মন্দির থেকে চুরি হল প্রতিমার অলঙ্কার, পুজোর বাসনপত্র। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরের দক্ষিণ বেহালা রোড এলাকায়। পুলিশ জানায়, ওই মন্দিরের পিছনের দরজা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। বাসিন্দাদের দাবি, চুরির পরিমাণ ৩ লক্ষাধিক। শুক্রবার রাতেই কড়েয়ায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে গয়না, টাকা, মোবাইল চুরি হয়েছে। পুলিশ জানায়, দিলখুশা স্ট্রিটের ওই ব্যবসায়ী সতীশ মলহোত্রর বাড়ির বাথরুমের জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা।
|
চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটের উদ্বোধন |
১৭তম কলকাতা চলচ্চিত্র উৎসবে চিত্র পরিচালক মৃণাল সেন এবং অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন উৎসব কমিটির চেয়ারম্যান রঞ্জিৎ মল্লিক। শনিবার চলচ্চিত্র উৎসব নিয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব নন্দিনী চত্রবর্তী। সচিব জানান, এ বছরের উৎসবের জন্য বরাদ্দ খরচ ২ কোটি ৭৫ লক্ষ টাকা। গত বছরে তা ছিল ১ কোটি টাকা। এ দিন উৎসবের সরকারি ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়। শনিবার।
|
শহরে শেষ হল বণিকসভা আইসিসি আয়োজিত তিন দিনের কৃষি সংক্রান্ত প্রদর্শনী ‘অ্যাগ্রো প্রোটেক ২০১১’। কৃষি ছাড়া খাদ্যপ্রক্রিয়াকরণ, হাস-মুরগি পালন ও সংশ্লিষ্ট প্রযুক্তি নিয়েও আলোচনা হয়। যোগ দেয় ১০০টি সংস্থা। |