সাদলে দুষ্কৃতী তাণ্ডব রুখতে উদ্যোগ |
দুষ্কৃতীদের তাণ্ডব রুখতে পুলিশ, প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে শান্তি বৈঠক করা হল খড়গ্রামের সাদল অঞ্চলের শঙ্করপুরে। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন শিক্ষকও। স্থানীয় বিধায়ক কংগ্রেসের আশিস মার্জিত বলেন, “এই এলাকায় কয়েকজনের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। আমরা তাই ঠিক করেছি, পুলিশের সহযোগিতা নিয়ে ৯ জনের একটি কমিটি ওই অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর হবে।” তিনি জানান, এই দিনের বৈঠকে ওই কমিটিতে কে কে থাকবেন, তা ঠিক হয়েছে। ওই কমিটির অন্যতম সদস্য আতিকুল রহমান সিপিএম নিয়ন্ত্রণাধীন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে যত রকম সাহায্য করা সম্ভব, সবই করব।” আর এক সদস্য এলাকার কংগ্রেস নেতা আজিমুল হক বলেন, “এই উদ্যোগ সফল হবে বলেই মনে হয়।” স্থানীয় মানুষের দাবি, এই এলাকায় সন্ধ্যার পরে মানুষ আর বাইরে বেরোতে পারেন না। জেলার পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, “ওই এলাকায় শান্তি ফেরাতে আমরা সব রকমের চেষ্টা করছি।”
|
বিড়ি কারখানার কর্মীদের মজুরি ২৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধুলিয়ান ব্লক অফিসে বিড়ি মালিক ও শ্রমিক সংগঠনগুলির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ২ ডিসেম্বর থেকে বর্ধিত মজুরি পাবেন শ্রমিকেরা। গত ৪ অক্টোবর অরাঙ্গাবাদেও বিড়ি কারখানার কর্মীদের ২৮ শতাংশ হারে মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে ৭০টি বিড়ি কারখানার প্রায় ১১ হাজার শ্রমিক উপকৃত হবেন। সিটুর বিড়ি শ্রমিক সংগঠনের সম্পাদক মহম্মদ আজাদ বলেন, “এই চুক্তির ফলে বিড়ি প্যাকার্স শ্রমিকদের দৈনিক ৩৬ থেকে ৫০ টাকা পর্যন্ত মজুরি বাড়বে।” আইএনটিইউসি-র সম্পাদক বাদশার আলি বলেন, “প্রতিটি বিড়ি কারখানায় বিড়ির লেবেল ও প্যাকিংয়ের কাজ করেন যাঁরা, এই চুক্তিতে তাঁরা উপকৃত হবেন।” মালিক সংগঠনের তরফে খলিলুর রহমান বলেন, “প্রায় ৪ ঘণ্টা ধরে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আলোচনার পরে এই চুক্তি হয়েছে। ২ অক্টোবর থেকে বিড়ি কারখানার কর্মীরা নতুন হারে মজুরি পাবেন।”
|
আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার পুলিশ তরতিপুর গ্রাম থেকে সলেমান মণ্ডল ও মুকুল মণ্ডলকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পিস্তল, একটা পাইপগান ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বেলডাঙা থানার পুলিশ এ দিন ফুলবাসতলার কাছ থেকে সাজিদ শেখ ও সুকুর আলি নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে।
|
যুবক-হত্যায় বন্ধু গ্রেফতার |
খড়দহের গোশালা মাঠের কাছে যুবক খুনের ঘটনায় রঞ্জিত দত্ত নামে নিহতের এক বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার যিনি খুন হন, তাঁর নাম অনির্বাণ মজুমদার। পুলিশ জেনেছে, অনির্বাণের একটি গাড়ি রঞ্জিতের কাছে ছিল। তা-ই নিয়ে দু’জনের মধ্যে টানাপোড়েন চলছিল। বুধবার সন্ধ্যায় অনির্বাণকে যেখানে খুন করা হয়, রঞ্জিত সেখানে হাজির ছিল। এ দিকে, মধ্যমগ্রাম স্টেশনের কাছে শুক্রবার দুপুরে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবক ধরা পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ছিনতাই করার উদ্দেশ্যেই যুবকটি ঘোরাঘুরি করছিল। |