প্লাস্টিক নোট বাজারে ছাড়বে রিজার্ভ ব্যাঙ্ক |
রিজার্ভ ব্যাঙ্ক এ বার বাজারে প্লাস্টিকের নোট ছাড়বে। বুধবার ওই ব্যাঙ্ক সূত্রে এ কথা জানা গিয়েছে। মুম্বইয়ে রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে কর্মরত সিজিএম (কমিউনিকেশন) আলপনা কিলাবালা বলেন, “প্রথম ধাপে ১০ টাকার পলিমারের নোট ছাপার সিদ্ধান্ত হয়েছে। কলকাতা, মুম্বই ও দিল্লি-সহ দেশের পাঁচটি শহরে পরীক্ষামূলক ভাবে তা চালু করা হবে।” তিনি জানান, বাজারে ১০ টাকার নোটের চাহিদা সব থেকে বেশি। সে-দিকে লক্ষ রেখেই ১০ টাকা দিয়ে পরীক্ষা করা হবে। ভাল ফল পেলে অন্যান্য অঙ্কেরও পলিমার বা প্লাস্টিক নোট ছাড়া যেতে পারে। আলপনাদেবী জানান, পলিমারের নোট ছাপার জন্য ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছে। কবে বাজারে আসবে ১০ টাকার প্লাস্টিকের নোট? এ ব্যাপারে অবশ্য দিনক্ষণের কথা জানাননি রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় অফিসের কমিউনিকেশন বিভাগের ওই কর্ত্রী। তিনি বলেন, “দরপত্র ডাকা হয়েছে। দরপত্রের কাজ শেষ হতে সময় লাগবে। তার পরে ছাপা।” তিনি জানান, ওই নোট বাজারে আসতে দেরি আছে।
|
মুডিজ ব্যাঙ্ক শিল্পের রেটিং কমানোর জেরে পড়ল সূচক |
ভারতীয় ব্যাঙ্ক শিল্পের রেটিং কমিয়ে দিল আন্তর্জাতিক ‘ক্রেডিট রেটিং’ (ঋণ মূল্যায়ন) ও উপদেষ্টা সংস্থা মুডিজ। তাদের মতে, এ দেশের ব্যাঙ্কিং শিল্পের অবস্থান ‘স্থিতিশীল’ থেকে কমে ‘নেতিবাচক’ হয়েছে। কারণ আগামী দিনে তাদের অনুৎপাদক সম্পদ বাড়তে পারে। সমস্যা হতে পারে মূলধন জোগাড়ে। কমতে পারে মুনাফাও। উল্লেখ্য, কিছু দিন আগেই মুডিজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেটিংও কমিয়েছিল। এ দিন মুডিজের এই রেটিং কমানোর বিরূপ প্রভাব সরাসরি পড়েছে শেয়ার বাজারে। মূলত এর জেরে বুধবার সেনসেক্স এক ধাক্কায় পড়েছে ২০৭.৪৩ পয়েন্ট। থিতু হয়েছে ১৭,৩৬২.১০ অঙ্কে। তবে কেন্দ্র মুডিজের ওই রেটিং কমানোকে গুরুত্ব দিতে নারাজ। এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিষয়ক সচিব ডি কে মিত্তল বলেন, “মুডিজের রেটিং কমানোয় আমরা চিন্তিত নই। এতে ব্যাঙ্কিং শিল্পের ক্ষতি হবে না। তাদের ভিত মজবুত।” তবে এই আশ্বাস সত্ত্বেও এ দিন বাজারে ব্যাঙ্কগুলির শেয়ার দর ছিল নিম্নমুখী। এ দিকে, এ দিনই দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই সময়ে তাদের নিট মুনাফা গত বারের থেকে ১২.৪% বেড়ে হয়েছে ২৮১০.৪৩ কোটি টাকা। সহযোগী ব্যাঙ্কগুলি নিয়ে তাদের নিট মুনাফা অবশ্য ৪৮.৬০% বেড়ে হয়েছে ৩৪৭০.৪৩ কোটি। অনুৎপাদক সম্পদ বাবদ অর্থিক সংস্থানও ২১% বাড়িয়ে করা হয়েছে ৪৬৬৪ কোটি।
|
শর্ত সাপেক্ষে ছাড়পত্র লাভাসা শৈল শহর প্রকল্পে |
