মেয়েকে পেটানোর দায়ে অভিযুক্ত মার্কিন বিচারক
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
নিজের কিশোরী কন্যাকে বেল্ট দিয়ে বেধড়ক পেটাচ্ছেন বাবা। যিনি নিজে আবার শিশু-নিগ্রহের মামলার বিচারক। ইন্টারনেটে ফাঁস হওয়া এই ভিডিও নিয়ে হইচই পড়ে গিয়েছে আমেরিকায়। ঘটনাটি ২০০৪ সালের। মেয়ে হিলারি অ্যাডামসের দাবি, তার বাবা উইলিয়াম নিয়মিত যে কোনও ছোটখাট কারণেই মারধর করতেন তাকে। রোজ মার খেতে খেতে হিলারি সিদ্ধান্ত নেয়, বাবার মারের দৃশ্য ক্যামেরাবন্দি করবে সে। নিজের ঘরে আলমারির তাকে ক্যামেরা লুকিয়ে রাখে হিলারি। সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বছর তেইশের হিলারি বলেন, “সে দিন ক্যামেরা লুকিয়ে রাখার মাত্র এক ঘণ্টার মধ্যেই কম্পিউটার গেম খেলার জন্য বাবা আমাকে পেটাতে শুরু করে। আমার ভাগ্য ভাল যে, ঘটনাটির পুরো ভিডিও উঠেছে।” অন্তত সতেরো বার হিলারিকে জোরে জোরে আঘাত করেছিলেন উইলিয়াম। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ। কেন ঘটনার সাত বছর পরে ভিডিওটি প্রকাশ করল হিলারি? তার উত্তর, “ঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম।” ভিডিওটি প্রকাশ হওয়ার পরে উইলিয়ামকে জেরা করেছে পুলিশ। পেশায় বিচারক উইলিয়ামস স্বীকারও করেছেন যে, ভিডিওতে যে ব্যক্তি হিলারিকে মারছে, সেটা তিনি-ই। তবে তাঁর দাবি, “ভিডিওতে আমায় যতটা নিষ্ঠুর লাগছে, আমি সে রকম নই।”
|
দুষ্কৃতীদের মারে নিহত বাঙালি ট্যাক্সিচালক
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
মাত্র পনেরো ডলার। এর জন্যই প্রাণ গেল এক বাঙালি ট্যাক্সি চালকের। নিউ ইয়র্কে ২৮ বছর ধরে ট্যাক্সি চালাচ্ছিলেন বিমল চন্দ। তিনি এক সময়ে কলকাতার বাসিন্দা ছিলেন। ৫৯ বছরের বিমলবাবু কিছু দিন আগে রাতে একটি প্যাকিং-টেপ কিনে দোকান থেকে বাড়ি ফিরছিলেন। তখনই তাঁর পিছু নেয় দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। অভিযোগ, বাড়ির সামনের সিঁড়িতে বিমলবাবুর মাথার পিছনে ধাতব কিছু দিয়ে আঘাত করে ওই দুই ব্যক্তি। এর পরেই বিমলবাবুর পকেট থেকে ১৫ ডলার হাতিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় বিমলবাবুকে হাসপাতালে ভর্তি করা হলে গত কাল মারা যান তিনি। বিমলবাবুর স্ত্রী ও ষোলো বছরের একটি মেয়ে আছে। স্থানীয় বাসিন্দাদের কথায়, খুবই ভাল মানুষ ছিলেন বিমলবাবু। স্থানীয় বেকার যুবকদের চাকরির জন্য একটি ব্যবসা খোলার কথাও ভাবছিলেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিমলবাবুর উপরে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে তারা। তবে আততায়ীদের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। |