টুকরো খবর |
রাস্তা মেরামতির দাবিতে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
দীর্ঘদিন ধরেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের ত্রিমোহনী থেকে বদরতলা পর্যন্ত ইটিন্ডা রোড বেহাল। পিচ উঠে তৈরি হয়ে গিয়েছে বড় বড় গর্ত। সেই রাস্তা মেরামতির দাবিতে সোমবার প্রায় দেড় ঘণ্টা ওই রাস্তার উপরে শ্মশান মোড়ে অবরোধ করলেন স্থানীয় জনতা। শেষে পুলিশ গিয়ে দ্রুত রাস্তা মেরামতির জন্য সংশ্লিষ্ট দফতরকে জানানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় লোকজনের বক্তব্য, দুর্গাপুজোর আগে ইট দিয়ে ওই রাস্তার গর্তগুলি ভরাট করা হয়েছিল। গাড়ি চলাচল করায় সেই ইট গুঁড়ো হয়ে গিয়ে ধুলো উড়ে ছড়াচ্ছে আশপাশের দোকানে। তাতে ব্যবসায়ীদের যেমন অসুবিধা হচ্ছে, তেমনই নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। এ দিন বেলা ১১টা নাগাদ ওই এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা চেয়ার, বেঞ্চ, বাঁশ ফেলে রাস্তা অবরোধ করেন। বসিরহাট পুরসভার তরফে জানানো হয়েছে, রাস্তার ধুলো ওড়া বন্ধ করতে জল ছিটানো হবে। পূর্ত (সড়ক) দফতর জানিয়েছে, শীঘ্রই রাস্তা মেরামতির কাজ শুরু করা হবে।
|
কাপড়ের দোকানে আগুন হাড়োয়ায়
নিজস্ব সংবাদদাতা • হাড়োয়া |
আগুনে পুড়ে গেল একটি কাপড়ের দোকান। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটে হাড়োয়ার চাঁদনি মাঠের কাছে পুরাতন বাজারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৪টে নাগাদ ওই পাইকারি কাপড়ের দোকানটিতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা বিদ্যাধরী নদী থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। বসিরহাট ও বারাসত থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। ওই দোকানের মালিক মসিউর রহমানের দাবি, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
|
স্কুল নির্বাচনে হেরে গেল সিপিএম
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বসিরহাটের দু’টি স্কুলভোটে হেরে গেল সিপিএম। রবিবার রোদালিয়া আমিনিয়া হাই মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়। আলাদা আলাদা ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস, তৃণমূল এবং বামেরা। ৬টি আসনেই জিতে যায় কংগ্রেস। অন্য দিকে, রাজেন্দ্রপুরের নেওড়া এমবিএল হাইস্কুলে কংগ্রেস ও তৃণমূল জোটের কাছে পরাজিত হয় সিপিএম। কংগ্রেস ৫টি এবং তৃণমূল ১টি আসনে জেতে।
|
চোরাই মোটরবাইক উদ্ধার উস্থিতে
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘী |
দিন পনের আগে চুরি যাওয়া একটি মোটরবাইক রবিবার রাতে উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে চার জনকে। দক্ষিণ ২৪ পরগনার উস্থির ডাক্তার পোল এলাকা থেকে বাইকটি উদ্ধার করা হয়। ধৃতদের নাম সিরাজ ঘরামি, আবদুল্লা লস্কর, জাফির হোসেন এবং ওলিউল্লা ঘরামি। সোমবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক সকলকেই ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রের খবর, রায়দিঘীর আদকপাড়া থেকে বাইকটি চুরি হয়েছিল। ওই পাড়ায় সিরাজ ও আবদুল্লার যাতায়াত ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই বাইকের সন্ধান পায়।
|
স্বয়ংক্রিয় সিগন্যাল
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
