টুকরো খবর
ধৃত ওড়িশা পুলিশের হাতে
আন্তঃরাজ্য গাড়ি পাচার-চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে খড়্গপুর থেকে ধৃত যুবককে নিজেদের হেফাজতে নিল ওড়িশা পুলিশ। সোমবার রাতে খড়্গপুরের চৌরঙ্গি থেকে ডেভিড লেপচা নামে বছর তিরিশের ওই যুবককে ধরে পুলিশ। তাঁর বাড়ি বাড়ি কালিম্পঙে। ধৃতের কাছ থেকে একটি বোলেরো গাড়ি উদ্ধার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, ডেভিডের কাছে যে-সব কাগজপত্র আছে, তার অধিকাংশই নকল। তাঁর কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার হয়। এমন পরিচয়পত্র বিএসএফ জওয়ানদের কাছেই থাকে। সেই পরিচয়পত্রে রাহুল শর্মা নাম লেখা ছিল। পুলিশের ধারণা, ডেভিডই এই ভুয়ো নামে নকল পরিচয়পত্র তৈরি করেছে। উদ্ধার হয়েছিল একাধিক নকল ড্রাইভিং লাইসেন্সও। বুধবার ডেভিডকে মেদিনীপুর সিজেএম আদালতে তোলা হলে ওড়িশা পুলিশের তরফে তাঁকে ট্রানজিট রিমান্ডে চাওয়া হয়। আবেদন মঞ্জুর করেন বিচারক।

দু’সপ্তাহেও হদিস নেই কলেজ ছাত্রের
প্রায় দু’সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন মেদিনীপুর কলেজের এক ছাত্র। তাঁর নাম বাপ্পাদিত্য মান্না। বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বুড়াল এলাকায়। কম্পিউটার সায়েন্সের ছাত্র বাপ্পাদিত্য এ বারই পার্ট-২ পরীক্ষা দিয়েছিলেন। গত ২৪ অক্টোবর পরীক্ষার ফল বেরোয়। অকৃতকার্য হন তিনি। তার পর থেকেই আর তাঁর খোঁজ মিলছে না। ইতিমধ্যে পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। রাঙামাটি এলাকায় একটি ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন বাপ্পাদিত্য। তাঁর বাবা মধুসূদনবাবুর কথায়, “সব আত্মীয়-বাড়িতেই খোঁজ করেছি। ছেলে কোথায় গেল, কিছুই ভেবে পাচ্ছি না।”

প্রতিবাদে পথে এসএফআই
মেদিনীপুর জেলাশাসকের অফিসের সামনে এসএফআইয়ের বিক্ষোভ। নিজস্ব চিত্র
বিশ্ববিদ্যালয়ের পরিচালন-ব্যবস্থায় রদবদল সংক্রান্ত রাজ্য সরকারের নয়া অর্ডিন্যান্সের প্রতিবাদে বুধবার মেদিনীপুর শহরে পথে নামল এসএফআই। সংগঠনের উদ্যোগে এ দিন জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভও দেখানো হয়। উচ্চশিক্ষামন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। নেতৃত্ব দেন এসএফআইয়ের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সৌগত পণ্ডা। দুপুরে শহরে মিছিল হয়। মিছিল পৌঁছয় জেলাশাসকের দফতরের সামনে। তার পরই হয় বিক্ষোভ-সভা। এর আগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও মিছিল করেছিল এসএফআই।

স্টেডিয়ামে সভা
আগামী ২৯ জানুয়রি খড়্গপুরের সেরসা স্টেডিয়ামে আয়োজিত হবে সারা ভারত রেলওয়ে স্কাউটস্ অ্যান্ড গাইডস্ জাম্বুরি ক্যাম্প। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলা ৫ দিন ব্যাপী ওই ক্যাম্পে উপস্থিত থাকবেন ভারতের বিভিন্ন প্রান্তের অন্তত হাজার তিনেক ক্যাডেট। সম্প্রতি সেরসা স্টেডিয়ামে এক সভায় এমনটাই জানানো হয়েছে। সভায় ছিলেন স্কাউট-গাইডের খড়্গপুর শাখার ক্যাডেট।

শক্তিমন্দিরের নাটক
সম্প্রতি খড়্গপুর শহরের ভবানীপুরের মাঠপাড়ায় মঞ্চস্থ হয়েছে শক্তিমন্দির ক্লাবের নাটক। ‘কলাঙ্গন’ সাস্কৃতিক সংস্থা পরিচালিত মন্টু রায়চৌধুরী রচিত ‘ঘটকালি’ নাটক মঞ্চস্থ হয়েছে।

ঝাপেটাপুরে রাস
ঝাপেটাপুরে রাস উৎসব। ছবি: রামপ্রসাদ সাউ।
রাস উৎসব শুরু হল খড়্গপুরের ঝাপেটাপুরে। সাতদিন ব্যাপী উৎসব শুরু হয়েছে রবিবার। উদ্বোধনে এসেছিলেন রামজি জেঠুয়া, শতদল বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টজনেরা। উৎসবে ভাগবত পাঠ, বাউল গান, পদাবলী কীর্তন, অখণ্ড নাম কীর্তন-সহ নানা অনুষ্ঠান।

গোপাষ্টমী উৎসব
সম্প্রতি খড়্গপুরের আয়মায় বলিরাম গোশালায় আয়োজিত হয় গোপাষ্ঠমী উৎসব। উৎসব উপলক্ষে গোশালায় পশুদের পুজো করা হয়। আয়োজিত হয় নানা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.