অস্ত্র পাচারের অভিযোগ, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া ও বর্ধমান |
গাড়িতে করে অস্ত্র পাচারের অভিযোগে কাটোয়া-নতুনহাট রাস্তায় ঝিলু মোড়ের কাছ থেকে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেফতার হওয়া ওই দু’জনের কাছ থেকে একটি দোনলা বন্দুক ও একটি একনলা বন্দুক পাওয়া গিয়েছে বলে জানায় মঙ্গলকোট থানার পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিকেও। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন মঙ্গলকোটের পালিশ গ্রামের মনোয়ার শেখ ও কুলশুনো গ্রামের সিদ্দিক শেখ। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “মঙ্গলবার সকালে গাড়ি করে অস্ত্র পাচার করার সময়ে ওই দুই ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়ে যায়। ধৃতদের সঙ্গে মঙ্গলকোটের দুষ্কৃতী আজাদ মুন্সীর কোনও যোগাযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।” আজাদকে গ্রেফতারের সব রকম চেষ্টাও চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। |
বারবার ফেল করায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বধর্মানের রাজ কলেজের বি কম পার্ট-১ অনার্সের ২৭ জন ছাত্রের পর পর তিন বছর ফেল করাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন ছাত্ররা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়মে কোনও বর্ষে অকৃতকার্য হলে পরপর তিন বার সেই পরীক্ষা দেওয়া যাবে। কিন্তু ওই ছাত্রেরা পার্ট ২ ও পার্ট ৩ অনার্স পরীক্ষায় পাশ করলেও, পার্ট ১-র বেড়াজাল টাপকাতে পারেননি। তাঁদের রেজিস্ট্রেশনও বাতিল হয়ে যায়। মঙ্গলবার রাজ কলেজের শতাধিক ছাত্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ও সহ-উপাচার্যের ঘরে বিক্ষোভ দেখান। ছাত্রদের তরফে শুভাশিস ঘোষ ও অভিজিৎ ধীবর বলেন, “পরের দুটি বর্ষের পরীক্ষায় ওরা পাশ করল কী করে, যদি পার্ট-১ এ পাশের যোগ্যতা না থাকে? আমরা খাতার পুনর্মূল্যায়ন চাইছি।’’ সহ-উপাচার্য ষড়োশীমোহন দাঁ বলেন, “এ নিয়ে পরীক্ষা দফতরের সঙ্গে আলোচনা হবে। প্রয়োজনে কর্ম সমিতির অনুমতি নিয়ে ওই ছাত্রদের উত্তরপত্রের বিশেষ রিভিউ করানো হবে।” |
টাকা ‘নয়ছয়’, আত্মসমর্পণ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ভুয়ো বিল জমা দিয়ে একশো দিনের প্রকল্পের টাকা আত্মসাতে অভিযুক্ত পাঁইটা-২ পঞ্চায়েতের প্রকল্প সুপারভাইজার আত্মসমর্পণ করলেন আদালতে। তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা যায়, ওই সুপারভাইজারের নাম হারাধন বন্দ্যোপাধ্যায়। গত ৯ অগস্ট রায়না-২ বিডিও দীপাঞ্জন মুখোপাধ্যায় হারাধনবাবু-সহ মোট সাত জনের বিরুদ্ধে মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করেন। হারাধনবাবুর আইনজীবী পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, গত ১১ অগস্ট পুলিশ ওই সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই সাত জন গ্রামের মানুষের কাছে লিখিত মুচলেকা দিয়ে জানিয়েছিলেন, তাঁরা এমন কয়েকটি সংস্থার নামে ভুয়ো বিল পেশ করেছিলেন, যাদের সঙ্গে ১০০ দিনের প্রকল্পের মালপত্রের কোনও সম্পর্ক নেই। |