টুকরো খবর |
১৯ জন শিশু উদ্ধার খড়্গপুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
খড়্গপুরে উদ্ধার ১৯ নাবালক |
খড়্গপুর স্টেশন থেকে ১৯ জন শিশু-কিশোরকে উদ্ধার করল জিআরপি। অনুমান, কাজ করার জন্য এদের মুম্বই নিয়ে যাচ্ছিল কোনও একটি চক্রের লোকজন। উদ্ধার হওয়া শিশুদের বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথি-এগরা এলাকায়। একটি সূত্রে খবর পেয়েই সোমবার দুপুরে স্টেশন থেকে এদের উদ্ধার করা হয়। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে জিআরপি। দুই মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকা থেকেই নানা প্রলোভন দেখিয়ে শিশুদের ভিন্ রাজ্যে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এ ক্ষেত্রে একাধিক চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িতরাই পরিবারের লোকজনকে নানা প্রতিশ্রুতি দিয়ে শিশুদের কাজের জন্য বাইরে যাওয়ার বন্দোবস্ত করে দেয়। কিছু ক্ষেত্রে পরিজনেরাও রাজি হয়ে যান। পরিবারে আর্থিক স্বচ্ছলতা আসবে, এই ভেবে শিশুদের বাইরে পাঠান তাঁরা। সোমবার দুপুরে খড়্গপুর জিআরপি’র কাছে খবর আসে, গীতাঞ্জলি এক্সপ্রেসে এক সঙ্গে বেশ কয়েক জন শিশুকে মুম্বই নিয়ে যাওয়া হবে। খবর পেয়েই তল্লাশি শুরু হয়। বিকেল সওয়া তিনটে নাগাদ ১৯ জন শিশু-কিশোরের হদিশ মেলে। এরা একসঙ্গেই প্ল্যাটফর্মে ছিল। প্রত্যেকেরই বয়স ১২ থেকে ১৬-র মধ্যে। তাদের নাম-পরিচয় জেনে খবর পাঠানো হয় বাড়ির লোকেদের। খড়্গপুর জিআরপি’র ওসি আশিষ রায় বলেন,“ এদের প্রত্যেকের পরিবারের কাছেই খবর পাঠানো হয়েছে।”
|
চন্দ্রকোনায় ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
দোকান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের খপ্পরে পড়লেন বাবা ও ছেলে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার শ্রীনগর সংলগ্ন ইঁদায়। পুলিশ জানিয়েছে, স্থানীয় পরমানন্দপুর গ্রামের শক্তি চৌধুরী ও তাঁর ছেলে অনিমেষের কৃষ্ণপুরে ওষুধের দোকান রয়েছে। ওই রাতে দোকান থেকেই মোটর বাইকে তাঁরা বাড়ি ফিরছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের গাড়ি আটকায়। তার পর ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পায়ে আঘাত করে নগদ ১০ হাজার টাকা, দুটি মোবাইল ও একটি সোনার আংটি নিয়ে চম্পট দেয়। এর পর অচৈতন্য অবস্থায় প্রায় আধঘণ্টা রাস্তাতেই পড়ে ছিলেন বাবা-ছেলে। পরে স্থানীয় মানুষজন তাঁদের উদ্ধার করে আরামবাগ হাসপাতালে ভর্তি করান। সোমবার সকালে শক্তিবাবুর পরিজনেরা থানায় অভিযোগ দায়ের করেন। |
|