টুকরো খবর |
দুবরাজপুরে স্বাস্থ্যশিবির
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
জনসংযোগ বাড়াতে জেলা পুলিশ ও জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে রবিবার দুবরাজপুরের আসানশুলী গ্রামে হয়ে গেল একটি স্বাস্থ্যশিবির। একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই শিবিরে সহযোগিতা করেছে। এখানে শিশুরোগ, স্ত্রীরোগ, চক্ষু, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি -সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা ছিলেন। জেলা পুলিশ সুপার নিশাত পারভেজ, ডিএসপি (সদর ) বিশ্বজিৎ ঘোষ -সহ একাধিক পুলিশ আধিকেরা উপস্থিত ছিলেন। |
|
—নিজস্ব চিত্র। |
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। জেলা পুলিশ সুপার নিশাত পারভেজ বলেন, “প্রত্যন্ত এলাকায় এধরনের স্বাস্থ্যশিবির খুবই প্রয়োজন। সকলের সহযোগিতা পেলে আবার আয়োজন করা হবে। জনসংযোগ বাড়াতে এই ধরনের শিবির বিশেষ সহযোগিতা করে।” যেহেতু এ দিন সুকুমার রায়ের ১২৫তম জন্মজয়ন্তী ছিল তাই শিবির শুরুর আগে সুকুমার রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন সব্যসাচী চক্রবর্তী। তিনি বলেন, “এখানে আসতে পেরে খুশি। ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কাজে নিজেকে যুক্ত করতে চাই।”
|
রোগিণীর মৃত্যুতে নার্সিংহোমে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ব্যারাকপুরে রবিবার বিকেলে একটি নার্সিংহোমে এক রোগিণীর মৃত্যুর পরে সেখানে ভাঙচুর চালানো হয়। হামলার অভিযোগ উঠেছে রোগিণীর পরিজনদের বিরুদ্ধেই। নার্সিংহোম সূত্রের খবর, নুরজাহান বিবি (৫০) নামে ওই মহিলা গত ২২ অক্টোবর ডায়াবেটিসের সমস্যা নিয়ে ভর্তি হন। রবিবার তাঁর মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতিতেই ওই প্রৌঢ়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে নার্সিংহোম ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে নার্সিংহোমের সিইও দীপঙ্কর শতপথীকে মারধর করা হয় বলেও অভিযোগ। টিটাগড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
|
চক্ষু পরীক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বাগনান থানা গণতান্ত্রিক নাগরিক সমিতির উদ্যোগে বাগনান হাইস্কুলে রবিবার আয়োজিত হল বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির। মোট সাড়ে চারশো জনের চক্ষু পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৮৯ জনকে চশমা দেওয়া হয়। ৭২ জনকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়ার একটি চক্ষু হাসপাতালে। এই উপলক্ষ্যে বহু বিশিষ্ট মানুষ হাজির ছিলেন। |
|