|
|
|
|
জেল-হেফাজতের মেয়াদ বাড়ল সুশান্ত-সহ ১২ বন্দির |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও কলকাতা |
দাসেরবাঁধের কঙ্কাল-কাণ্ডে জেল-হেফাজতের মেয়াদ বাড়ল সুশান্ত ঘোষ-সহ ১২ বন্দির। সোমবার মেদিনীপুর সিজেএম এজলাসে হাজিরার কথা ছিল সুশান্তবাবু-সহ ওই ১২ জনের। তাঁদের অন্যতম কিরীটী রায় অসুস্থ থাকায় হাজির হতে পারেননি। সুশান্তবাবু-সহ ৫ বন্দির আইনজীবীরা জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেন ভারপ্রাপ্ত সিজেএম অমিতাভ দাস। চিকিৎসাধীন কিরীটীবাবু-সহ ১২ জনকেই আরও ১৪ দিনের জন্য জেল-হেফাজতে রাখার নির্দেশ হয়। আগামী ১৪ নভেম্বর ফের তাঁদের হাজিরার দিন
নির্দিষ্ট হয়েছে।
এ দিনই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন জানিয়েছেন, আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের সম্পত্তির বিষয়ে আয়কর দফতরের কাছ থেকে ‘ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট’ নেওয়া হচ্ছে। ওই মামলার তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশের ‘স্পেশাল সেল’-এর কাছে সেই নথি দেওয়া হবে। পরে সেটি আদালতে পেশ করবে পুলিশ। |
|
মেদিনীপুর আদালতে সুশান্ত ঘোষ। ছবি: সৌমেশ্বর মণ্ডল |
সোমবার দুপুর ২টো নাগাদ কঠোর পুলিশি নিরাপত্তায় সুশান্তবাবুদের মেদিনীপুরের সিজেএম আদালতে আনা হয়। সুশান্তবাবুর আইনজীবী বিশ্বনাথ ঘোষ জামিনের আবেদন করে বলেন, “আমার মক্কেল ১১ অগস্ট গ্রেফতার হন। সেই থেকে বন্দি। ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট হয়েছে। অর্থাৎ, তদন্ত শেষ। উনি প্রাক্তন মন্ত্রী, বর্তমানেও বিধায়ক। জামিন দেওয়া হোক।” গুণধর রানা, বিমান ঘোষ, সেখ সইফুলদের আইনজীবীরাও জামিনের আবেদন করেন। সব আবেদনই খারিজ হয়। বন্দিদের আইনজীবীরা চার্জশিটের প্রতিলিপি পাননি বলেও এ দিন আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারক যত দ্রুত সম্ভব অভিযুক্তপক্ষকে চার্জশিটের প্রতিলিপি দিতে নির্দেশ দেন সরকারপক্ষকে।
তদন্তভার হাতে নেওয়ার ৯০ দিনের মধ্যেই গত ২৩ সেপ্টেম্বর এই মামলায় চার্জশিট দিয়েছে সিআইডি। চার্জশিটে নাম রয়েছে সুশান্তবাবু-সহ মোট ৫৮ জন সিপিএম নেতা-কর্মীর। গ্রেফতার হয়েছেন ১৮ জন। বাকিদের নামে ইতিমধ্যে ‘হুলিয়া’ জারি করে ২৫ নভেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। ১৮ জন বন্দির অন্যতম কালিদাস চৌধুরীকে অসুস্থতার যুক্তিতে গত মঙ্গলবার জামিন দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। তবে শালবনির অন্য একটি কঙ্কাল উদ্ধার হওয়ার মামলায় অভিযুক্ত হওয়ায় কালিদাসের আর কারামুক্তি হয়নি। তাঁকে শালবনির ওই মামলায় আজ, মঙ্গলবার আদালতে হাজির করার কথা। গত মঙ্গলবার অতিরিক্ত জেলা-দায়রা আদালতে মঞ্জুর হওয়া জামিনের বিরুদ্ধেও আবেদন করেছে সরকারপক্ষ, যা নিয়ে শুনানি বৃহস্পতিবার।
অন্য দিকে, দাসেরবাঁধ-কাণ্ডে অন্য দুই বন্দি মদন সাঁতরা ও বৈদ্যনাথ সাঁতরাকে রাজসাক্ষী করতে চেয়ে ইতিমধ্যে আবেদন করেছে সিআইডি। আজ, মঙ্গলবার তা নিয়ে শুনানি রয়েছে সিজেএম আদালতে। |
|
|
|
|
|