টুকরো খবর
চিবর দান উৎসব
‘কঠিন চিবর দান’ উৎসব পালিত হল দুর্গাপুরের বেনাচিতির শ্রীনগর পল্লির বুদ্ধ মন্দিরে। রবিবার বাঙালি বৌদ্ধদের জনপ্রিয় এই উৎসবে যোগ দিতে বুদ্ধগয়া, কলকাতা ও বার্নপুর থেকে ৬ জন বৌদ্ধ ভিক্ষু দুর্গাপুরে গিয়েছিলেন। বৌদ্ধ ধর্মের অনুশাসন মেনে বর্ষার সময় তিন মাস একই জায়গায় অবস্থান করেন ভিক্ষুরা। তাঁদের পোশাককে চীবর বলা হয়। বর্ষাবাসের পর ভিক্ষুদের নতুন ‘চীবর’-র প্রয়োজন হয়। বৌদ্ধ ধর্মানুরাগীরা চীবর, খাদ্য, পানীয় দান করেন ভিক্ষুদের। সেই অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসব নামে পরিচিত। বৌদ্ধ ভিক্ষু তথা পালি ভাষার শিক্ষক রত্ন শ্রী জানান, বুদ্ধ পূর্ণিমার মতো এটিও বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ এই উৎসব।

মৃত্যু দিবস পালিত
প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ২৮তম প্রয়াণ দিবস পালিত হল আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। কুলটির নিয়ামতপুরের কংগ্রেস কার্যালয়ে ও হিরাপুর ব্লক কংগ্রেসের নেতারা ইন্দিরা গাঁধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন। রানিগঞ্জে জেকে নগরে আইএনটিইউসি শোক মিছিলের আয়োজন করে। পাণ্ডবেশ্বরের বাঁকোলা ইন্দিরা চকে শ্রমিক সংগঠনগুলি যৌথভাবে প্রয়াত প্রধান মন্ত্রীর কর্মজীবনের উপর আলোকপাত করেন। মান্দারবনিতেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

পথ দুর্ঘটনায় মৃত ১, জখম ৩
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গুরুতর জখম হয়েছেন দুই মহিলা-সহ আরও তিন জন। সোমবার সকালে আসানসোল দক্ষিণ থানার উষাগ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আশিস মাজি (৪৭)। আহতদের একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে একটি গাড়ি করে ৬ জনের একটি দল বার্নপুরের নিউ টাউন থেকে জি টি রোড ধরে বাঁকুড়া যাচ্ছিল। আসানসোল দক্ষিণ থানার উষাগ্রামের কাছে ওই গাড়িটি জি টি রোডের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় চার জনকে স্থানীয় বাসিন্দারাই আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় আশিসবাবুর। বাকিদের বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান পরিবারের সদস্যেরা।

পুলিশের জিপে আগুন দুর্গাপুরে
দাঁড়িয়ে থাকা একটি পুলিশের জিপে হঠাৎ আগুন লেগে যায়। সোমবার সকাল ১১ টা নাগাদ নেতাজি সুভাষ রোডে আইবি অফিসের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, জিপটি বাইরে থেকে এসে অফিসের সামনে দাঁড়ায়। এর পরে চালক ভিতরে যান। হঠাৎ বনেটে ধোঁয়া দেখে তাঁরা চালককে খবর দেন। চালক আসার আগেই দাউ দাউ করে গাড়িটি জ্বলতে শুরু করে। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না দেখে গাড়িটি উল্টে দেওয়া হয়। দেখা যায় তেলের পাইপ ফাটা। সেখান দিয়ে তেল বেরিয়ে আগুন নেভাতে বাধা দিচ্ছে। দমকলের আধিকারিক সত্যব্রত রায় জানান, পাইপের ফাটল বন্ধ করার ব্যবস্থা করে তবে আগুন আয়ত্বে আসে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।

রাস্তা সংস্কারের উদ্যোগ পুরসভার
পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া বস্তির বেহাল রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ নিয়েছে পুরসভা। দীর্ঘ দিন ধরেই এলাকার বাসিন্দারা এলাকার রাস্তাঘাটের সংস্কারের দাবি জানিয়েছিলেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাসিন্দাদের দাবি মেনে ওই এলাকায় ইট ও কংক্রিটের রাস্তাঘাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা।

পানীয় জলের দাবিতে বিক্ষোভ
পানীয় জলের দাবিতে সোমবার আসানসোল পুরসভায় বিক্ষোভ দেখালেন ২৯ নম্বর ওয়ার্ডের কয়েকশো বাসিন্দা। ওই ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিসুল হকের নেতৃত্বে বাসিন্দারা বিক্ষোভ দেখান। কাউন্সিলরের দাবি, এলাকায় জলের কল থাকলেও নিয়মিত জল আসে না। তিনি বহু বার জল দফতরের মেয়র পারিষদকে সমস্যার সমাধান করতে অনুরোধ করেছেন। অগত্যা সোমবার বাসিন্দারা পুরসভায় বিক্ষোভ দেখান। কিছুক্ষণ পরে পুরসভায় যান জল দফতরের মেয়র পারিষদ রবিউল ইসলাম। বাসিন্দারা তাঁকেই সমস্যার কথা জানান। রবিউলবাবু জানান, ওই ওয়ার্ডে পুরসভার জল প্রকল্প থেকে জল সরবরাহ করা হয়। কয়েক দিন জল সরবরাহে বিঘ্ন ঘটেছে। তাঁর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসে বিক্ষোভ ওঠে।

ব্লক অফিসে বিক্ষোভ
সারা ভারত কৃষক সভার অজয় জোনাল কমিটির নেতৃত্বে একগুচ্ছ দাবি নিয়ে সোমবার ব্লক অফিসে বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের নেতারা জানান, ব্লক এলাকার সব রাস্তা বেহাল। সারের দাম কমাতে হবে। ন্যায্য মূল্যে বীজ চাই। এ সবের দাবিতে তাঁরা এ দিন বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেন।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনোজ মণ্ডল (৩৮)। বাড়ি কুলটি থানার বাবুপাড়ায়। রবিবার তিনি কুলটি স্টেশনের কাছে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.