|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
চেতনার রঙে বিভোর হয়ে |
মৃণাল ঘোষ |
সঞ্জয় বন্দ্যোপাধ্যায় চতুর্থ একক করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে। শিরোনাম ‘উপত্যকার মধ্যে : সকাল থেকে সন্ধ্যা’। তিনি থাকেন চিত্তরঞ্জনে। চাকরিও করেন চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানায়। ওই অঞ্চলের, একই সঙ্গে শুষ্ক ও সজল নিসর্গ যেমন তাঁর ছবির প্রেরণা, তেমনই কারখানায় দেখা গলানো লোহার উজ্জ্বল রংও তাঁকে অন্যতর সৌন্দর্যের হদিশ দেয়। এই দুটি বৈশিষ্ট্য মিলেমিশে তৈরি হয়েছে এ বারের বিমূর্তায়িত নিসর্গের এই ছবিগুলি। চিত্তরঞ্জনের নিসর্গ বর্ণিলতর হয়ে উঠেছে শিল্পীর চেতনার রঙে বিশ্লিষ্ট হয়ে। স্বশিক্ষিত এই শিল্পী নিসর্গ রচনার নিজস্ব এক ঘরানা তৈরি করেছেন বললে অত্যুক্তি হয় না। |
|
|
প্রদর্শনী
চলছে
সিমা: পরেশ মাইতি ১৯ পর্যন্ত।
সৃজনী: শ্রীপর্ণা পাল, তুহিন চট্টোপাধ্যায় প্রমুখ ৩০ নভেম্বর পর্যন্ত।
গ্যালারি ৮৮: উদয় মণ্ডল, সৌমেন দাস ১২ নভেম্বর পর্যন্ত।
ইমামি চিজেল: সঙ্গীতা চৌধুরি ১৫ নভেম্বর পর্যন্ত।
অ্যাকাডেমি: বাদল, মানস প্রমুখ ১০ নভেম্বর পর্যন্ত।
গোপাল দাস, ইন্দ্রজিৎ নারায়ন প্রমুখ ১০ নভেম্বর পর্যন্ত।
চিত্রকূট: অরুণাভ বন্দ্যোপাধ্যায় ১১ নভেম্বর পর্যন্ত।
কালকাটা রোয়িং: ধীরাজ চৌধুরি আজ শেষ। |
|
|
|
|
|