শততম সেঞ্চুরির প্রাথর্নার মধ্যে সচিন তেন্ডুলকরকে স্বাগত জানাতে নতুন সাজে তৈরি হচ্ছে ইডেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে নানা স্মরণীয় মুহূর্তের ছবি টাঙানো হচ্ছে ইডেনে। যার মধ্যে অন্যতম ১৯৯৩-তে হিরো কাপ জয়ের ছবি। সচিন নিজেই যেটাকে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত আখ্যা দিয়েছেন। ১৯৩৪-এ ইডেনে প্রথম টেস্টের ছবি লাগানো হচ্ছে। লাগানো হচ্ছে, ইডেনে সেই আগুন লাগার ছবিও। আসিফ ইকবালের বিতর্কিত টস। সিএবি-র যুগ্মসচিব বিশ্বরূপ দে জানালেন, ইডেনে টেস্ট ক্রিকেটের ৭৫ বছর পূর্তিও হল। তাই ইডেনকে সাজানোর ভাবনা।
|
আজ, বৃহস্পতিবার শিলিগুড়িতে উত্তর পূর্ব ভারতের প্রথম পাহাড়ের ন্যাশনাল কার র্যলি শুরু হচ্ছে। রামকৃষ্ণ রেস পারফরম্যান্স ম্যানেজমেন্টের (আরআরপিএম) ব্যবস্থাপনায় প্রতিযোগিতার নাম রাখা হয়েছে ‘ভোডাফোন ইস্টার্ন মাউন্টেন সাফারি-২০১১’। সারা ভারতের বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিযোগীরা ছাড়াও ভারতীয় সেনা বাহিনী এবং টাটা সংস্থাও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আয়োজকেরা জানিয়েছেন, ৪০০ কিলোমিটারের এই প্রতিযোগিতা দুই দিনে ভাগ করা হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ির মাল্লাগুড়ির একটি সরকারি অতিথি নিবাস থেকে কার্শিয়াং এবং শুক্রবার শিলিগুড়ি থেকে কালিম্পং রুটে প্রতিযোগিতা হবে। তবে দুই দিনই চিরাচরিত রাস্তা নয়, পাথুরে রাস্তা, তিস্তার নদীর ধার, জঙ্গল এবং কঠিন দুর্গম পাহাড়ে রাস্তা ধরে র্যালি হবে। নির্দিষ্ট স্পিড, নির্দিষ্ট সময় বজায় রেখে যে চালক সবচেয়ে কম পেনাল্টি করবেন, তিনিই জিতবেন। ম্যানুয়াল ছাড়াও জিপিএস ট্র্যাকারের মাধ্যমেও প্রতিযোগীদের উপর নজর রাখা হবে। মোট ১৪ লক্ষ ৩০ হাজার টাকার পুরষ্কারের মধ্যে প্রথম বিজেতা ৫ লক্ষ টাকা পাবেন। মোট ১১টি নগদ পুরষ্কার দেওয়া হবে।
|
উইকেটকিপার হিসেবে নতুন রেকর্ড করলেন মার্ক বাউচার। টেস্ট ক্রিকেটে শুধু পাঁচশো ক্যাচ নেওয়ারই অসাধারণ রেকর্ড। ফিল হিউজের ক্যাচ নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে এই রেকর্ড করলেন দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার। এখন ১৩৯ ম্যাচ থেকে ৫০১ ক্যাচ তাঁর। সঙ্গে ২২টা স্টাম্পিং। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ২১৪-৮। অধিনায়ক মাইকেল ক্লার্ক ১০৭ নট আউট।
|
জীবনে প্রথম বার মেয়েদের সিনিয়র দাবায় চ্যাম্পিয়ন হলেন বাংলার মেরি অ্যান গোমস। প্রিমিয়ার চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ড কিরণ মনীশা মোহান্তির সঙ্গে ড্র করতেই তাঁর খেতাব নিশ্চিত হয়ে যায়। টুর্নামেন্ট থেকে মেরি পেলেন মোট ৮ পয়েন্ট। |