টুকরো খবর |
গাড়ি পাচার, যুবক গ্রেফতার খড়্গপুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ডেভিড লেপচা। বাড়ি কালিম্পঙে। সোমবার রাতে খড়্গপুরের চৌরঙ্গী থেকে বছর একত্রিশের ডেভিডকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। খড়্গপুরের এসডিপিও দীপক সরকার বলেন, “তদন্ত শুরু হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে কাদের যোগাযোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।” পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে ইদানীং সাইকেল-মোটর সাইকেল চুরি হচ্ছে। তদন্তে নেমে ধরপাকড় শুরু করেছে পুলিশ। তবে পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও রয়েছে। জেলার সর্বত্র সে ভাবে নজরদারি চলে না। সোমবার রাতে একটি সূত্রে খবর পেয়ে চৌরঙ্গী ও আশপাশের এলাকায় তল্লাশি চালায় পুলিশ। ধরা পড়ে ডেভিড। উদ্ধার হওয়া গাড়িটি একটি গ্যারাজে মেরামতের জন্য দেওয়া হয়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রে সরাসরি জড়িত কালিম্পঙের এই যুবক। ধৃতের কাছে যে সব কাগজপত্র পাওয়া গিয়েছে, তার অধিকাংশই নকল। যেমন, একটি পরিচয়পত্র উদ্ধার হয়েছে যা বিএসএফ জওয়ানদের কাছেই থাকে। তাতে নাম লেখা হয়েছে, রাহুল শর্মা। পুলিশের ধারণা, ডেভিড ভুয়ো নামে নকল পরিচয়পত্র তৈরি করেছে। একাধিক নকল ড্রাইভিং লাইসেন্সও উদ্ধার হয়েছে। ধৃতকে আজ, বুধবার আদালতে তোলা হবে।
|
প্রশিক্ষণ শিবির করবে বিজেপি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সংগঠন মজবুত করতে এ বার ময়দানে নামছে বিজেপি। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর দলীয় কৌশল নির্ধারণ করতে শুরু হচ্ছে প্রশিক্ষণ শিবির। প্রতিটি জেলাতেই হবে শিবির। পশ্চিম মেদিনীপুরে প্রশিক্ষণ শিবির শুরু হবে শুক্রবার থেকে। চলবে রবিবার পর্যন্ত। তিন দিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন বিজেপি’র রাজ্য নেতৃত্বও। এই শিবিরে জেলার বাছাই করা ১০০ জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তাঁরাই জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে কর্মীদের প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণের শেষ দিন, রবিবার হবে প্রকাশ্য জনসভার। প্রশিক্ষণ শিবিরটি হবে গড়বেতার শ্যাম ভবনে। আর জনসভা চন্দ্রকোনার তাতারপুরে। বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “পঞ্চায়েত নির্বাচন আসছে। তার আগেই দলের রণকৌশল ঠিক করতে হবে। দল কোন পথে চলবে, মানুষের কাছে কী বলবে, কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন বিজেপি সরকার মানুষের জন্য কী করেছিল এ সব কথা কী ভাবে বলতে হবে, তা বোঝাতেই প্রশিক্ষণ।” রাজ্যে ক্ষমতা দখলের পর থেকেই এই জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল। জোটসঙ্গী কংগ্রেসের সঙ্গেও তাদের অশান্তি লেগেই রয়েছে। অন্য দিকে, সিপিএম কার্যত কোণঠাসা। ক্ষমতা হারানোর পর থেকে বেশিরভাগ নেতা-কর্মী এলাকাছাড়া। যাঁরা রয়েছেন, তাঁরাও নীরব। এই পরিস্থিতিতে দলীয় সংগঠন মজবুত করতে তৎপর বিজেপি নেতৃত্ব।
|
ত্রিকোণ সম্পর্ক, খুন খেজুরিতে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
মাঝবয়সী এক ব্যক্তির দেহ উদ্ধার হল খেজুরিতে। পুলিশের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে খেজুরির টিকাঙ্গী পঞ্চায়েতের দক্ষিণ কলমদান গ্রামের মাঠে নেপাল গিরির (৪৫) দেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোক। নেপাল গ্রামেরই বাসিন্দা। কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক ইন্দ্রজিৎ বসু বলেন, “নেপালকে খুনের অভিযোগে মণিমালা মাইতি নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ জানায়, মৃতদেহের মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। স্থানীয় সূত্রের খবর, স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে থাকতেন নেপাল গিরি। তবে পুলিশের দাবি, তরুণী মণিমালা মাইতির সম্পর্ক ছিল নেপালের। তার জেরেই সোমবার রাতে কয়েকজন নেপালকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। এ দিন সকালে গ্রামের মাঠে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
|
