টুকরো খবর
দল ছাড়লেন এলজেপির রাজ্যসভার সাংসদ
ফের বড়সড় ধাক্কা খেলেন লোকজনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান। এলজেপির রাজ্যসভার সাংসদ সাবির আলি আজ পটনায় সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। এর ফলে, রাজ্যসভায় এখন এলজেপির একমাত্র সাংসদ রইলেন রামবিলাস নিজেই। এর আগে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে বিহার বিধান পরিষদে এলজেপির তিন সদস্য একযোগে দল ছেড়ে জেডিইউয়ে যোগ দেন। এমনকী, বিধানসভা নির্বাচনে বিজয়ী এলজেপির তিন বিধায়কের দু’জনও ইতিমধ্যে দল ছেড়েছেন। এ ছাড়া, ২০০৯-এর লোকসভা নির্বাচনেও লোকজনশক্তি পার্টি একটিও আসন পায়নি। দল ছাড়ার পরে সাবির আলি অভিযোগ করেছেন, “লোকজনশক্তি পার্টির এখন রামবিলাস পাসোয়ানের লিমিটেড কোম্পানি হয়ে গিয়েছে। বিহারের সংখ্যালঘু সম্প্রদায়ের আর রামবিলাসের উপরে কোনও ভরসা নেই। সেই জন্যই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” সাবিরের ঘনিষ্ঠ সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে কিছু দিনের মধ্যেই তিনি নীতীশ কুমারের উপস্থিতিতে জেডিইউয়ে যোগ দেবেন। লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর থেকেই রামবিলাসের সঙ্গে সাবিরের সম্পর্কের অবনতি হয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে সাবির দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছেও প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু সাবিরের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ থাকায় তাঁকে দলে নিতে নারাজ ছিলেন খোদ মমতা। সে কথা উল্লেখ করে জেডিইউয়ের এক শীর্ষ নেতার দাবি, “সাবিরের মতো দুর্নীতিপরায়ণ নেতাকে দলে নিয়ে রামবিলাসের ঘর ভাঙতে পারলেও আখেরে ক্ষতি হবে নীতীশেরই।”

সিটুর আইন অমান্য আন্দোলনে ত্রিপুরায় লক্ষাধিক মানুষ জেলে
আগরতলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের। উমাশঙ্কর রায়চৌধুরীর তোলা ছবি।
কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ‘জেল ভরো’ আন্দোলনের জেরে আজ দুপুর বারোটার পর থেকেই আগরতলা প্রায় স্তব্ধ হয়ে গেল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাম ট্রেড ইউনিয়নগুলির বিক্ষোভ-মিছিল ধীরে ধীরে জড়ো হতে থাকে বটতলার কেন্দ্রীয় জমায়েতে। সেখান থেকে বিক্ষোভ-মিছিল শুরু হয় দুপুর দেড়টা নাগাদ। মূল্যবৃদ্ধি-সহ কেন্দ্রীয় সরকারের ‘শ্রমিক-কৃষক স্বার্থের পরিপন্থী’ নীতির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা শহরের প্রধান পথগুলি পরিক্রমা করে আকাশবাণী ভবনের সামনে দুপুর সাড়ে-তিনটেয় জড়ো হয়ে আইন-অমান্য করে গ্রেফতার বরণ করেন। নিয়মমাফিক পুলিশ তাঁদের গ্রেফতার করে পরে ছেড়ে দেয়। রাজ্য সিপিএমের দাবি, সারা রাজ্যে প্রায় ১ লক্ষ ২১ হাজার বাম কর্মী-সমর্থক কারাবরণ করেছেন।

ভাড়া বাড়ানো নিয়েও সাইটে মত নেবে রেল
রেলের ভাড়া বাড়াতে চান দীনেশ ত্রিবেদী। তবে জনগণের মত নিয়ে! আট বছর ভাড়া বাড়েনি রেলে। ১৩ লক্ষ কর্মী ও প্রাক্তন কর্মীর বেতন-পেনশন জোটাতেই টান ধরছে কোষাগারে। বাধা পড়ছে বিভিন্ন প্রকল্পের কাজে। এই পরিস্থিতিতে ভাড়া বাড়ানো খুবই জরুরি মনে করছেন রেলমন্ত্রী দীনেশ। কিন্তু একতরফা ভাবে কোনও সিদ্ধান্ত তিনি আম-আদমির উপরে চাপিয়ে দিতে নারাজ। তাই ওয়েবসাইটের মাধ্যমে মানুষের মত নেওয়া হবে বলে আজ দিল্লিতে একটি আলোচনসভায় ঘোষণা করেছেন তিনি। তাঁর কথায়, “যে কোনও বিল চূড়ান্ত করার আগে তা যেমন মতামত নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া থাকে, তেমনই নতুন ভাড়ার বিন্যাস তৈরি হলে তা রেলের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ভাড়া বাড়ানো উচিত কি না, বাড়ালে তা কতটা হওয়া উচিত এ সব নিয়ে জনগণ মতামত দেওয়ার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” যদিও দেশের কত শতাংশ মানুষ ইন্টারনেটে তাঁদের মতামত জানাতে পারবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

