টুকরো খবর
বনকর্মীদের অভিযোগ
বন দফতরের উদ্ধার করা কাঠ বনকর্মীদের ভয় দেখিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে। শেষ পর্যন্ত পুলিশের সাহায্যে বন কর্মীরা ওই বেআইনি কাঠ উদ্ধার করেন। শুক্রবার ভক্তিনগর থানার সমর নগর এলাকার মহানন্দা নদীর চরে ঘটনাটি ঘটেছে। বন দফতরের তরফে ভক্তিনগর থানায় ওই নেতার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বন কর্মীদের দাবি, ওই নেতা নিজেকে তৃণমূলের অঞ্চল সভাপতি নিজেকে পরিচয় দেন। ইতিমধ্যে এই অভিযোগ পৌঁছেছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে। বন দফতরের অফিসারেরা ঘটনাটি বনমন্ত্রী হিতেন বর্মনকেও জানিয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বর্তমানে কলকাতায় আছেন। এই বিষয়ে তিনি বলেছেন, “শিলিগুড়ি ফিরে বিষয়টি দেখছি।” বন দফতরের বৈকুন্ঠপুরের ডিএফও ধর্মদেব রাই বলেন, “ওই এলাকায় ৮টি শাল কাঠের লগ লুকিয়ে রাখা হয়েছে খবর পেয়ে বনকর্মীরা যান। কিন্তু ওই নেতা দলবল নিয়ে তা আনতে বনকর্মীদের বাধা দেন। দীর্ঘক্ষণ তা আটকে রাখা হয়। পরে পুলিশের সাহায্যে দেড় লক্ষ টাকার মূল্যের ওই কাঠ উদ্ধার করা হয়। আমরা পুলিশে কাছে ওই নেতার নামে অভিযোগ জানিয়েছি।” পুলিশ এবং বন দফতর সূত্রে জানা গিয়েছে, মহানন্দা নদীর পাশে নদীর চরে ওই চোরাই কাঠ লুকিয়ে রাখা হয়েছে বলে বন কর্মীরা সকালে খবর পান। এলাকা কাঠ উদ্ধারে গেলেও ওই নেতা দলবল নিয়ে তাঁদের বাধা দেন বলে অভিযোগ। এমনকি, বনকর্মীদের বদলি করার হুমকিও তিনি দেন বলে অভিযোগ। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়।

রাজনগরে হাতি
ফের ঝাড়খণ্ডের সীমানা পেরিয়ে রাজনগরে ঢুকে পড়ল হাতি। বৃহস্পতিবার ভোরের দিকে দু’টি হাতি সিদ্ধেশ্বরী নদীর ওপারে থাকা রাজনগরের হীরাপুর জঙ্গলে ঢুকে পড়ে। বনকর্মীদের উদ্যোগে হাতিদের ঝাড়খণ্ডের মধ্যে পাঠানো গিয়েছে বলে জানান রেঞ্জার রামরঞ্জন রায়। প্রসঙ্গত, বছরের এই মরসুমে ঝাড়খণ্ড সীমানা পেরিয়ে হাতিদের ঢুকে পড়া প্রায় রেওয়াজের পর্যায়ে দাঁড়িয়েছে। ফলে ফসলের ক্ষতি করে দিচ্ছে হাতিরা। তবে বৃহস্পতিবার রাজনগরে যে দু’টি হাতি এসেছিল তারা কোনও ক্ষতি করে বলে দাবি বনদফতরের।

কাঠ আটক
দেওচড়াইয়ের এই গাছগুলি কাটার বরাত নিয়ে বিতর্ক।
চোরাই শাল কাঠ-সহ পিকআপ ভ্যান আটক করল বনকর্মীরা। কাঠ চুরির অভিযোগে ২ জনকে আটক করা হয়। ধৃত দুই যুবক ধূপগুড়ির ঢ্যাঙকালী গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ধূপগুড়ি রেল স্টেশনের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কের পিকআপ ভ্যান আটক করেন সোনাখালি রেঞ্জের বন কর্মীরা। ৬০ হাজার টাকা মূল্যের ওই কাঠ সোনাখালি জঙ্গল থেকে চেরাই করে পাচার করা হচ্ছিল বলে জানান বন দফতরের অফিসারেরা।

পশু উদ্ধার
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ১০টি উট ও ২টি গরু উদ্ধার করেছে বিএসএফ। শুক্রবার ভোরে জলপাইগুড়ি সদরের দক্ষিণ বেরুবাড়ির মালিপাড়ায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.