রীতিমতো খাঁচা বসিয়ে মাংসের টোপ দেওয়া হয়েছিল। কলকাতা বিমানবন্দরে সেই খাঁচাতেই ধরা পড়ল শেয়াল। বিমানবন্দরের প্রধান রানওয়ের পূর্ব প্রান্তের একটি খাঁচায় সোমবার সকালে শেয়ালটিকে বন্দি অবস্থায় পাওয়া যায়। বন দফতরের কর্মীদের ডেকে তাঁদের হাতে শেয়ালটিকে তুলে
দেওয়া হয়। বিমানবন্দর সূত্রের খবর, ইদানীং রানওয়েতে আচমকা শেয়াল ঢুকে পড়ার ঘটনা কমেছে। তবুও এখনও বিমানবন্দরের ভিতরে বেশ কিছু শেয়াল ও কুকুরকে ঘুরতে দেখা যায়। শেয়াল ধরার জন্য সব মিলিয়ে আটটি খাঁচা রাখা আছে। সেখানে নিয়মিত মাংসের টোপ দেওয়া হয়। এর মধ্যে ওই সব খাঁচায় বেশ কয়েকটি ভামও ধরা পড়েছে।
|
বাঘের আতঙ্ক সামশেরনগরে
নিজস্ব সংবাদদাতা • হিঙ্গলগঞ্জ |
বাঘের আতঙ্ক ছড়াল হিঙ্গলগঞ্জের সামশেরনগরে। রবিবার সন্ধ্যায় চার নম্বর সামশেরনগরে খালের উল্টো দিকে, সুন্দরবনের জঙ্গলের ধারে একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখেন গ্রামবাসীরা। পটকা ফাটিয়ে, চিৎকার করে তাঁরা বাঘটিকে তাড়ান। কিন্তু বাঘ গ্রামে হানা দিতে পারে, এই আশঙ্কায় পুলিশ ও বন দফতরকে খবর দেন গ্রামবাসীরা। পুলিশ ও বনকর্মীরা খালে টহল শুরু করে। রাত পাহারার ব্যবস্থা করেছেন গ্রামবাসীরা। |