প্রিয়রঞ্জনকে বাড়ি পাঠাতে চায় হাসপাতাল
প্রাক্তন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সিকে বাড়ি পাঠাতে চান দিল্লির অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু প্রিয়রঞ্জনকে বাড়ি নিয়ে যেতে রাজি নন তাঁর স্ত্রী সাংসদ দীপা দাশমুন্সি। হৃদরোগ ও পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার পরে তিন বছর ওই হাসপাতালে ভর্তি প্রিয়রঞ্জন। অ্যাপোলো হাসপাতাল গোষ্ঠীর চেয়ারম্যান প্রতাপ সি রেড্ডি বলেছেন, “বিভিন্ন পদ্ধতিতে প্রিয়রঞ্জনের পক্ষাঘাতের চিকিৎসা করা হয়েছে। কিন্তু, তাঁর অবস্থার পরিবর্তন হয়নি। আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রিয়রঞ্জনের চিকিৎসা করতে এসেছিলেন স্নায়ুবিশারদ ডেন হেনলে। কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি।” তাঁর কথায়, “আমাদের চিকিৎসকরা মনে করেন এখানে যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তা বাড়িতেও করা সম্ভব। কিন্তু, দাশমুন্সির পরিবার চান তিনি হাসপাতালেই থাকুন।” দীপার বক্তব্য, “প্রিয়রঞ্জনের স্নায়বিক অবস্থার উন্নতি বা অবনতি হয়নি। ওঁকে ‘লাইফ সাপোর্ট সিস্টেম’ থেকে সরানোয় আমি খুশি। কিন্তু, সংক্রমণের ভয়ে আমরা ওঁকে বাড়ি নিয়ে যাচ্ছি না।”

জাগুয়ার শিবিরে জঙ্গি হানা, জখম ৭
স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের প্রস্তাবিত রাঁচি সফরের ৪৮ ঘণ্টা আগে মাওবাদীদের আক্রমণে কেঁপে উঠল ঝাড়খন্ডের লাতেহার জঙ্গল। বৃহস্পতিবার রাঁচিতে আসার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। তার আগে এই ল্যান্ডমাইন বিষ্ফোরণে জখম হন ঝাড়খন্ড জাগুয়ার বাহিনীর সাত জওয়ান। পুলিশ জানায়, সোমবার গভীর রাতে লাতেহারের কোনে গ্রামে, যৌথ বাহিনীর একটি অস্থায়ী শিবিরে ল্যান্ডমাইন-সহ আধুনিক অস্ত্র নিয়ে প্রায় তিনশো জনের একটি দল অতর্কিতে হামলা চালায়। আক্রমণকারী দলে কয়েক জন মহিলাও ছিলেন। হামলায় ঝাড়খন্ড জাগুয়ার (জেজে)-এর সাত জওয়ান জখম হয়েছেন বলে জানিয়েছেন লাতেহার-এর পুলিশ সুপার।

২৩ দিন পর জামিনে মুক্ত ইয়েদুরাপ্পা
অবশেষে ২৩ দিন পরে মুক্তি পেলেন বি এস ইয়েদুরাপ্পা। সরকারি জমি বণ্টনে বেনিয়ম নিয়ে দ্বিতীয় মামলাতেও মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন পেলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুধু তাই-ই নয়, কর্নাটক হাইকোর্ট আজ বলেছে, লোকায়ুক্ত আদালত কিছুটা একতরফা ভাবেই তাঁর জামিনের আবেদন নাকচ করেছিল। কারণ, সরকারি জমি আত্মীয়দের মধ্যে বণ্টন করার যে অভিযোগ ইয়েদুরাপ্পার বিরুদ্ধে উঠেছে, কর্নাটকের জমি আইনে সেটিকে নিয়মভঙ্গ হতে পারে। অপরাধ নয়। নিম্ন আদালত অভিযোগকারীর জমা দেওয়া নথির সত্যাসত্য যাচাই করেনি। ৫ লক্ষ টাকার বন্ড দিয়ে সন্ধ্যায় জেল থেকে বেরনোর পর ইয়েদুরাপ্পা বলেন, “এই রায় আমার কাছে দেওয়ালির আনন্দ।” সম্প্রতি তিনি জমি বণ্টন সংক্রান্ত অন্য একটি মামলায় জামিন পেয়েছিলেন।

