টুকরো খবর
একেবারে পাঁচ গোলের গাড়িতে চেপে ড্রয়ের বেড়াজাল ভেঙে সোজা জয়ের হাইওয়েতে ঝাঁপ মারল প্রয়াগ ইউনাইটেড। একই সঙ্গে ঘটল জোড়া প্রত্যাবর্তনের লোকগাথা। হ্যাটট্রিক দিয়ে আই লিগে খাতা খুললেন জোসিমার। আর ভিন রাজ্যের দলের কাছে মোহনবাগানের পাঁচ গোল খাওয়ার বদলা একটি অন্য রাজ্যের টিমকে পাঁচ গোল মেরেই নিল কলকাতা। প্রয়াগের প্রধান স্ট্রাইকার ইয়াকুবু নেই। তাতে কী? জোসিমার-লালকমল ভৌমিকদের খোঁচালে যে কী সর্বনাশ হতে পারে, সেটা হাড়ে হাড়ে টের পেল পুণে এফসি। লালকমলের হাত ধরে গোলের মালা গাঁথা শুরু, শেষ জোসিমারের হ্যাটট্রিকে। মাঝের একটি ভিনসেন্টের। তবে লালকমলের দুরপাল্লার শটে প্রথম গোলটি হওয়ার পরেই জয়ের গন্ধ পেয়ে যায় প্রয়াগ। ডেরেক পেরেরার রক্ষণ আড়ামোড়া ছাড়ার সময় পায়নি, ততক্ষণে আরও একটা গোল করে প্রয়াগকে ২-০ এগিয়ে দিয়েছেন জোসিমার। বিরতির পর একটা সময় কুড়ি মিনিটের ব্যবধানে এল তিন গোল। প্রয়াগের ঝকঝকে সন্ধ্যায় একমাত্র দাগ আরাতার গোল। যেখানে পুণের বিদেশি স্ট্রাইকারের চেয়ে প্রয়াগ গোলকিপার সোমনাথ খাড়ার ‘অবদান’ বেশি। চোট এবং কার্ড সমস্যায় পুণের চার নির্ভরযোগ্য ফুটবলার নেই। গোলকিপার সুব্রত পাল তো নেই-ই, ছিলেন না স্ট্রাইকার কেইতা এবং দুই স্টপার চিকাওয়ালি ও শ্রীকান্ত-ও। সুযোগের সদ্ব্যবহার আদর্শ ঢঙেই করল প্রয়াগ।

রাজ্য টিটি’র যুব বিভাগে সেরা রাজীব
উত্তরবঙ্গ স্টেট টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে ইয়ুথ বিভাগে সেরা হল রাজীব সরকার। শনিবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ফাইনালে রাজ মণ্ডলকে তিনি ৪-৩ গেমে হারিয়েছে। পুরুষ বিভাগে ফাইনালে উঠেছেন রাজ। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে সায়ন পাল রায়ের। রাজীব সেমিফাইনালে অনির্বাণ দে-কে ৪-৩ গেমে এবং সায়ন ৪-১ গেমে রোহিত চক্রবর্তীকে হারিয়েছে। টিম ইভেন্টে পুরুষ বিভাগে ফাইনালে ওয়াইএমএ-এ দল খেলবে দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন-বি’র সঙ্গে। মহিলা বিভাগে ফাইনালে দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন-এ মুখোমুখি হবে ওয়াইএমএ-এ দলের সঙ্গে। ক্যাডেট ছেলেদের বিভাগে ফাইনালে উঠেছে দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন-এ এবং শিলিগুড়ি টেবল টেনিস অ্যাকাডেমি। মেয়েদের বিভাগে ফাইনালে মুখোমুখি হবে হিমাচল সঙ্ঘ এবং ওয়াইএমএ-এ দল।

চন্দ্রাশিসের চমক
চমকে দিল চন্দ্রাশিস মজুমদার। ‘চেজ ফর ইয়ুথ’ চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে শীর্ষ বাছাই তামিলনাড়ুর শ্যাম সুন্দরকে সাদা নিয়ে হারিয়ে। পাঁচ জনের সঙ্গে শীর্ষে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র চন্দ্রাশিস।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.