অনেক দিন আগেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে দুবরাজপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের নতুলপল্লি পাড়ায়। তাতে কোনও উপকার হয়নি বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা। তাঁদের ক্ষোভ, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০-১১টা পর্যন্ত এত কম ভোল্টেজ থাকে তাতে কোনও কাজ করা যায় না। অন্যান্য কাজকর্ম করা তো দূরের কথা বাল্ব ঠিক মতো জ্বলে না। বহুবার রাজ্য বিদ্যুৎবণ্টন বিভাগের দুবরাজপুর শাখায় অভিযোগ জানানো হয়েছে। কিন্তু সমস্যা মেটেনি। দুবরাজপুর শাখার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্বপন মণ্ডল বলেন, “বাসিন্দাদের অভিযোগ সত্য। ওখানে ৬৩ কেভির একটি ট্রান্সফর্মার রয়েছে। যেটা বদলে ১০০ কেভির ট্রান্সফর্মার বসাতে হবে। সিঙ্গল ফেজের বদলে থ্রি ফেজের লাইন টানতে হবে। ওই প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে সমস্যা মিটে যাবে বলে আশা করছি।”
|
গ্রামবাসীদের দাবি মেনে দুবরাজপুর-বক্রেশ্বর রাস্তায় একটি যাত্রী প্রতীক্ষালয় তৈরির কাজ শুরু হয়েছিল স্থানীয় লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের উদ্যোগে। কিন্তু প্রায় এক বছর অতিবাহিত হয়ে গেলেও ওই যাত্রী প্রতীক্ষালয় এখনও সম্পূর্ণ না হওয়ায় ক্ষুব্ধ দুবরাজপুরের পণ্ডিতপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, একটি যাত্রী প্রতীক্ষালয় বানাতে আর কত দিন সময় লাগবে? লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সিপিএমের, মহম্মদ ইসমাইল বলেন, “দু’দফায় কাজটি শেষ হওয়ার কথা। প্রথম দফার কাজ শেষ হওয়ার পরে দ্বিতীয় দফা কাজের জন্য ইতিমধ্যে দরপত্র ডেকে ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। শীঘ্রই কাজটি শেষ হবে।”
|
দুবরাজপুরের পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা কালোসোনা গ্রামে কোনও ‘উন্নয়নমূলক’ কাজ না হওয়ায় ক্ষুব্ধ ওই গ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, ১০০ দিনের প্রকল্পের কাজই হোক বা গ্রামের রাস্তাঘাট তৈরি সব ক্ষেত্রেই এই গ্রাম বঞ্চিত। পঞ্চায়েতে এ বিষয়ে জানালে, হচ্ছে হবে বলে দায় এড়াচ্ছেন প্রধান। ওই পঞ্চায়েতের প্রধান সিপিএমের রবিলাল অঙ্কুর অবশ্য স্বীকার করে নিয়েছেন তুলনামূলক ভাবে ওই গ্রামে উন্নয়নমূলক কাজ কম হয়েছে। তাঁর সাফাই, “তবে একেবারে কাজ হয়নি সেটা ঠিক নয়। শীঘ্রই ওই গ্রামে ১০০ দিনের কাজের প্রকল্পে উন্নয়নমূলক কাজকর্ম শুরু হবে।”
|
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সালুঞ্চি-সহ একাধিক গ্রামে তাদের ঘরছাড়া সমর্থকদের ঘরে ফেরানোয় উদ্যোগী হওয়া-সহ ৬ দফা বুধবার দুবরাজপুর থানায় স্মারকলিপি দিল বামফ্রন্টের রাজ্য গণতান্ত্রিক মহিলা সমিতির দুবরাজপুর জোনাল কমিটি। দুবরাজপুর থানার ওসি আস্তিক মুখোপাধ্যায় ওই বামপন্থী মহিলা সংগঠনের দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
|
কৃষকদের কাছ থেকে সরকারি নিয়মনীতি মেনে ধান কেনার জন্য সমবায় সমিতিগুলির সাহায্য নিয়ে ব্লক প্রশাসনকে উদ্যোগী হতে হবে, রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করা-সহ নানা দাবিতে জেলার তিন মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিল জেলা কংগ্রেস। রামপুরহাট মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব জানান, তাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
|
কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক প্রৌঢ়। পুলিশ জানায়, মৃতের নাম হকবুল শেখ (৫২)। বাড়ি মুরারই থানার গুসকিরা গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানোর কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরে ওই প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন। |