বিস্ফোরণ থেকে বাঁচল এক্সপ্রেস
ফের নাশকতার চেষ্টা উত্তর-পূর্বাঞ্চলের রেলপথে। অল্পের জন্য বড় রকমের দুর্ঘটনা থেকে বেঁচে গেল আগরতলা-লামডিং এক্সপ্রেস। পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৬টা নাগাদ গ্যাংম্যানদের নজরে পড়ে, মাহুর ও ফাইডিংয়ের মধ্যবর্তী রেলসেতুর উপরে মালার মতো করে সাজিয়ে রাখা আছে তিনটি বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লোয়ার হাফলংয়ের স্টেশনমাস্টারকে। এক্সপ্রেস ট্রেনটির আর কিছুক্ষণ বাদেই ওই লাইন ধরে যাওয়ার কথা ছিল। সেটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, আরপিএফ ও সেনা। ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এস পানিসর জানান, প্রায় পাঁচ কিলো ওজনের তিনটি বোমা একসঙ্গে জুড়ে রাখা ছিল ২১২ নম্বর সেতুর উপরে। বিস্ফোরণ ঘটলে উড়ে যেতে পারত বেশ কয়েকটি কামরা। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার জেরে পাহাড়লাইনে ট্রেন বন্ধ থাকে বেশ কয়েক ঘণ্টা।

কুড়ানকুলাম নিয়ে জট কাটল না
কুড়ানকুলাম পরমাণু কেন্দ্র নিয়ে জট আপাতত কাটছে না। পরমাণু কেন্দ্রটির নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আজ কেন্দ্রের ১৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি এখানে রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু এই বৈঠক থেকে কোনও রফাসূত্র মেলেনি। এই প্রকল্পের বিরুদ্ধে যাঁরা আন্দোলন করছেন, তাঁরা বৈঠকের পরে কেন্দ্রীয় কমিটির কাছে প্রকল্প সম্পর্কে ৫০টি প্রশ্নের উত্তর জানতে চেয়ে একটি দাবিপত্র দিয়েছেন। পাশাপাশি, এই প্রকল্প সম্পর্কে একাধিক নথি তাঁদের দেওয়ার জন্যও দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের সাফ কথা, ওই সব প্রশ্নের উত্তর এবং প্রকল্প সম্পর্কে প্রয়োজনীয় নথি না পাওয়া পর্যন্ত তাঁরা আলোচনায় বসবেন না। একই সঙ্গে, আন্দোলনকারীরা চেয়েছিলেন, প্রকল্প এলাকার ৩০ কিলোমিটারের মধ্যে যাঁরা বসবাস করেন, ভয় কাটাতে কেন্দ্রীয় প্রতিনিধিরা তাঁদের সঙ্গে সরাসরি কথা বলুন। কিন্তু কেন্দ্রের প্রতিনিধিরা জানিয়েছেন, সকলের সঙ্গে কথা বলা তাঁদের পক্ষে অসম্ভব। তবে তাঁরা বলেছেন, প্রয়োজনে ত্রিপক্ষ বৈঠকে বসতেও রাজি কেন্দ্র।

ইডি-র সামনে শাহরুখ
আইপিএল-এ হিসেব গরমিলের অভিযোগ নিয়ে শাহরুখ খানের বক্তব্য শুনল এনফোর্সমেন্ট দফতর (ইডি)। ইডি-র এক আধিকারিক বলেন, “গত শনিবার শাহরুখ আমাদের দফতরে আসেন। আইপিএল টু-র ব্যাপারে আমরা ওঁর বক্তব্য নথিভুক্ত করেছি।” খেলোয়াড় কেনা, বিজ্ঞাপন, লাভ-ক্ষতি ইত্যাদি ব্যাপারে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখকে স্পষ্ট ভাবে হিসেব দেখাতে বলা হয়েছে বলে ইডি জানিয়েছে।

জামুইয়ে মুক্ত অপহৃত যুবক
অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী জামুইয়ে দিঘি গ্রাম থেকে গত শনিবার অপহরণ করে নিয়ে যায় সুভাষ মণ্ডল নামে ২৪ বছর বয়সী এক যুবককে। সুভাষকে পণবন্দি করে মোটা টাকা আদায় করাই ছিল তাদের উদ্দেশ্য। খবর পেয়েই পুলিশ এলাকা জুড়ে তল্লাশিতে নামে। পুলিশি তৎপরতায় কাল গভীর রাতে লক্ষ্মীপুর থানার অধীন দিনহারা সেতুর কাছে ওই যুবককে ছেড়ে দেয় অপহরণকারীরা। পুলিশ এই অপহরণকাণ্ডে জড়িত সন্দেহে নালন্দা জেলা থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের জেরা করা হচ্ছে।

