দু’দিনের একটি শিশুর মৃত্যুতে সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত উত্তেজনা ছড়াল বনগাঁ মহকুমা হাসপাতালে। জরুরি বিভাগের সামনে মৃত শিশুটিকে নিয়ে পরিবারের লোকজন এবং আত্মীয়েরা বিক্ষোভ দেখান। পরে হাসপাতালের সুপার গয়ারাম নস্করের কাছে শিশুটির বাবা লিখিত অভিযোগ দায়ের করে জানান, ভাল মতো না দেখেই শিশুটিকে ছুটি দেওয়া হয়েছে এ দিন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদা-নকপুল এলাকার বাসিন্দা তারক মজুমদারের স্ত্রী শ্যামলীদেবীকে গত শনিবার হাসপাতালে ভর্তি করানো হয়। ওই দিনই তিনি পুত্রসন্তানের জন্ম দেন। সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দেখেন। তার পরে মা ও সন্তানকে ছুটি দিয়ে দেন। বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ফের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। |
এ দিন শ্যামলীদেবী বলেন, “সকালে ডাক্তারবাবু যখন ছেলেকে দেখছিলেন, বলেছিলাম ছেলে ভাল নেই। কিন্তু ডাক্তারবাবু তা মানলেন না। ছুটি দিয়ে দিলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে ছেলে অসুস্থ হয়ে পড়ে। ফের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। চিকিৎসক ছুটি না দিলে এমন হত না।”
তারকবাবুদের অভিযোগ প্রসঙ্গে সুপার বলেন, “শিশুটির অবস্থা খারাপ থাকলে কোনও চিকিৎসক ছুটি দিতেন না। তাকে প্রয়োজনে রেফার করতেন। বাড়ি নিয়ে যাওয়ার পথে শিশুটি কোনও কারণে অসুস্থ হয়ে পড়ে। সেই কারণে মারা যায়।” আগামী বুধবার সব পক্ষকে নিয়ে তিনি আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ শম্ভুনাথ চৌধুরী বলেন, “সুস্থ দেখেই শিশুটিকে ছুটি দিয়েছিলাম। শিশুটির ওজন কিছুটা কম ছিল। এমন হলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। এ ক্ষেত্রেও তেমন কিছু হয়ে থাকতে পারে।” হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটির দেহের ময়না-তদন্তের জন্য তারকবাবুদের বলা হলেও তাঁরা রাজি হননি। দেহটি তাঁরা ফিরিয়ে নিয়ে যান।
|
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
ডুয়ার্সের কুমারগ্রাম ও আলিপুর দুয়ার-২ ব্লকের বেশ কিছু এলাকায় ম্যালেরিয়া দেখা দিয়েছে। এই দুটি ব্লকে চলতি সপ্তাহে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ৪ শিশু সহ মোট ১৮ জন। এর মধ্যে কুমারগ্রাম ব্লকে আক্রান্ত হয়েছে ১২ জন। বাকি ৬ জন আলিপুরদুয়ার-২ ব্লকের। ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শামুকতলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে টিয়ামারি বনবস্তির মেনকা ছেত্রী এবং গারুখুট গ্রামের বারকু হেমব্রম ও বিশ্বনাথ টুডু নামে আড়াই বছরের এক শিশু। এ ছাড়া কামাখ্যাগুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একজন এবং যশোডাঙা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একজন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ভর্তি। কুমারগ্রাম ব্লকের ময়নাবাড়ি, টিয়ামারি, রায়ডাকে মোট ১০ জন ম্যালেরিয়া আক্রান্ত হবার খবর পাওয়া গিয়েছে। এভাবে ম্যালেরিয়া ছড়িয়ে পড়লেও গোটা এলাকায় ডিডিটি স্প্রে বন্ধ হয়ে থাকায় জনমানসে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্রুত ডিডিটি স্প্রের দাবি তুলেছেন তারা। আলিপুরদুয়ার-২ ব্লক স্বাস্থ্য আধিকারিক সতীনাথ ঘোষ জানিয়েছেন, এই ব্লকে এ মাসে ১০ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮ জন ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ম্যালেরিয়া আক্রান্ত হন।
|
নন গেজেটেড হেলথ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ইউনিটের উদ্যোগে সোমবার রক্তদান শিবির হল। হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক চত্বরে শিবিরের উদ্বোধন করেন বিধায়ক মৃগেন মাইতি। ছিলেন ইউনিফায়েডের জেলা সম্পাদক অরুণকান্তি প্রতিহার, প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি কিংশুক বোস, সম্পাদক কৃপাসিন্ধু গাঁতাইত। |