ভোজালির কোপ মেরে ছিনতাই হিজলগড়ায় |
দুষ্কৃতীদের ভোজালির কোপে জখম হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে জামুড়িয়ার হিজলগড়ায়। দেবীদাস চক্রবর্তী নামে ওই ব্যক্তিকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যায় হেঁটে বাড়ি ফিরছিলেন দেবীদাসবাবু। গ্রামে ঢোকার মুখে একটি সেতুর কাছে কয়েক জন দুষ্কৃতী তাঁর উপরে চড়াও হয়। তাঁর ঘাড়ে, বুকে ও হাতে ভোজালির কোপ মেরে পকেট থেকে টাকা ছিনতাই করে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। সেই সময়ে মোটরবাইক নিয়ে ওই রাস্তা দিয়ে আসছিলেন মদন মণ্ডল নামে বিজয়নগর গ্রামের এক বাসিন্দা। তিনি জখম দেবীদাসবাবুকে দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। জখমকে প্রথমে বাহাদুরপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্র, পরে আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেবীদাসবাবুর দাদা, জামুড়িয়া ব্লক তৃণমূলের সভাপতি তাপস চক্রবর্তী অভিযোগ করেন, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। সিপিএমের অজয়-জামুড়িয়া জোনাল কমিটির সদস্য মনোজ দত্ত অবশ্য বলেন, “নেহাতই একটি ছিনতাইয়ের ঘটনা। রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।” জামুড়িয়ার পুলিশ জানায়, একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছে। এক জনকে আটক করা হয়েছে।
|
জাতীয় সড়কের ডিভিসি মোড়ের খাটালের তিনটি পাকা বাড়ি ভেঙে দিল এডিডিএ। ভিন রাজ্য থেকে আসা প্রায় আড়াইশো পরিবার সেখানে দীর্ঘ দিন ধরে খাটাল ব্যবসা করছে বলে অভিযোগ। কয়েকটি পরিবার সম্প্রতি পাকা বাড়িও তৈরি করেছিল। শুক্রবার সকাল ১০টা নাগাদ পুলিশকে সঙ্গে নিয়ে সেগুলি ভাঙতে যান এডিডিএ-র কর্মীরা। বাসিন্দারা বাধা দিলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান, অবৈধ ভাবে এডিডিএ-র জায়গায় খাটাল ব্যবসা করছে বেশ কিছু পরিবার। মানবিক কারণে তাঁদের সরানো হয়নি। কিন্তু পাকাপাকি ভাবে বসবাসে উদ্যোগী হওয়ায় তিনটি বাড়ি ভাঙা হয়েছে। পরে খাটাল উচ্ছেদের বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে।
|
জামুড়িয়ায় বাড়িতে হামলার অভিযোগ |
জমি নিয়ে বিবাদের জেরে বাড়ি ভাঙচুরে অভিযোগ উঠল জামুড়িয়ায়। শুক্রবার রাত ৮টা নাগাদ জামুড়িয়া থানার অদূরে এই ঘটনা ঘটে। গৃহকর্তা গোপীনাথ পাল অভিযোগ করেন, একটি জমি নিয়ে তাঁর প্রতিবেশীদের বিবাদ চলছে। তাতে এক পক্ষের হয়ে তিনি আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। তারই জেরে এ দিন কয়েক জন তাঁর বাড়িতে চড়াও হয়। জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কোনও রকমে বাড়ি ছেড়ে বেরিয়ে এসে তিনি পুলিশকে খবর দেন বলে জানান গোপীনাথবাবু। পুলিশ জানায়, এক জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
|
এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল সিপিআই (এমএল)-এর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর সিনেমা হল প্রাঙ্গণে। পুলিশ জানায়, সিনেমা হলে বসা নিয়ে বিবাদের জেরে এ দিন ফলাই শেখ নামে এক ব্যক্তি প্রহৃত হন। তাঁকে দুর্গাপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তী অবশ্য অভিযোগ করেন, পায়ের তলায় মাটি হারাচ্ছে বুঝেই সিপিআই (এমএল)-এর লোকজন এমন মারধর করেছে। সিপিআই (এমএল) নেতা সাধন দাসের দাবি, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।
|
প্রায় সাড়ে ৩ মাস পর শুক্রবার আদালত থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতার করল জামুড়িয়া পুলিশ। ধৃতের নাম শেখ আব্দুল গফফর। বাড়ি বাঁকুড়ার কোতোয়ালি থানার শিরোমণিপুরে। পুলিশ জানিয়েছে, ১৫ জুলাই একটি ডাকাতির ঘটনায় আসানসোল আদালতে পাঠায় রানিগঞ্জ থানার পুলিশ। আদালত চত্বর থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতী। আসানসোল দক্ষিণ থানা তার বিরুদ্ধে পালিয়ে যাওয়ার মামলা দায়ের করে। |