টুকরো খবর
হজের নামে ভিক্ষা করতে পাঠানোয় প্রৌঢ় ধৃত
হজ করতে যাওয়ার নাম করে জেড্ডায় ভিক্ষা করছিলেন পশ্চিমবঙ্গের চার যুবক। পাঁচ দিনে জেড্ডায় বসে ভিক্ষা করে তাঁরা ভারতীয় মুদ্রায় এক কোটি টাকারও বেশি তুলেছিলেন বলে রাজ্য হজ কমিটি সূত্রে জানা গিয়েছে। চার জনকেই আটক করা হয়েছে। তাঁদের বক্তব্যের ভিত্তিতে মহম্মদ শরিফুল নামে মুর্শিদাবাদের বেলডাঙার এক বাসিন্দাকে সোমবার কলকাতা বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ভারত সরকারের ভর্তুকির সুবিধা নিয়ে এ ভাবে বিভিন্ন লোককে কম টাকায় জেড্ডায় হজ করতে পাঠাতেন ৫২ বছরের প্রৌঢ় শরিফুল। আসল উদ্দেশ্য ভিক্ষা করানো। রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হাজি নুরুল ইসলাম জানান, হজ করতে গিয়ে ভিক্ষা করাকে অপরাধ বলে গণ্য করা হয়। তাঁর কথায়, “যাঁরা হজ করতে যান, তাঁরা খোলা হাতে দান করেন। সেখানে ভিক্ষুকও থাকেন। কিন্তু হজ করতে গিয়ে ভিক্ষা করা যায় না।” তাই জেড্ডার রাস্তায় ভিক্ষা করার সময় পশ্চিমবঙ্গের ওই চার যুবককে আটক করা হয়। সেখানে ভারতীয় দূতাবাসে যে-গোয়েন্দা দফতর রয়েছে, তাদের রিপোর্টে আগেই এই তথ্য জানা গিয়েছিল। শরিফুলই ওই চার যুবককে হজ করতে পাঠিয়েছিলেন। রাজ্যের সংখ্যালঘু সেলের যুগ্মসচিব খলিল আহমেদ এ দিন বলেন, “একটা চক্র অনেক দিন ধরে এই ধরনের কাজ করছিল। হজ করার নামে লোক পাঠানো হচ্ছিল জেড্ডায়। সেখানে ভিক্ষা করে টাকা তুলছিলেন তাঁরা।” সোমবার দুপুরের উড়ানে হজ করতে যাচ্ছিলেন শরিফুল। তখনই তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

লাইনে ফাটল, ট্রেন-বিভ্রাট
কালনার পরে খাস কলকাতার পার্ক সার্কাসে রেললাইনে ফাটল ধরা পড়ল। সোমবার সন্ধ্যায় এর জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘরমুখো যাত্রীরা দুর্ভোগে পড়েন। পাঁচটি লোকাল ট্রেন গড়ে ৪০ মিনিট দেরিতে চলেছে। রেল সূত্রের খবর, এ দিন বিকেল ৫টা নাগাদ পার্ক সার্কাস স্টেশনে ঢোকার মুখে ডাউন লাইনে ফাটল দেখতে পান একটি ট্রেনের চালক। তিনি ট্রেন থামিয়ে দেন। ট্রেনটি এমন ভাবে থামে যে, আপ লাইনও আটকে যায়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয় দুই লাইনেই। মেরামত করে ফের ট্রেন চলাচল শুরু করতে এক ঘণ্টা লেগে যায়। রবিবার ভোরে কালনা ও গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে লাইনে ফাটল ধরা পড়ে। দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিয়ালদহমুখী তিস্তা-তোর্সা এক্সপ্রেস।

স্কুল বন্ধে অবরোধ
বিভিন্ন অজুহাতে রেল, রাস্তা অবরোধের ‘প্রবণতা’য় জনজীবন বিপর্যস্ত হওয়ার ছবি নতুন নয়। এ বার একটি স্কুল বন্ধ হওয়াকে ঘিরে ছাত্রদের নিয়ে পথে নামলেন অভিভাবকেরা। যার জেরে সোমবার সকালে পৌনে এক ঘণ্টা কার্যত অচল রইল পাটুলি-অজয়নগরের মধ্যবর্তী বাইপাস। পুলিশ জানায়, সার্ভে পার্কে ওই স্কুলটি চালায় হায়দরাবাদের একটি সংস্থা। অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রদের পড়ানো হয় সেখানে। অনুদানের অভাবে স্কুল বন্ধের নোটিস দেখে এ দিন চাঞ্চল্য ছড়ায়। কেন আগাম না জানিয়ে স্কুলের এমন সিদ্ধান্ত, সেই প্রশ্ন তুলে সাড়ে ১০টা নাগাদ পথ-অবরোধ হয়। বাইপাস লাগোয়া বিভিন্ন রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেয় পুলিশ। স্কুল-কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের আলোচনা হয়। জানা যায়, আরও এক বছর স্কুলটি চালানোর সিদ্ধান্ত হয়েছে।

আততায়ীরা অধরাই
দমদমের তৃণমূলকর্মী মনোজ সহানি খুনে এখনও কেউ গ্রেফতার হয়নি। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে দুই দুষ্কৃতী গুলি করে তাঁকে হত্যা করে। পুলিশ জানায়, যে ট্যাক্সিতে দুষ্কৃতীরা এসেছিল, সেটির নম্বর প্লেটের শেষ চারটি সংখ্যা ছিল ৫১৫৪। এমন পাঁচটি ট্যাক্সির খোঁজ মিলেছে। সেগুলির উপরে নজর রাখা হচ্ছে। এ দিন মনোজের বাড়ি গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও স্থানীয় তৃণমূল নেতা বরুণ নট্ট আর্থিক সাহায্য করেন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.