রেশন ডিলারের বিরুদ্ধে ‘কাজে অসহযোগিতা’ ও খারাপ ব্যবহার করার অভিযোগ করলেন বিধায়ক। সোমবার পাড়ার কংগ্রেস বিধায়ক উমাপদ বাউরি স্থানীয় কালুহার গ্রামের এক রেশন ডিলারের বিরুদ্ধে জেলা প্রশাসন ও খাদ্য নিয়ামকের দফতরে অভিযোগ জানান। জেলা খাদ্য নিয়ামক সুনয়কুমার গোস্বামী বলেন, বিধায়কের অভিযোগের প্রেক্ষিতে মহকুমা খাদ্য নিয়ামককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়া ব্লকের নডিহা-সুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের কালুহার গ্রামের ওই রেশন ডিলারের বিরুদ্ধে বাসিন্দাদের রেশনের মাল সময় মতো না দেওয়া-সহ একাধিক অভিযোগ ছিল। |
রেশনের উপভোক্তাদের একাংশ স্থানীয় বিধায়ক উমাপদ বাউরিকে তা জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার কালুহার গ্রামে ওই রেশন দোকানে উমাপদবাবু গিয়েছিলেন। তাঁর অভিযোগ, “রবিবার সত্বেও রেশন দোকান বন্ধ ছিল। রেশন ডিলার বন্ধ রাখার কারণও জানাতে চায়নি। রেশন দোকান খুলে মজুত পণ্য ও রেশন কার্ডের তালিকা দেখাতে বলেছিলাম। তিনি উল্টে আমার সঙ্গে দুব্যর্বহার করেন।” তিনি জানান, সেদিনই ঘটনার কথা জেলাশাসক ও পাড়ার বিডিওকে টেলিফোন করে জানিয়েছিলেন। এ দিন তিনি লিখিতভাবে ওই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানান। চেষ্টা করেও অভিযুক্ত ডিলারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে এম আর ডিলার অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা সম্পাদক নিরঞ্জন মাহাতো বলেন, “পুরো বিষয়টি আমার জানা নেই। তা এ ব্যাপারে কোনও মন্তব্য করা ঠিক হবে না।” তিনি জানান, বিধায়কের এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে, এই ধরনের পরিদর্শনের সময় বিধায়ক সঙ্গে খাদ্য দফতরের কোনও আধিকারিক বা কর্মীকে নিয়ে গেলে ভালো হয়। |