অবশেষে লাভাসা শৈল নগরী প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ ফের চালু করতে শর্ত সাপেক্ষে ছাড়পত্র দিল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। পরিবেশ বিধি ভাঙার দায়ে ওই প্রকল্প নির্মাণকারী সংস্থার ‘প্রোমোটার’দের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার মামলা দায়ের করার পর, তবেই বুধবার এই সিদ্ধান্ত ঘোষণা করল তারা। এর দৌলতে প্রায় এক বছর পর পুণের অদূরে ওই শৈল শহর নির্মাণের কাজ ফের চালুর অনুমতি পেল লাভাসা কর্পোরেশন। কিন্তু মন্ত্রক জানিয়েছে, সংস্থার থেকে ভবিষ্যতে পরিবেশ বিধি অক্ষরে অক্ষরে মেনে চলার লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পরই সবুজ সংকেত দিয়েছে তারা। অন্য ৪৬টি শর্তের মধ্যে আছে, প্রকল্পে জমি ব্যবহারের বিষয়টি স্পষ্ট করে জানানো, সামাজিক উন্নয়নে ৫% অর্থ বরাদ্দ করা, প্রকল্পের দরুন পরিবেশের ক্ষতি পুষিয়ে দিতে তহবিল গঠন ইত্যাদি। সব শর্ত মানলে দ্বিতীয় পর্যায়ের কাজেও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছে মহারাষ্ট্র সরকার। এই সায়কে স্বাগত জানান লাভাসা কর্প-এর চেয়ারম্যান অজিত গুলাবচাঁদ। প্রসঙ্গত, সমস্যার শুরু বছরখানেক আগে। যখন জয়রাম রমেশ কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ছিলেন। অজিত গুলাবচাঁদ প্রায় ৩০০০ কোটি ডলার লগ্নিতে গড়েন শৈলনগরীটি। পরিবেশ বিধি ভঙ্গের অভিযোগে গত নভেম্বরে যেটির কাজ স্থগিত রাখতে বলে পরিবেশ মন্ত্রক।
|
গ্যালিওন কাণ্ডে রাজারত্নমের জরিমানা |
গ্যালিওন কেলেঙ্কারির দায়ে রাজারত্নমকে ৯.২০ কোটি ডলার জরিমানা করল নিউ ইয়র্কের এক আদালত। বেআইনি ভাবে বিভিন্ন সংস্থার ভিতরের তথ্য জোগাড় করে শেয়ার কেনা-বেচার মাধ্যমে মুনাফা করার মামলায় এখনও পর্যন্ত এটিই সর্বোচ্চ জরিমানা। একই সঙ্গে বেআইনি মুনাফার অঙ্ক হিসেবে ৫.৩৮ কোটিরও বেশি ডলার জমা দিতে বলা হয়েছে তাঁকে। এ ছাড়াও, অপর এক ফৌজদারি মামলায় ১ কোটি ডলার জরিমানা হয়েছে তাঁর। ফলে সবক’টি ফৌজদারি ও দেওয়ানি মামলা মিলিয়ে জরিমানা দাঁড়িয়েছে ১৫.৬৬ কোটি ডলার। বিচারপতি জেড রাকফ তাঁর রায়ে জানান, বহু দিন ধরে বেআইনি পথে কোটি কোটি ডলার কামিয়েছেন রাজারত্নম। ভবিষ্যতে এই ধরনের অন্যায় রুখতেই জরিমানার এই অঙ্ক।
|
সুদ বাড়ছে ডাকঘর স্বল্প সঞ্চয় প্রকল্পে |
ডাকঘরের ‘স্মল সেভিংস অ্যাকাউন্ট’-এ (স্বল্প সঞ্চয়) সুদ বাড়িয়ে ৪% করার কথা জানাল কেন্দ্র। এখন তা ৩.৫%। বুধবার কেন্দ্রীয় আর্থিক বিষয়ক সচিব আর গোপালন জানান, ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই তা কার্যকর হবে। টানা আট বছর অপরিবর্তিত রাখার পর গত মে মাসেই বাণিজ্যিক ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদ ৩.৫% থেকে বাড়িয়ে ৪% করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এর পর গত মাসে আবার ওই অ্যাকাউন্টে ১ লক্ষ টাকার বেশি জমায় সুদ নির্ধারণের স্বাধীনতা বাণিজ্যিক ব্যাঙ্কগুলির হাতে দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। কোনও কোনও ব্যাঙ্ক সেখানে সুদ বাড়িয়েওছে। ফলে ব্যাঙ্কের সঙ্গে প্রতিযোগিতায় যুঝে ডাকঘর স্বল্প সঞ্চয় আকর্ষণীয় করতেই এই উদ্যোগ।
|
১৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণে এক শতাংশ সুদ ভর্তুকির নিয়ম কার্যকর হবে ২০১১-এর ১ এপ্রিল থেকেই। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ১ এপ্রিল বা তার পর যে গ্রাহকেরা গৃহঋণ নিয়েছেন তাঁরাই এই সুবিধা পাবেন। তবে এ ক্ষেত্রে বাড়ি তৈরির খরচ থাকতে হবে ২৫ লক্ষ টাকার মধ্যে। |