বকেয়া মেটানোর দাবি ঠিকাদারদের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বকেয়া মেটানোর দাবিতে ফের অবস্থানে বসলেন ঠিকাদারেরা। মঙ্গলবার থেকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের মেদিনীপুর ডিভিশনের সামনে অবস্থান শুরু হয়েছে। সঙ্গে রিলে অনশন। এই কর্মসূচি মেদিনীপুর পিএইচই কন্ট্রাক্টরস ইউনিটের। ঠিকাদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের টাকা বকেয়া রয়েছে। পাওনা দাবি করতে গেলে কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিচ্ছেন। যৌথ বাহিনীর অভিযান শুরুর সময় জঙ্গলমহলে বেশ কিছু পুলিশ ক্যাম্প তৈরি হয়। সেই সব ক্যাম্প তৈরির টাকা এখনও বকেয়া রয়েছে বলে দাবি। বিধানসভা ভোটের আগে কয়েকটি স্কুলে তাড়াতাড়ি শৌচাগার তৈরি, জলের সংযোগ দেওয়ার মতো অস্থায়ী কিছু কাজের টাকাও বকেয়া রয়েছে। এই দাবিতে আগেও অবস্থান করেছেন ঠিকাদাররা।
|
বামেদের ‘জেল ভরো’
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
জেলাশাসকের দফতরের সামনে বাম শ্রমিক সংগঠনগুলির ‘জেল ভরো’ কর্মসূচি। ছবি: রামপ্রসাদ সাউ। |
পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যের অন্য জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও জেল ভরো আন্দোলনে সামিল হল বাম শ্রমিক সংগঠনগুলি। সিটু, এআইটিইউসি-সহ বামফ্রন্টের সব দলের শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাই এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মেদিনীপুর শহরে বিদ্যাসাগর হল থেকে প্রথমে মিছিল করে এসে জেলা কালেক্টরেটের কাছে আইন অমান্য করেন তাঁরা। ম্যাজিস্ট্রেট সকলকে গ্রেফতারের নির্দেশ দেন। পরে সকলেই জামিনে মুক্তি পেয়েছেন। এ দিনের কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিআইয়ের জেলা সম্পাদক তথা এআইটিইউসি নেতা সন্তোষ রাণা, সিপিএমের মেদিনীপুর জোনাল কমিটির সম্পাদক কীর্তি দে বক্সী। তাঁদের দাবি, “মূল্যবৃদ্ধির এই পরিস্থিতিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা করতে হবে।” ঘাটাল, ঝাড়গ্রাম-সহ জেলার সর্বত্রই এই কর্মসূচি পালিত হয়। তবে গোলমালের কোনও খবর নেই।
|
শিক্ষক বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নানা দাবিতে মঙ্গলবার জেলাশাসক ও জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) দফতরের সামনে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির মেদিনীপুর সদর মহকুমা শাখা। নেতৃত্ব দেন নির্মল মাইতি, সর্বরঞ্জন পড়্যা, জয়ন্তপ্রকাশ ভৌমিক, চিত্ত গড়াই। দুপুরে মিছিল যায় জেলাশাসকের দফতরে। সাধারণত, কালেক্টরেট মোড়ে এমন বিক্ষোভ হয়। কালেক্টরেট চত্বরে মিছিল ঢোকার অনুমতি থাকে না। কিন্তু এ দিন মিছিল জেলাশাসকের দফতরের সামনে যায়। সঙ্গে মাইকও ছিল। কাজের সময় মাইকের দাপটে কর্মীরা অসন্তুষ্ট হন। পরে মিছিল পৌঁছয় জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরের সামনে। সেখানে বিক্ষোভসভাও হয়। শিক্ষাক্ষেত্রে নানা অনিয়ম চলছে বলে অভিযোগ শিক্ষক সমিতির।
|
ছিনতাইয়ের চেষ্টা, মাদপুরে গ্রেফতার ৩ নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাস্তায় গাড়ি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে মাদপুরের কাছে একটি লরি দাঁড় করিয়েই ছিনতাইয়ের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। রাতেই ৩ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতদের আদালতে হাজির করা হলে ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। খড়্গপুর ও তার আশপাশে মাঝেমধ্যেই গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ৬ ও ৬০ নম্বর জাতীয় সড়কে রাতে দুষ্কতীর তাণ্ডব বাড়ে। পুলিশি টহল এড়িয়েই ছিনতাই হয়।
|
শহরে অবরোধ নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নয়াগ্রামে যুব-কংগ্রেসের প্রশিক্ষণ শিবিরে তৃণমূলের হামলার প্রতিবাদে পথ অবরোধ হল মেদিনীপুরে। মঙ্গলবার বিকেলে কেরানিতলা মোড়ে এই অবরোধে সামিল হন যুব-কংগ্রেস ও ছাত্র পরিষদের কর্মীরাই। নেতৃত্বে ছিলেন নির্মাল্য বন্দ্যোপাধ্যায়, কৌস্তভ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। যুব-কংগ্রেসের দাবি, হামলায় জড়িতদের গ্রেফতার করতে হবে। অবরোধের জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
|
বসে আঁকো নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
‘গ্রিন স্টার’ ক্লাবের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল রবিবার। খড়্গপুরের তালবাগিচায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এই প্রতিযোগিতায় দু’শো ছাত্রছাত্রী যোগ দেয়। |
|