টুকরো খবর
বধূ ‘খুন’, ধৃত স্বামী-সহ তিন
বধূকে খুনের অভিযোগে স্বামী ও দুই দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃতার নাম মনিরা বেগম (২৮)। বুধবার রাতে জামালপুরের জানকুলি গ্রামের মোড়লপাড়ায় শ্বশুরবাড়িতে মনিরাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ তাঁর দাদা আবু সামাদের। জামালপুরের মাঠনসীপুরের বাসিন্দা সামাদের এই অভিযোগে ভিত্তিতে পুলিশ মনিরার স্বামী শেখ জালালুদ্দিন ও দুই দেওর মনিরুদ্দিন ও কামালকে গ্রেফতার করে পুলিশ। সামাদ জানান, আট বছর আগে বিয়ে হয় মনিরার। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে বোনের উপরে অত্যাচার করা হত বলে অভিযোগ তাঁর। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।

মেমারিতে প্রৌঢ় খুন, ধৃত ছেলে
এক প্রৌঢ়কে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলেকে। পুলিশ জানায়, নিহতের নাম বিশ্বনাথ রায় (৫৭)। বাড়ি মেমারির কেন্না গ্রামে। পুলিশ জানিয়েছে, বিশ্বনাথবাবুর ছেলে তারক মানসিক রোগগ্রস্ত। মাঝেমধ্যেই তিনি বাড়ির লোকজনের উপরে চড়াও হন। এ দিন সকালে সে রকম হওয়ায় তাঁর মা ও তারকের দুই সন্তান পালিয়ে যান। কিন্তু বিশ্বনাথবাবু পালাতে পারেননি। তারকের ছোড়া ইট তাঁর মাথায় লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানায় পুলিশ। তারককে গ্রেফতার করা হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃত দেবসাধন ঘোষের (৩৪) বাড়ি মন্তেশ্বরের খাঁপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে তিনি চাষের কাজে মাঠে যান। গভীর রাত পর্যন্ত না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। মাঠে সাবমার্সিবল পাম্পের সামনেই তার বিদ্যুৎস্পৃষ্ট দেহ মেলে। তাঁকে ধরতেই পরিবারের আরও এক সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পাম্প চালানোর সময়েই এই দুর্ঘটনা ঘটে।

পথ দুর্ঘটনায় মৃত জওয়ান
বাসের ছাদ থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে এক সিআরপি জওয়ানের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাদ্দাম শেখ (২৪)। বাড়ি মন্তেশ্বরের তুল্লাগ্রামে। ঈদ উপলক্ষে চেন্নাই থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বর্ধমান থেকে একটি বেসরকারি বাসের ছাদে ওঠেন। নিত্যানন্দপুর ও মালম্বার মাঝামাঝি জায়গায় বাসের ছাদ থেকে ছিটকে পড়েন গুরুতর জখম হন সাদ্দাম। তাঁকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

ছাত্রীর অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রীর। পুলিশ জানায়, মৃতার নাম পিয়া গুপ্ত (১৭)। শুক্রবার সকালে বাড়িতেই ঝুলন্ত দেহ মেলে বর্ধমানের সাধুমতি উচ্চবিদ্যালয়ের একাদশ শ্রেণির ওই ছাত্রীর। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হন ওই ছাত্রী।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ মেমারি চেক পোস্টের কাছে জি টি রোডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃত দেবকুমার পালের (৫৫) বাড়ি মেমারির দেবপাড়ায়। তিনি একটি কাগজকলের কর্মী।

বিধায়ককে হুমকি দিয়ে গ্রেফতার
বিধায়ককে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে বর্ধমানের পূর্বস্থলী থানার কাষ্ঠশালী বাজার থেকে ওই ব্যক্তিকে আটক করে স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের দেহরক্ষী উজ্জ্বল বিশ্বাস। পরে তাকে পূর্বস্থলী থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃতের নাম কাদের শেখ। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “বিধায়কের কাছ থেকে অভিযোগ পেয়ে থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত হচ্ছে।” দিন কয়েক আগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পূর্বস্থলী থানা। ওই দুষ্কৃতীকে ছাড়ানোর জন্য কাদের শুক্রবার রাতে বিধায়কের বাড়িতে যায়। সেখানে তপনবাবুর সঙ্গে কাদেরের কথা কাটাকাটি হয়। এরপরে তাঁকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয় বলে দাবি তপনবাবুর। বিষয়টি তিনি ফোনে পুলিশ সুপারকে জানান। থানাতেও জানানো হয়। শনিবার সকালে কাদেরকে কাষ্ঠশালী বাজার থেকে গ্রেফতার করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.