টুকরো খবর |
তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া ও মেদিনীপুর |
দলীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই অর্থ তছরুপের অভিযোগ তুলে পথে নামল তৃণমূলের একাংশ। হলদিয়ায় শাসকদলের অন্তর্দ্বন্দ্বও ফের এক বার প্রকাশ্যে এল। শনিবার সকালে সুতাহাটা অঞ্চলে রীতিমতো সংঘর্ষ বেধে যায় দুই গোষ্ঠীর মধ্যে। দাড়িবেড়িয়ায় রাজ্য সড়কও অবরোধ করে রাখা হয় পাকা দু’ঘণ্টা। পরে পুলিশ এসে অবরোধ সরায়। সংঘর্ষের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আহত দু’জনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। দু’বছর আগে স্থানীয় এক তৃণমূল নেতা খুনে অভিযোগ ওঠে দলের পঞ্চায়েত সদস্য অশোক মাইতির বিরুদ্ধে। শনিবার সকালে সেই গোষ্ঠীর লোকজন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ তুলে বাড়িতে চড়াও হয়। সংঘর্ষ বেধে যায়। অদু’জন জখম হন। পুলিশ এসে সংঘর্ষ থামায়। তার পরেই রাজ্য সড়ক অবরোধ করে। এ দিন সন্ধ্যায় আবার মেদিনীপুর সদর ব্লকের বনপুরা অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।
|
স্কুলে তালাবন্দি শিক্ষকেরা নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
জগদ্ধাত্রী পুজোয় দাবি মতো চাঁদা না দেওয়ায় রাত পর্যন্ত স্কুলেই তালাবন্দি করে রাখা হল শিক্ষকদের। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে উদ্ধার করল আটকে থাকা শিক্ষকদের। শুক্রবার এমনই ঘটেছে কাঁথির ভূপতিনগর থানা এলাকার অনলবেড়িয়া হাইস্কুলে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভগবানপুর-২ ব্লকের বরোজ অঞ্চলের হরিনাবাড়ির একটি ক্লাবের পক্ষ থেকে অনলবেড়িয়া হাইস্কুলের শিক্ষকদের কাছে ৫ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছিল জগদ্ধাত্রী পুজোয়। শিক্ষকরা জানান, তাঁরা অত টাকা দিতে পারবেন না। এ নিয়ে ক্লাবের সদস্যদের সঙ্গে কয়েক দিন ধরেই গোলমাল চলছিল শিক্ষকদের। শুক্রবার স্কুল ছুটির পর চাঁদার দাবিতে ক্লাবের সদস্যরা ফের স্কুলে চড়াও হয়। শিক্ষকদের একটি ঘরে তালাবন্দি করা হয়। রাত ন’টা পর্যন্ত তাঁরা তালাবন্দি অবস্থাতেই থাকেন। শেষে পুলিশ খবর গেলে থানা থেকে পুলিশ এসে শিক্ষকদের উদ্ধার করে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ অবশ্য গ্রেফতার হয়নি। |
|