দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিএম প্রার্থী ছাত্রনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আলিমুদ্দিন মনে করছে, বুদ্ধবাবু প্রচারে নামলে দলের নিচুতলার নেতা-কর্মীরা বাড়তি উৎসাহ পাবেন। ফলে বুদ্ধবাবুই দক্ষিণ কলকাতা কেন্দ্রে দলের ‘মুখ্য প্রচারক’।
তবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনেও দলীয় প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়ের হয়ে প্রচার করেছিলেন বুদ্ধবাবু। দলীয় প্রার্থীকে পাশে নিয়ে হুড খোলা জিপে তিনি পথ পরিক্রমা করেছিলেন। যদিও সেই প্রচার যে এলাকার মানুষের উপরে কোনও প্রভাব ফেলেনি, ভোটের ফলই তার প্রমাণ। বিধানসভা নির্বাচনের তুলনায় মোট ভোট প্রায় ১৯ শতাংশ কম পড়লেও ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড ব্যবধানে জিতেছিলেন।
এ বার ফের মমতার ‘খাসতালুক’ দক্ষিণ কলকাতায় প্রচারে নামছেন বুদ্ধবাবু। রোড-শো তো বটেই, শ্বাসকষ্ট কম থাকলে তিনি একাধিক জনসভাও করবেন। দক্ষিণ কলকাতা কেন্দ্রে সিপিএমের সংগঠন এমনিতেই দুর্বল। বিধানসভা ভোটে পরাজয়ের পরে তা আরও দুর্বল হয়ে গিয়েছে। তা সত্ত্বেও সিপিএমের রাজ্য নেতৃত্বের একাংশ মনে করছেন, ২০০৯ সালে যে ব্যবধানে (২ লক্ষ ২০ হাজার) মমতা জিতেছিলেন, তৃণমূল প্রার্থী সুব্রত বক্সি তার থেকে কম ব্যবধানে জিতবেন। সেক্ষেত্রে বুদ্ধবাবুর প্রচারকে ‘সফল’ বলে তুলে ধরা যাবে। |
|
|
বুদ্ধদেব ভট্টাচার্য |
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় |
|
সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব (দলের তরফে তিনিই দক্ষিণ কলকাতা কেন্দ্রে ভোটের দায়িত্বে) শনিবার বলেন, “বুদ্ধ’দা দক্ষিণ কলকাতায় প্রচার করবেন। কবে কোথায় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। কয়েক দিনের মধ্যেই তা চূড়ান্ত হয়ে যাবে।” প্রসঙ্গত, যাদবপুরের মানুষ তাঁকে প্রত্যাখ্যান করার পর গত ছ’মাসে দক্ষিণ কলকাতায় কোনও সভা করেননি বুদ্ধবাবু। শ্বাসকষ্ট জনিত অসুখের জন্য বুদ্ধবাবু সর্বশেষ রাজ্য কমিটির বৈঠকে সমাপ্তি বক্তৃতা করেননি। দলের রাজ্য সম্পাদক বিমান বসু জানিয়েছিলেন, তাঁর শ্বাসকষ্ট বেড়েছে। শারীরিক ভাবে সুস্থ না-হলে এ মাসের ১১ থেকে ১৩ নভেম্বর দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকেও যোগ দেবেন না বুদ্ধবাবু। কিন্তু দক্ষিণ কলকাতা কেন্দ্রে প্রচারের ব্যাপারে তিনি সম্মত হয়েছেন। বুদ্ধবাবু তাঁর হয়ে প্রচার করবেন জেনে সিপিএম প্রার্থী ঋতব্রতও খুশি। তাঁর কথায়, “উনি প্রচার করলে তো খুবই ভাল!” এদিন বিকেলেই কসবা এলাকা থেকে প্রচার শুরু করেন ঋতব্রত।
সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতে গত সপ্তাহে কলকাতায় এসেছিলেন। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে বুদ্ধবাবুর আলোচনা হয়। দিল্লিতে গত কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরে কারাট জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বুদ্ধবাবুই দলকে নেতৃত্ব দেবেন। শারীরিক ভাবে অসুস্থ হলেও বুদ্ধবাবুই যে এখনও দলের নেতা-কর্মীদের কাছে সব থেকে ‘গ্রহণযোগ্য’, রাজ্য নেতাদের একাংশ ইতিমধ্যেই তা বলতে আরম্ভ করেছেন। সেই সূত্রেই দক্ষিণ কলকাতা কেন্দ্রে ‘মুখ্য প্রচারক’ হিসাবে পথে নামবেন বুদ্ধবাবু। |