আইপিএল-এর ধাঁচে এ বার শুরু হতে যাচ্ছে আইআরএল! আইআরএল অর্থাৎ ইন্ডিয়ান রেসিং লিগ।
রবিবার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে ঐতিহাসিক ইন্ডিয়ান গ্রাঁ প্রি ফর্মুলা ওয়ানের আশাতীত সাফল্যের পরে ফেডারেশন অব মোটর স্পোর্ট কাউন্সিল অব ইন্ডিয়া খুব শীঘ্রই ক্রিকেটের আইপিএলের মতো চালু করবে ইন্ডিয়ান রেসিং লিগ। যার নাম দেওয়া হচ্ছে আই ওয়ান সুপার সিরিজ। ভারতে রেসিংকে জনপ্রিয় করতে নেওয়া এই উদ্যোগে থাকবে আইপিএলের মতোই দেশের বিভিন্ন শহরের আটটি দল। টিমের নাম ঠিক না হলেও দেশের আটটি শহরকে বাছা হয়েছে। দিল্লি, আমদাবাদ, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুণে। প্রতিটি টিমে ফর্মুলা ওয়ানের মতোই থাকবে দুটি গাড়ি, প্রথম বছরে আই ওয়ান সুপার সিরিজে হবে সাতটি রেস। রেসগুলি মূলত হবে ভারত ও মধ্য প্রাচ্যে। প্রথম রেসের সম্ভাব্য তারিখ ৮ জানুয়ারি ২০১২, আবু ধাবিতে। তার এক সপ্তাহ পরে দিল্লিতে দ্বিতীয় রেস হবে ১৫ জানুয়ারি। রেস হওয়ার কথা সেপাং, বাহরিন, ব্যাঙ্কক ও দোহাতেও। সাতটি রেসের মধ্যে দুটি হবে দিল্লিতে। |
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আইআর এল-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বাছা হয়েছে ক্রিকেটের মহাতারকা সচিন তেন্ডুলকরকে। আগামী সপ্তাহে সরকারি ভাবে গোটা লিগের রূপরেখা জানানোর আগে সংগঠকরা সচিনের নাম প্রকাশ্যে আনতে চাইছেন না। তবে নয়ডায় বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে চেকার্ড ফ্ল্যাগ নাড়ানো সচিন উদ্যোগকে স্বাগত জানিয়ে সম্মতি দিয়েছেন বলেই খবর। হেঁজিপেঁজি নয়, বিশ্বখ্যাত ড্রাইভারদের অনেকেই এই ইন্ডিয়ান রেসিং লিগে গাড়ি চালাবেন। এঁদের মধ্যে থাকছেন ১৩টি ফর্মুলা ওয়ান রেস জয়ী ডেভিড কুলথার্ড, তিনটি ফর্মুলা ওয়ান জয়ী জিয়ানকার্লো ফিসিচেলা, সাতটি ফর্মুলা থ্রি জয়ী ভারতের করুণ চন্দক এবং ১১টি ফর্মুলা ওয়ান রেস জয়ী জাক ভিলেভঁভ।
বিশ্বখ্যাত ড্রাইভারদের অনেকেই এই লিগে গাড়ি চালাবেন। থাকছেন ১৩টি ফর্মুলা ওয়ান রেস জয়ী ডেভিড কুলথার্ড, তিনটি ফর্মুলা ওয়ান জয়ী জিয়ানকার্লো ফিসিচেলা, সাতটি ফর্মুলা থ্রি জয়ী ভারতের করুণ চন্দক এবং ১১টি ফর্মুলা ওয়ান রেস জয়ী জাক ভিলেভঁভ। |
গাড়িগুলো ফর্মুলা ওয়ানের গাড়ি না হলেও মোটর স্পোর্টসের জন্য বিশেষ ভাবে নির্মিত, যা তৈরি করছে মার্সিডিজ সংস্থা। এই গাড়ি ০.৩ সেকেন্ডে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি স্পিড তুলতে পারবে, থাকবে ফর্মুলা ওয়ান স্টাইলে প্যাডল শিফট গিয়ারও। প্রসঙ্গত, ভারতে ফর্মুলা ওয়ান রেস জনপ্রিয় করতে নয়ডায় বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটের নির্মাতা জেপি গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে সেখানেই ড্রাইভার্স অ্যাকাডেমি খুলছে মার্সিডিজ। আগামী মাসের মধ্যেই ওই অ্যাকাডেমি চালু হওয়ার কথা।
ঠিক হয়েছে, বিভিন্ন শহরের টিমগুলো আইপিএলের মতোই বিক্রি হবে। টিমের নাম, থিম-সঙ্, স্পনসর, মার্চেন্ডাইজ সবই আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। তার পরই সরকারি ঘোষণা। |