সমালোচনার মুখে আগামী মঙ্গল এবং বুধবার ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে এল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ফলে টানা পাঁচ দিন পরিষেবা বন্ধের ভোগান্তি থেকে রেহাই পেলেন এই ব্যাঙ্কের গ্রাহকেরা। অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন শনিবার রাত্রে ধর্মঘটের ডাক তুলে নেয় এবং কবে তা ডাকা হবে, সেই দিনক্ষণও তারা জানায়নি। স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মহল ওই প্রস্তাবিত ধর্মঘট নিয়ে সমালোচনার ঝড় তোলেন। এসবিআই চেয়ারম্যান প্রতীপ চৌধুরী শনিবারই চেন্নাইয়ে এক অনুষ্ঠানে কবুল করেন, “এই ধর্মঘটের ডাক দুর্ভাগ্যজনক। এতে গ্রাহকদের স্বার্থ এবং ব্যাঙ্কের প্রতি তাঁদের আস্থা ক্ষুণ্ণ হবে।” তিনি ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক আয়োজিত ‘ব্যাঙ্কন ২০১১’ সম্মেলনের ফাঁকে এ কথা জানান। এই ভাবে ধর্মঘট ডাকা যে ঠিক হয়নি তা পরোক্ষ ভাবে মেনে নিয়েছিলেন স্টেট ব্যাঙ্ক স্টাফ অ্যাসোসিয়েশন (বেঙ্গল সার্কেল)-এর সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান। তিনি বলেছিলেন, ধর্মঘটের ফলে গ্রাহকেরা চূড়ান্ত সমস্যায় পড়তেন। প্রসঙ্গত, প্রতিযোগিতার বাজারে টিকে থাকার লক্ষ্যে গ্রাহক পরিষেবা উন্নত করতে স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রবিবারও ব্যাঙ্ক খোলা রাখার কথা ভাবছেন। আর, ঠিক তখনই ব্যাঙ্কের অফিসারেরা পাঁচ দিনের সপ্তাহ এবং কাজের সময় কমানোর দাবিতে এমন ভাবে ধর্মঘটের পরিকল্পনা করেছিলেন, যাতে উৎসবের মরসুমে টানা পাঁচ দিন পরিষেবা থেকে বঞ্চিত হন দেশের বৃহত্তম ওই বাণিজ্যিক ব্যাঙ্কের গ্রাহকেরা। ওই দু’টি দাবি-সহ আরও কিছু দাবিদাওয়ার ভিত্তিতে দু’দিনের ধর্মঘট ডেকেছিল অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন। ধর্মঘট দু’দিনের হলেও তার আগে বরিবার সাপ্তাহিক ছুটি এবং সোমবার ছিল ঈদের ছুটি। আবার ধর্মঘটের ঠিক পরের দিন ছিল গুরু নানকের জন্মদিন উপলক্ষে ব্যাঙ্ক ছুটি। ফলে টানা ৫ দিন স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা পরিষেবা থেকে বঞ্চিত হতেন।
|
• জেরেমি হিক্স ব্রিটেনে জাগুয়ার-ল্যান্ড রোভারের এমডি হয়েছেন।
• অরুণ খুরানা ইন্ডাসইন্ড ব্যাঙ্কের গ্লোবাল মার্কেটস গ্রুপের প্রধান হলেন।
• দীপা মিশ্র হ্যারিস বিশ্ব জুড়ে তাজ গোষ্ঠীর বিপণন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন।
• অজয় কুমার মিশ্র টাটা গ্লোবাল বেভারেজেসের ডেপুটি সিইও হয়েছেন।
• রমেশ কৃষ্ণন ধনলক্ষ্মী ব্যাঙ্কের ট্রেজারি বিভাগের প্রধান হয়েছেন। |