ে ওই অভিযোগ তুলেছেন তারা। মালবাজার ব্লক ঠিকাদার সংগঠনের অভিযোগ, তাদের বঞ্চিত করে পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ বেআইনি ভাবে দরপত্র ডেকেছে। কাউকে কিছু না জানিয়ে কর্তৃপক্ষ একতরফা ভাবে টেন্ডার প্রক্রিয়া করায় ঠিকাদাররা বঞ্চিত হবেন। মালবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি অসীম ভৌমিক বলেন, “আগামী ১৪ নভেম্বর ঠিকাদারদের নিয়ে আলোচনায় বসব। আশা করি সমস্যা মিটে যাবে। ঠিকাদার সংগঠনের সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হবে।” এ দিকে দরপত্র কেউ না নেওয়ার জেরে উন্নয়নমূলক কাজ আটকে পড়েছে। ঠিকাদাররা জানান, পুরনো কাজের টাকা ৫-৬ মাস ধরে মেটানো হচ্ছে না। টেন্ডারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোনও নিয়ম না মেনে খুশি মত মূল্যের দরপত্র বিলি করা হচ্ছে। পঞ্চায়েত সমিতি থেকে জানানো হয়েছে, নির্ধারিত দরপত্রের অতিরিক্ত খরচ লিখে টেন্ডার জমা করা হলে শাস্তিযোগ্যে অপরাধ বলে তা ধরা হবে। তা নিয়ে ঠিকাদাররা বেজায় চটেছেন। ঠিকাদার সংগঠনের আহ্বায়ক বাপি ঘোষ, রতন সরকাররা দাবি করেন, এ ধরনের লিখিত বিবৃতি টেন্ডার আইন বিরোধী। |
ছাই ১৫ বাড়ি
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল ১৫ টি বাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে কোচবিহার ও জলপাইগুড়ি জেলার সীমানা শৌলমারি ও গুয়াবরনগর গ্রামে। ১০টিবাড়ি শৌলমারি গ্রাম পঞ্চায়েতে এবং ৫ টি বাড়ি গুয়াবরনগর গ্রামের মধ্যে পড়ছে বলে প্রশানের তরফে জানানো হয়েছে। গুয়াবরনগর পঞ্চায়েতের প্রধান সুভাষ রায় বলেন, “ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা অধিকাংশই ছোট কৃষক বা দিনমজুর। সবকটি কাঁচা বাড়ি। কুপির আগুনে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তবে ত্রাণ দেওয়ার জন্য ব্লক কর্তাদের অনুরোধ করা হয়েছে। স্থানীয় ও দমকল সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা শহর থেকে ৮ কিলোমিটার দূরে ভেলাপাকুড়ি গ্রামে পরপর লাগোয়া পাটকাঠি, দরমার বেড়া দেওয়া একের পর এক ঘর রয়েছে। এদিন সন্ধ্যায় হঠাৎ একটি বাড়িতে আগুন লাগে। নিমেষের মধ্যে একের পর এক বাড়ি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। গ্রামবাসীরা প্রথমে আগুন নেভানোর কাজে নামেন। খবর যায় ধূপগুড়ি দমকল কেন্দ্রেও। তবে দমকল পৌঁছবার আগে ভষ্মীভূত হয়ে যায় ১৫ টি বাড়ি। ক্ষতিগ্রস্ত কৃষক আলিয়ার রহমান বলেন, “সব কিছু শেষ হয়ে গেল। মাথা গোঁজার জায়গা টুকুও নেই। কী হবে ভেবে পাচ্ছি না।” |
কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আইনি পরিষেবা দিবসে বুধবার শিলিগুড়ির পতিতাপল্লির মহিলাদের নিয়ে একটি কর্মশালা হল। শিলিগুড়ি মহকুমা আইনি পরিষেবা কমিটি এবং দুর্বার মহিলা সমন্বয় সমিতির যৌথ উদ্যোগে ওই কর্মশালায় যৌন কর্মীদের নানা সমস্যা ও অধিকার নিয়ে বক্তব্য রাখেন মহকুমা আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান শঙ্কর ব্রহ্ম, বিচারক সমীররঞ্জন পাল, রাজ্য মহিলা কমিশনের সদস্যা জ্যোৎস্না অগ্রবাল ও দার্জিলিং জেলা লিগাল এইড ফোরামের সভাপতি বাণী দেব। |
তৃণমূলের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
এলাকার উন্নয়ন থমকে রয়েছে অভিযোগ তুলে তৃণমূলের তরফে রাজগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হল। বুধবার রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কমিটির তরফে ওই বিক্ষোভ দেখানো হয়। বিডিও টি টি ভুটিয়া অবশ্য অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সংগঠনের অভিযোগ, রাজগঞ্জ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার মানুষ নানা পরিষেবা থেকে বঞ্চিত। কোনও উন্নয়নমূলক কাজ হচ্ছে না। গরিব মানুষ একশো দিন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন না। সংগঠনের সভাপতি লক্ষমোহন রায় বলেন, “ব্লকের বিভিন্ন এলাকায় দ্রুত উন্নয়নমূলক কাজের একগুচ্ছ দাবিপূরণে বিডিও’র কাছে স্মারকলিপি দেওয়া হয়। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড়মাপের আন্দোলনে নামা হবে।” |
অবস্থান |
২২ মার্চ কর্ম সমিতির সিদ্ধান্ত কার্যকর করার দাবিতে অনির্দিষ্ট অবস্থান বিক্ষোভ শুরু করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি। বুধবার সকাল ৮টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হন তারা। উপচার্যের দফতরের গেট আটকে আন্দোলন চলে। তবে উপাচার্য এ দিন দফতরে যাননি। কর্মচারীদের একাংশ আন্দোলনে সামিল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয়। তবে বিশ্ববিদ্যালয়েরে কর্মচারী সমিতির সম্পাদক দেবীপ্রসাদ বুট বলেন, “কর্ম সমিতির সিদ্ধান্ত কার্যকর করার দাবিতে আমরা লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি।” |
কর্মিসভা |
বুধবার নকশালবাড়ির জাবরা ডিভিশনে কংগ্রেসের উদ্যোগে কর্মিসভা হয়। সেখানে বক্তব্য রাখেন দলের নেতা পৃত্থীশ রায়, সুনীল ঘোষ-সহ অন্যান্যরা। |
|