|
|
|
|
সেভিংসে বাড়তি সুদ |
নিখরচার কিছু পরিষেবা উঠে যেতে পারে ব্যাঙ্কে |
নিজস্ব প্রতিবেদন |
সেভিসং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি সুদ দিতে হলে নিখরচায় দেওয়া পরিষেবাগুলি তুলে নিতে পারে ব্যাঙ্কগুলি। সোমবার চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) ফল জানাতে গিয়ে ইউকো ব্যাঙ্কের সিএমডি অরুণ কল বলেন, গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করতে সুদই প্রধান আকর্ষণ। সেক্ষেত্রে বিনামূল্যের পরিষেবাগুলির প্রয়োজনীয়তা এ বার খতিয়ে দেখব।” একই ভাবনা অন্য ব্যাঙ্ককর্তাদেরও। ইতিমধ্যেই কিছু ব্যাঙ্ক জানিয়েছে, ইন্টারনেটে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তরের জন্য চার্জ কাটবে তারা। আগে অনেক ক্ষেত্রেই ওই পরিষেবা নিখরচায় মিলত।
এত দিন সেভিংস অ্যাকাউন্ট-কে কম খরচে তহবিল সংগ্রহের হাতিয়ার বলে মনে করত ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী ওই অ্যাকউন্টে সমহারে ৪% সুদ দিতে বাধ্য হত তারা। সম্প্রতি শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, এক লক্ষ টাকার উপর আমানতে নিজেদের খুশি মতো সুদ ধার্য করতে পারবে ব্যাঙ্কগুলি। বিশেষজ্ঞদের মতে, এ বার তাই গ্রাহক টানতে সেভিংসে সুদ বাড়ানো নিয়ে ব্যাঙ্কগুলি প্রতিযোগিতায় নামবে। ফলে বাড়বে তাদের তহবিল সংগ্রহের খরচও।
এ দিকে, দ্বিতীয় ত্রৈমাসিকে ইউকো ব্যাঙ্কের নিট মুনাফা ৯৪.১২% বেড়ে হয়েছে ২৩১ কোটি টাকা। আয় বেড়েছে ২৫.৮৩%। অন্য দিকে, ইউনাইটেড ব্যাঙ্কের নিট মুনাফা হয়েছে ১২৫ কোটি। আইসিআইসিআই ব্যাঙ্কের সামগ্রিক নিট মুনাফাও ৪৩% বেড়ে ১,৯৯২ কোটিতে দাঁড়িয়েছে। |
|
|
|
|
|