বাজার বাড়িয়ে মুর্শিদাবাদ সিল্কের গৌরব ফেরাতে উদ্যোগ রাজ্যের |
মুর্শিদাবাদ সিল্কের হৃত গৌরব ফেরাতে নতুন করে চিন্তা ভাবনা করছে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর। কী ভাবে এই সিল্কের বাজার বাড়ানো যায় ও বিদেশে রফতানি করা যায়, সে ব্যাপারে ইতিমধ্যে গবেষণা হয়েছে। তার প্রথম দফার রিপোর্ট অনুযায়ী, নকশা, কাপড় ও গুটি পোকার মান ভাল হলেই বাজার বাড়বে।
মহাকরণে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, “কী ভাবে মুর্শিদাবাদ সিল্কের গৌরব ফেরানো যায় তা নিয়ে রাজ্যের তরফে এক ম্যানেজমেন্ট সংস্থাকে দিয়ে গবেষণা করানো হয়েছিল। তাঁরা প্রচুর তথ্য ও পরামর্শ দিয়েছেন।” তাঁর বক্তব্য, দক্ষিণ ভারতীয় সিল্ক জনপ্রিয় হওয়ায় রাজ্যের নিজস্ব সিল্ক মার খাচ্ছে। তাই নয়া ভাবনা চিন্তা প্রয়োজন। দফতর সূত্রে খবর, এই সিল্ক বিদেশে রফতানি করতে ইতিমধ্যেই জাপানের সঙ্গে কথা বলেছে রাজ্য। সিল্কের কাপড় তৈরির প্রযুক্তি আরও উন্নত করা হবে বলেও মন্ত্রী জানান। তিনি বলেন, “গবেষণা সংস্থাটি দ্বিতীয় পর্যায়ে একটি রিপোর্ট দেবে। তাতে মুর্শিদাবাদ সিল্ক তৈরির প্রযুক্তির কী পরিবর্তন প্রয়োজন সেই পরামর্শ থাকবে। মানসবাবু জানান, কালিম্পঙে উন্নত মানের গুটি পোকা চাষের কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। সে ক্ষেত্রে রেশম সুতোর মানও উন্নত হবে। কুটির শিল্পের মান বাড়াতে সল্টলেকে ম্যানেজমেন্ট শিক্ষা কেন্দ্রও গড়া হবে।
|
ইউরোপের সঙ্কটে ভারতে রফতানি দু’বছরে তলানিতে |
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সঙ্কটের জেরে কোপ পড়ল ভারতের রফতানি বৃদ্ধিতে। বার্ষিক ভিত্তিতে অক্টোবরে তা মাত্র ১০.৮% বেড়ে দাঁড়িয়েছে ১,৯৯০ কোটি ডলারে, যা দু’বছরে সবচেয়ে কম। আজ প্রকাশিত প্রাথমিক সরকারি পরিসংখ্যানে এ কথা জানিয়ে বলা হয়েছে, জুলাইয়ে সর্বোচ্চ ৮২% ছোঁয়ার পর থেকেই রফতানি বৃদ্ধির হার কমছে। অগস্টে তা ছিল ৪৪.২৫%, সেপ্টেম্বরে ৩৬.৩৬%, অক্টোবরে ১০.৮%। মূলত অশোধিত তেল আমদানির খরচ বাড়ায় আমদানি ২১.৭% বেড়ে পৌঁছেছে ৩,৯৫০ কোটি ডলারে। ফলে বাণিজ্য ঘাটতি ছুঁয়েছে ১,৯৬০ কোটি ডলার, যা চার বছরে কোনও মাসে সর্বোচ্চ।
|
কলকাতায় অফিস খোলার মাধ্যমে ভারত-সহ দক্ষিণ এশিয়ায় পা রাখল বোর্নভিল ট্রেনিং অ্যান্ড কনসালট্যান্সি। রাজ্যে স্বাস্থ্য, পরিকাঠামো, গাড়ি-সহ নানা ক্ষেত্রে প্রশিক্ষণ দিতে মঙ্গলবার গ্লোবসিন গোষ্ঠীর সঙ্গে চুক্তি করল তারা। বিভিন্ন জেলায় আইটিআই-এর সঙ্গে যৌথ উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হবে। ক্যাডবেরির উদ্যোগে ব্রিটেনের বার্মিংহামে তৈরি হয় বোর্নভিল কলেজ অফ ফার্দার এডুকেশন। এরই শাখা সংস্থা হিসেবে বিশ্বে শিল্প ক্ষেত্রে পেশাদার গড়ার প্রশিক্ষণ দেয় বোর্নভিল ট্রেনিং অ্যান্ড কনসালট্যান্সি।
|
অম্বরীশ কুমার গুপ্ত পূর্ব রেলের চিফ অপারেশন্স ম্যানেজার এবং পি কে সিংহ চিফ কমার্শিয়াল ম্যানেজার হয়েছেন। |