রাস্তা পারাপার নিয়ে গোলমালে এক চিত্র সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের শাস্তির দাবিতে সোমবার দুপুরে শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিল শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির ফুলেশ্বরী এলাকায় একটি ইংরেজি দৈনিকের চিত্র সাংবাদিক শান্তনু ভট্টাচার্য হামলার মুখে পড়েন। স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন শান্তনু। সেই সময় রাস্তা পারাপার নিয়ে গণ্ডগোল বাধে। তাঁকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে। তাঁর মোবাইল ও মানিব্যাগ খোয়া যায় বলে অভিযোগ। শান্তনু নার্সিংহোমে চিকিৎসাধীন। অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।” ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এদিন নার্সিংহোমে শান্তনুকে দেখতে যান শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য, দার্জিলিং কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজয় ঘটক প্রমুখ। বিধায়ক বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এএসপি’র সঙ্গে কথা বলেছি।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জানান, তাঁরা সংগঠনের তরফে বিশদে খবর নিয়ে পদক্ষেপ করবেন।
|
এত কাল ভোটারদের মনজয় করেছেন। এবার গান গেয়ে শ্রোতাদের মনজয় করলেন আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায় তথা মিঠুদা। মঞ্চে উঠে তিনি এমন গান গাইবেন তা আন্দাজই করতে পারেননি অনেকে। রবিবার ডুয়ার্সের শালকুমারহাট তরুণ সঙ্ঘ এবং আলিপুরদুয়ার জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে মরণোত্তর চক্ষুদান অঙ্গিকার বিষয়ক একটি অনুষ্ঠানে আধুনিক গান করেন বিধায়ক। তিনি ‘মনে পড়ে রুবি রায়’ গাইতে শুরু করতেই হাততালিতে ফেটে পড়ে অনুষ্ঠান চত্বর। বিধায়ক বলেন, “এত সুন্দর একটা অনুষ্ঠান হল। আমি গান না গেয়ে আর পারলাম না।”
|
অসুস্থ হয়ে মৃত্যু হল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের এক বন্দি দ্বিজেন কর্মকারের (৭৫)। বাড়ি কোচবিহারের তুফানগঞ্জের সুভাষপল্লিতে। সংশোধনাগারের জেলার অনিরুদ্ধ গুপ্ত জানান, ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি থেকে দ্বিজেনবাবু, তার স্ত্রী এবং ছেলে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কাটাচ্ছেন। এদিন শৌচাগারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দ্বিজেনবাবু। তাকে প্রথমে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
|
কবি মল্লিকা সেনগুপ্তের স্মৃতিতে সভা অনুষ্ঠিত হল ধূপগুড়িতে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিরা স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর পাশাপাশি মল্লিকা সেন গুপ্তের কবিতা নিয়ে আলোচনা হয়। আশির দশকে ১ বছর শিক্ষকতার সূত্রে ধূপগুড়িতে কাটিয়েছেন। প্রয়াত কবির স্বামী কবি সুবোধ সরকার পঞ্চদশ ‘তিস্তা তোর্সা’ দীপাবলি সংখ্যা প্রকাশ করেন।
|
১০০ দিনের প্রকল্পের কাজ করেও টাকা না মেলা, পঞ্চায়েতের নানান প্রকল্পে দলবাজি করা হচ্ছে বলে অভিযোগ তুলে প্রধানকে ঘেরাও করল তৃণমূল। সোমবার সিপিএম পরিচালিত বানারহাট ১ পঞ্চায়েতে টানা ২ ঘণ্টা বিক্ষোভ দেখানো হয়।
|
এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে রাজগঞ্জ থানার পানিকৌড়ি অঞ্চলের ফুটকিপাড়া এলাকার ঘটনাটি ঘটে। মৃতের নাম ঝড়ু সিংহরায় (৯০)। এ দিন তাঁর বাড়ির পাশেই একটি কাঁঠাল গাছ থেকে দেহটি উদ্ধার হয়।
|
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শিলিগুড়ি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার পদে যোগ দিলেন বিশ্বজিৎ রায়চৌধুরী। আজ, মঙ্গলবার তিনি ওই পদে যোগ দেবেন বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। জোনাল অফিস থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, দুই দিনাজপুর ও সিকিমের ১৭১টি শাখা ব্যাঙ্ক, আঞ্চলিক অফিস এবং অন্যান্য প্রসেসিং সেলের কাজকর্ম দেখাশোনা করা হয়। |