সাত মাস ধরে দশটি ‘নিষ্ফলা’ বৈঠকের পর অবশেষে শুক্রবার মহাকরণে শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপাক্ষিক বৈঠকে তরাই ও ডুয়ার্সের চা শ্রমিকদের নতুন মজুরি চুক্তি সই হল। গত মার্চে শেষ হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিকদের দৈনিক মজুরি ছিল ৬৭ টাকা। এ বছরের এপ্রিল থেকে তিন বছরের নয়া চুক্তি অনুযায়ী, প্রথম বছরে তা বেড়ে হচ্ছে ৮৫ টাকা। দ্বিতীয় ও তৃতীয় বছরে তা যথাক্রমে ৯০ ও ৯৫ টাকা। ছ’মাসের মধ্যে পরিবর্তনশীল মহার্ঘ ভাতা ফের চালু করা নিয়েও কথা হবে। সন্ধ্যায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব যৌথ সাংবাদিক বৈঠকে বলেন, “এতে গোটা রাজ্যের অর্থনীতি উপকৃত হবে।”
|
সমস্ত ব্যাঙ্ককেই সেভিংস অ্যাকাউন্টের জন্য পাস বই ইস্যু করতে বলল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তার জন্য বাড়তি ফি গ্রাহকের কাছ থেকে আদায় করা যাবে না। আরবিআই জানিয়েছে, “কোনও কোনও ব্যাঙ্ক পাস বই দিচ্ছে না বলে নজরে এসেছে। গ্রাহক পাস বই চাইলেও তারা কম্পিউটার স্টেটমেন্ট ছাড়া আর কিছু ইস্যু করে না।”বৈদেশিক লগ্নি নিয়ে। ভারতীয় আর্থিক সংস্থা তার শেয়ার অনাবাসী ভারতীয়কে হস্তান্তর করলে রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন লাগবে না।
|
সত্যম কাণ্ডে শুক্রবার সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রধান অভিযুক্ত রামলিঙ্গ রাজু। মঞ্জুর হয়েছে প্রাক্তন এই সত্যম কর্তার ভাই বি রাম রাজু এবং সত্যমের তৎকালীন সিএফও বদলামণি শ্রীনিবাসের জামিনও। বিচারপতি দলবীর ভাণ্ডারী এবং দীপক মিশ্রের বেঞ্চ তিন অভিযুক্তকেই ২ লক্ষ টাকা করে ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়ার কথা জানান। এঁরা ইতিমধ্যেই দু’বছর আট মাস জেলে আছেন।
|
পি সেন্থিল কুমার টাটা স্টিলের চিফ হিউম্যান রিসোর্স অফিসার হলেন। অজয় কুমার কর্পোরেশন ব্যাঙ্কের সিএমডি হয়েছেন। তিনি ইউকো ব্যাঙ্কের এগ্জিকিউটিভ ডিরেক্টর ছিলেন। |