গত সাত বছরে যা হয়নি, চলতি বছরেই তেমন ঘটনা তিনবার ঘটল পবিতরা অভয়ারণ্যে। ১১ জুন এবং ১৩ অক্টোবরের পরে, কাল ফের পবিতরায় গণ্ডার মারল চোরাশিকারিরা। এ বার পর্যটন মরসুমের মধ্যেই এমন ঘটনা ঘটল। পবিতরা কর্তৃপক্ষ সূত্রে খবর, কাল ভূপেন হাজরিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্যান ও সরকারি দফতর বন্ধ ছিল। সম্ভবত তারই সুবিধা নিয়েছে চোরাশিকারিরা। কাল রাতে জগদল এলাকায়, রাইফেলের গুলিতে একটি স্ত্রী গন্ডারকে হত্যা করা হয়।
|
গ্রামে চোরাই কাঠ রয়েছে জেনে অভিযানে নেমেও একদল বাসিন্দার বাধায় ফিরে আসতে বাধ্য হলেন বনকর্মীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটে মহানন্দা অভয়ারণ্য লাগোয়া নরবু গ্রামে। গোর্খা পার্বত্য পরিষদ এলাকার জঙ্গল থেকে গাছ কেটে ওই এলাকায় জমা করা হয়েছে অভিযোগ পেয়ে এদিন বনকর্মীরা সেখানে অভিযান চালান। বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীরাও অংশ নেন। বন বিভাগের এক আধিকারিক জানান, ফের ওই গ্রামে অভিযান হবে।
|
গুরু নানকের জন্মদিনে আজ, বৃহস্পতিবারও খোলা থাকবে চিড়িয়াখানা। সাধারণ ভাবে বৃহস্পতিবার চিড়িয়াখানায় সাপ্তাহিক ছুটি থাকে। কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সপ্তাহে কাল খোলা থাকবে, শুক্রবার চিড়িয়াখানা বন্ধ থাকবে। |