|
|
|
|
|
|
|
নোটিস বোর্ড |
|
|
|
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাইকলজি বিভাগে ‘কগনিটিভ বিহেভিয়র এবং এক্সিসটেন্সিয়াল কাউন্সেলিং’-এর ওপর এক বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স করানো হবে। যোগ্যতা: প্রার্থীকে সাইকলজি কিংবা অ্যাপ্লায়েড সাইকলজিতে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। ওয়েবসাইট: www.caluniv.ac.in
অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (এআইএমএ) দ্বারা পরিচালিত ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (ম্যাট)-এর জন্য ফর্ম দেওয়া হচ্ছে। দু’ধরনের পরীক্ষা ব্যবস্থা রয়েছে এক, কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) আর দুই, পেপার বেসড টেস্ট (পিবিটি)। প্রার্থীকে যে কোনও একটি পরীক্ষার ধরন বেছে নিতে হবে। পিবিটি হবে ৪ ডিসেম্বর আর সিবিটি ১০ ডিসেম্বর। যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক। অনলাইন কিংবা পোস্টে আবেদন পাঠিয়ে ফর্ম সংগ্রহ করা যাবে। এ ছাড়া ১২০০ টাকার বিনিময়ে ব্যাঙ্ক অব বরোদা, অ্যাক্সিস ব্যাঙ্ক কিংবা এআইএমএ-এর নির্দিষ্ট শাখা থেকে পরীক্ষার ফর্ম সংগ্রহ করা যাবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর। ওয়েবসাইট: www.aima-ind.org
দেশের সব ক’টি আই আই টি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব টেকনলজি এবং ধানবাদের ইন্ডিয়ান স্কুল অব মাইনস-এ বিভিন্ন বিষয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য আইআইটি-জেইই পরীক্ষা হবে ৮ এপ্রিল, ২০১২। যোগ্যতা: সাধারণ এবং অন্যান্য অনুন্নত শ্রেণির ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় গড়ে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। আর তফসিলি জাতি/ জনজাতি/ প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের গড়ে ৫৫ শতাংশ নম্বর পেলেই চলবে। বয়সের ক্ষেত্রে সাধারণ এবং অন্যান্য অনুন্নত শ্রেণির ছাত্রছাত্রীদের ১ অক্টোবর, ১৯৮৭ সালের আগে জন্মালে চলবে না। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। ওয়েবসাইট: http://jee.iitd.ac.in/
২০১২ সালের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (আই এ এস) প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশিক্ষণ দেবে ইনস্টিটিউট ফর সিভিল সার্ভিস অ্যাস্পির্যান্টস। কোর্সে ভর্তি হওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। প্রশিক্ষণ শুরু হবে ২০ ডিসেম্বর থেকে। যোগাযোগ: ইনস্টিটিউট ফর সিভিল সার্ভিস অ্যাস্পির্যান্টস, ডি বি-১৮, সল্টলেক, কলকাতা-৭০০০৬৪। ফোন: ২৩৩৪-৬৬৯৫/ ১২৭৪। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনলজি, ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং, জব্বলপুর-এ এম টেক, এম ডিজাইন এবং পিএইচ ডি কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। আবেদন সহ দি রেজিস্টার, পিডিপিএম আইআইআইটিডিএম প্রদেয় জব্বলপুরের নামে ২০০ টাকা (সাধারণ এবং অন্যান্য অনুন্নত শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য) বা ১০০ টাকার (তফসিলি জাতি/ জনজাতিদের জন্য) ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে ৮ নভেম্বরের মধ্যে। ওয়েবসাইট: www.iiitdmj.ac.in
মধ্যপ্রদেশের ডক্টর হরিসিংহ গৌর বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষার মাধ্যমে বিভিন্ন বিষয়ে এক বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স করানো হচ্ছে। ওয়েবসাইট: www.dhsgsu.ac.in |
|
|
|
|
|