বাড়তি দামে সার বিক্রি রুখতে ইতিমধ্যেই জেলায় জেলায় কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। একই অভিযোগে পাণ্ডুয়ার সরাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের চার কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কৃষি দফতর। শুক্রবার পাণ্ডুয়ার সরাই-তিন্না পঞ্চায়েতের সরাই গ্রামে সার-বোঝাই একটি ট্র্যাক্টর আটকান গ্রামবাসীরা। সমবায় সমিতি থেকে নিয়ম বহির্ভূত ভাবে ওই সার বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ। গুদাম সিল করে খাতাপত্র বাজেয়াপ্ত করা হয়। রাতেই পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পাণ্ডুয়া ব্লক সহকারী কৃষি উন্নয়ন আধিকারিক শেখ বুলবুল। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার বিক্ষোভ দেখান চাষিরা। তৃণমূল কর্মী-সমর্থকেরাও বিক্ষোভে সামিল হন। মিছিল হয় এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক। তল্লাশি চলছে। অন্য দিকে, শুক্রবার রাতে হরিপালের সহদেব পঞ্চায়েতের গোসা মুসাপুর কৃষি সমবায় সমিতি থেকে সার চুরি করে পালানোর চেষ্টা চালায় এক দল দুষ্কৃতী। পরে মাঝ পথে ৩২ বস্তা সার বোঝাই ট্রাক ফেলে রেখেই পালায় তারা। পুলিশ পরে তা উদ্ধার করে। আটক করা হয়েছে গাড়িটি।
|
মারা গেলেন স্ত্রীকে ‘মুক্তি’ দেওয়া সেই বৃদ্ধ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বেশি দিন ‘একা’ থাকতে হল না সোদপুরের পিয়ারলেস নগরের ৭২ বছরের অমরেশ রায়কে। ব্লেড দিয়ে স্ত্রীর হাতের শিরা ও গলা কেটে দিয়েছিলেন এই অশক্ত-অসুস্থ বৃদ্ধ। তাঁর অবর্তমানে অসুস্থ স্ত্রী কী ভাবে একা থাকবেন, সে কথা চিন্তা করেই তাঁকে ‘মুক্তি’ দিয়েছেন, স্ত্রীকে খুন করার পরে পুলিশের কাছে এই দাবি করেছিলেন অমরেশবাবু। শুক্রবার তিনিও আর জি কর হাসপাতালে মারা গিয়েছেন। পুলিশ জানায়, ৬ সেপ্টেম্বর খুনের পরে ফোন করে অমরেশবাবু থানায় খবর দিয়েছিলেন। বালিশের তলায় কাগজে মোড়া রক্তাক্ত ব্লেডও দেখিয়ে দিয়েছিলেন পুলিশকে। বলেছিলেন, তিনি বেশি দিন নেই। কিন্তু তার পরে অসুস্থ শয্যাশায়ী স্ত্রী সহায়-সম্বলহীন হিসেবে কী ভাবে বাঁচবেন, এ চিন্তাই চেপে বসেছিল তাঁর মাথায়। তাই মুক্তি’ দিয়েছেন স্ত্রীকে। তিন দিন পরে ব্যারাকপুর আদালতে তোলা হলে সেখানেও তিনি একই কথা বলেন। বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠান। অসুস্থতার কারণে ব্যারাকপুর সাব-জেল থেকে তাঁকে দমদম সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে আর জি করে। দীর্ঘদিনের অসুস্থতার কারণে অমরেশবাবুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে পুলিশকে জানানো হয়েছে।
|
বারাসতে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল প্রথা তুলে দেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ডিএসও। শনিবার কয়েকশো সমর্থক উত্তর ২৪ পরগনার বারাসতে মিছিল করে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিলিপি পোড়ানো হয়। এ দিন দুপুর ১টা থেকে কলোনি মোড়ে ঘণ্টাখানেক রাস্তা অবরোধও করে তারা। এর ফলে ৩৪ নম্বর জাতীয় সড়কের সমস্ত যাতায়াত বন্ধ হয়ে যায়। অবরোধকারীদের দাবি ছিল, রাজ্য সরকার পাস-ফেল প্রথা তুলে দেওয়ার ফলে পড়াশোনার মান আরও কমে যাবে। |
লরির ধাক্কায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লরির ধাক্কায় মৃত্যু হল মোটরসাইকেল আরোহী দুই যুবকের। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে সোদপুর-মধ্যমগ্রাম রোডে। পুলিশ জানায়, মৃতদের এক জনের নাম পূর্ণাংশু গুছাইত (৩৫)। তাঁর বাড়ি বারাসতের রথতলায়। অন্য জনের পরিচয় রাত পর্যন্ত জানা যায়নি। |