ডিএসপি হত্যায় জড়িত মাওবাদী ধৃত
বিহারে রোহতাস ও পূর্ব চম্পারণ জেলায় তল্লাশি চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে দুই মাওবাদীকে। এদের মধ্যে একজন পুলিশের এক ডিএসপিকে খুনের ঘটনায় যুক্ত ছিল বলেদাবি পুলিশের। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কাল পূর্ব চম্পারণ জেলার উজিরপুর গ্রামে অভিযান চালায়।তল্লাশির সময় ধরা পড়ে সন্তোষ কুমার নামে কুখ্যাত এক জঙ্গি। জেলা পুলিশের দাবি, বেশ কয়েকটি অপরাধমূলক কাজকর্মে জড়িত এই জঙ্গি। অন্য দিকে রোহতাস জেলার এক স্থানে হানা দিয়ে কালই গ্রেফতার করা হয় দুলারচাঁদ যাদব নামে আর এক জঙ্গিকে। ২০০৭ সালে খুন হয়েছিলেন বিক্রমগঞ্জের ডেপুটি পুলিশ সুপার অখিলেশ্বর প্রসাদ। এই দুলারচাঁদ সেই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল বলে পুলিশ জানায়।

প্রাক্তন সিপিএম বিধায়কের জেল
আদালত অবমাননার দায়ে ছ’মাসের জেল হল কেরলের প্রাক্তন বিধায়ক এম ভি জয়রাজনের। গত বছর কান্নুরে এক জনসভায় কেরালা হাইকোর্টের দুই বিচারপতিকে ‘অপদার্থ’ বলে মন্তব্য করেছিলেন সিপিএমের এই নেতা। এর পরেই হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে জয়রাজনের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় কারাদণ্ডের পাশাপাশি জয়রাজনকে দু’হাজার টাকা জরিমানাও করেছে হাইকোর্ট। রায় বেরনোর পরেও জয়রাজনের দাবি, পথসভার বিরুদ্ধে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে শুধু নিজের মত প্রকাশ করেছিলেন। বিচারপতিদের বিরুদ্ধে কোনও অপমানজনক মন্তব্য তিনি করেননি। জয়রাজনের এই বক্তব্যকেই সমর্থন করেছেন কেরল সিপিএমের রাজ্য সম্পাদক পিন্নারাই বিজয়ন। জয়রাজনকে তিরুঅনন্তপুরম সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়েছে।

সড়ক বেহাল
বিপজ্জনক ভাবে ভেঙে পড়া ৩৩ নম্বর জাতীয় সড়ক মেরামতির দাবিতে আজ সদলে পথে নামলেন ঝাড়খন্ডের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা সুধীর মাহাত। তাঁর নেতৃত্বে সকাল দশটা নাগাদ চান্ডিল থানা এলাকায় ৩৩ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার কর্মীরা।

শতবর্ষে স্মরণ দেবপ্রসাদকে
জন্মশতবর্ষে পরম শ্রদ্ধায় স্মরণ করা হল ত্রিপুরার প্রয়াত স্বাধীনতা সংগ্রামী দেবপ্রসাদ সেনগুপ্তকে। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় বক্তারা তুলে ধরেন এই বিশিষ্ট বাম নেতার কর্মময় জীবনের বিবিধ দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবপ্রসাদবাবুর রাজনৈতিক জীবনের সহকর্মী হরিহর সাহা। এই রাজ্যে কমিউনিস্ট আন্দোলনের বীজ রোপণের ক্ষেত্রে তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা বর্ণনা করেন বক্তাদের অনেকেই। প্রসঙ্গত, পরাধীন ভারতে ত্রিপুরার কমিউনিস্ট পার্টি গড়ার জন্য যে কমিটি হয়েছিল দেবপ্রসাদবাবু ছিলেন তাঁর সম্পাদক। তিনি ছিলেন কমিউনিস্ট নেতা বীরেন দত্ত, অঘোর দেববর্মা ও প্রভাত রায়ের সমসাময়িক। ত্রিপুরায় বিভিন্ন জাতি ও উপজাতি সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য দেবপ্রসাদের নিরলস প্রয়াসের কথাও উঠে আসে আলোচনায়। তাঁর সাহিত্যানুরাগের কথাও উল্লেখ করেন আলোচকরা। সভাস্থলেই তিন জন মেধাবী উপজাতি ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি দেওয়া হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.