শিল্পে ভাবমূর্তি ফেরাতে রাজ্যের সঙ্গী সিআইআই-ই
বিনিয়োগকারীদের কাছে লগ্নির গন্তব্য হিসেবে রাজ্যের ভাবমূর্তি তুলে ধরতে বণিকসভা সিআইআই-এর হাত ধরেছিল তৎকালীন বাম সরকার। ‘পরিবর্তিত’ রাজ্য সরকারও বিশ্ব মানচিত্রে রাজ্যের ভাবমূর্তি উদ্ধারে সেই সিআইআই-কেই সঙ্গী করছে।
পনেরো বছর আগের মতোই এই যাত্রা শুরু হবে লগ্নিকারীদের বিশ্ব সম্মেলন দিয়ে। ২০১৩-তে। তার আগে অবশ্য আগামী বছর কেন্দ্রের উদ্যোগে ‘ভারত-আসিয়ান শিল্প সম্মেলন’ এবং সিআইআই-এর উদ্যোগে ‘কৃষি-প্রযুক্তি সম্মেলন’ও হবে কলকাতাতেই।
দু’দিনের সফরে কলকাতায় এসে শুক্রবার ওই সব সম্মেলনের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মা। সঙ্গে ছিল সিআইআই-এর এক প্রতিনিধিলও। এ দিন দুপুরে মহাকরণে প্রথমে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী। এর পর তাঁর সঙ্গে আসা শিল্প প্রতিনিধিল ও রাজ্যের কিছু শিল্পপতির সঙ্গে তিনি ও মুখ্যমন্ত্রী বৈঠকে বসেন। ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্থমন্ত্রী অমিত মিত্রও। দীর্ঘ বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকে অবশ্য মুখ্যমন্ত্রীর প্রস্তাব মতো বৈঠকের বিষয়ে বিশদে জানান কেন্দ্রীয় মন্ত্রীই।
লগ্নির গন্তব্য হিসেবে বিশ্বের নজর কাড়তে এ রাজ্যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনই এ দিনের বৈঠকের মূল আলোচ্য ছিল। ১৯৯৬ ও ১৯৯৮-তে সিআইআই তাদের ‘গ্লোবাল পার্টনারশিপ’-এ জন্য বেছে নিয়েছিল কলকাতাকেই। ’৯৬-এর সম্মেলনে সিঙ্গাপুরের তদানীন্তন প্রধানমন্ত্রী গোহ্ চক টং বলেছিলেন, সংস্কারের পথে না হাঁটলে বিশ্ব বাজারে ঠাঁই পাবে না ভারত। ব্রাত্য থাকবে পশ্চিবঙ্গও।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে মুখ্যমন্ত্রী। — নিজস্ব চিত্র
দু’বছর পরের সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর তুলেছিলেন শিল্পায়নের পরিপন্থী লাল ফিতের ফাঁসের সমস্যার কথা। ওই দুই সম্মেলনই আন্তর্জাতিক মানচিত্রে রাজ্যকে আলাদা জায়গা পেতে সাহায্য করেছিল। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০১২-তে সিআইআই-এর এই সম্মেলন হচ্ছে হায়দরাবাদে। ২০১৩-তে তা হবে কলকাতায়।
এর আগে আগামী বছরে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক আয়োজিত ‘ভারত- আসিয়ান শিল্প সম্মেলনে শিল্প প্রতিনিধিদলের পাশাপাশি উপস্থিত থাকবেন আসিয়ান দেশগুলির অর্থমন্ত্রীরাও। সম্মেলনের দিনক্ষণ রাজ্যের সঙ্গে আলোচনা করে পরে ঠিক করা হবে। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ দৃঢ় হচ্ছে। এবং শুধু ‘লুক ইস্ট’ নীতির জন্যই এ রাজ্যের গুরুত্ব বাড়ছে তাই নয়, বরং এই রাজ্যকেও স্বাভাবিক ভাবেই সেই কর্মযজ্ঞে সামিল করার বাস্তবতাও জোরদার হচ্ছে। সে জন্যই আয়োজকের স্বীকৃতি পাচ্ছে কলকাতা।
২০১২-তেই এ শহরে কৃষি ও কৃষি প্রযুক্তি বিষয়ক সম্মেলনের আয়োজন করবে সিআইআই। কৃষিতে সাফল্যের পরিপ্রেক্ষিতেই রাজ্যকে আলাদা গুরুত্ব দিচ্ছে তারা।
প্রস্তাবিত শিল্প-সম্মেলনগুলি রাজ্যের নয়া ‘ব্র্যান্ড বিল্ডিং’-এর প্রয়াসকেই বিশ্বের নজরে আনতে সাহায্য করবে বলে মনে করছেন বৈঠকে উপস্থিত রাজ্যের শিল্পপতি সঞ্জয় বুধিয়া, মুকুল সোমানিরা। সিআইআই-এর ডিজি চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়ও বৈঠকের পরে বলেন, “রাজ্যে শিল্পায়নের নতুন সুযোগ কাজে লাগাতে পশ্চিমবঙ্গের সঙ্গে ভারত তথা বিশ্বের যোগসূত্র গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
শুধু শিল্প-সম্মেলনই নয়, রাজ্যে শিল্পায়নের রথের চাকা এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রের তরফে এ দিন একগুচ্ছ প্রতিশ্রুতিও দেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী। দুটি বস্ত্র পার্ক নির্মাণ, তিনটি চটকলের পুনরুজ্জীবন, একটি হস্তচালিত তাঁত সংক্রান্ত প্রশিক্ষণ কেন্দ্র সেগুলির মধ্যে অন্যতম। তাঁর আশ্বাস, রাজ্যে বিনিয়োগে লগ্নিকারীদের উৎসাহিত করতে নীতিগত ভাবে যা করণীয় তা কেন্দ্র করবে।
শিল্পায়নের পথ সহজ করতে ও স্বচ্ছতা আনতে নতুন সরকার শিল্পের জন্য আবেদনপত্রের বহর কমানো, অনলাইন ব্যবস্থায় সরকারি বরাত দেওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী।
পাশাপাশি তিনি জানান, শিল্পের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেতে বাণিজ্য মন্ত্রক ইনফোসিস-এর সহযোগিতায় যে ‘ই-বিজ’ কর্মসূচি নিয়েছে, তার পাইলট প্রকল্পে ঠাঁই পাবে এ রাজ্যও।
কেন্দ্রীয় মন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্য তথা সিআইআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট হরি এস ভার্তিয়া জানান, প্রযুক্তিবিদ স্যাম পিত্রোদা রাজ্যে যে ‘নলেজ সিটি’ গড়ার প্রস্তাব দিয়েছেন তাতে সামিল হতে চান তাঁরা। মেধাসম্পদকে কাজে লাগিয়ে রাজ্যকে গবেষণা ও প্রযুক্তির অন্যতম গন্তব্য হিসেবেই গড়তে চান তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.