দীর্ঘদিন ধরে যানজটে নাকাল হচ্ছিলেন সাধারণ মানুষ। সম্প্রতি অশোকনগর শহরের চৌরঙ্গি মোড় এবং কল্যাণগড় মোড়ে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু হওয়ায় সমস্যা মিটেছে। অশোকনগর-কল্যাণগড় পুরসভার তরফে ওই দু’জায়গায় নতুন ব্যবস্থা চালু করতে খরচ হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। পুরপ্রধান সমীর দত্ত বলেন, “শেরপুর এবং বনবনিয়া মোড়েও স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা শীঘ্রই চালু করা হবে।”
|
জাল মদ ও সিডি উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
|
—নিজস্ব চিত্র। |
পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার হল লক্ষাধিক টাকার জাল মদ এবং প্রচুর অশ্লীল ছবির সিডি এবং সিডি তৈরির যন্ত্রপাতি। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার কলেজ মোড় এলাকার তিনটি দোকানে এসডিপিও পিনাকীরঞ্জন দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ওই মদ ও সিডি উদ্ধার করে। এই ঘটনায় মূল অভিযুক্ত আমানুল্লা তরফদার পলাতক বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, ঠাণ্ডা পানীয়ের ব্যবসার সঙ্গেই বেআইনি মদের কারবার চালাচ্ছিল আমানুল্লা। এসডিপিও জানান, দোকানগুলিতে অভিযান চালিয়ে প্রচুর বেআইনি মদের সঙ্গে সঙ্গে কম্পিউটার, স্টুডিও লাইট, জাল সিডি ও সিডি তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে এ দিনই সন্ধ্যায় বাসন্তী থানার চুনাখালি বাজারেও তল্লাশি অভিযান চালিয়ে কয়েকটি দোকান থেকে বেশ কিছু বেআইনি বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।
|
হাসপাতালের সামনে নলকূপ
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁ মহকুমা হাসপাতালে আসা রোগী, তাঁদের আত্মীয় এবং পথচারীদের জন্য পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করল বনগাঁ পুরসভা। সম্প্রতি হাসপাতালের মূল গেটের সামনে ১ লক্ষ ২৫ হাজার টাকা খরচ করে একটি জলাধার এবং নলকূপ বসানো হয়। পুরপ্রধান জ্যোৎস্না আঢ্য বলেন, “বনগাঁর অন্যান্য জনবহুল এলাকাতেও একই ভাবে জলাধার এবং গভীর নলকূপ বসানোর পরিকল্পনা করা হয়েছে।”
|
জিতল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
স্কুলের পরিচালন সমিতির নিবার্চনে জিতল তৃণমূল। রবিবার ক্যানিংয়ের জীবনতলা থানার হোমড়া পলতা হাইস্কুলে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সিপিএম এবং তৃণমূল উভয়েই ৬টি আসনে প্রার্থী দিয়েছিল। তৃণমূল সব আসনেই জয়লাভ করে। পরিচালন সমিতি গতবার বামেদের দখলে ছিল।
|
পলাতক কুতুব ধৃত খড়দহে
নিজস্ব সংবাদদাতা • খড়দহ |
দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া ডাকাতির অভিযুক্তকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। ধৃতের নাম কুতুবউদ্দিন খান। বুধবার সকালে জীবনতলা থানার কালিকাতলা পঞ্চায়েতের কালীবাড়ি এলাকা থেকে কুতুবকে গ্রেফতার করা হয়। ওই সময় প্রায় শ’পাঁচেক স্থানীয় মানুষ পাঁচ জন পুলিশকর্মীকে মারধর করে কুতুবকে ছিনিয়ে নিয়ে যায়। তার পর থেকে ফেরার কুতুব। সোমবার সকালে উত্তর ২৪ পরগনার খড়দহ থানা এলাকা থেকে কুতুবকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায় কুতুবের বিরুদ্ধে প্রায় ৩০টি ডাকাতির অভিযোগ রয়েছে। জীবনতলার কালীবাড়ি এলাকায় কুতুবের বাড়ি। খড়দহের পুরোনো ডেরা থেকে কুতুবকে গ্রেফতার করা হয়েছে। |
|