পাটের সহায়ক মূল্য বৃদ্ধির দাবিতে এ বার মুর্শিদাবাদের জঙ্গিপুরে কৃষক সভা পাট পুড়িয়ে বিক্ষোভ দেখাল শনিবার। কৃষক সভার ব্লক সভাপতি সাহাবুদ্দিন শেখ বলেন, “জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া (জেসিআই)-কে পাটের সহায়ক মূল্য বাড়াতে হবে। রাজ্য সরকারকেও উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।” শনিবার তাঁরা ওই বিক্ষোভ দেখান। এ প্রসঙ্গে রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়ের প্রতিক্রিয়া, “এ বছর পাট চাষে কুইন্টাল প্রতি খরচ পড়েছে ১,৯৫০ টাকা। কিন্তু জুট কর্পোরেশন কিনছে কুইন্টাল প্রতি ১,৭৫০ টাকা করে। স্বাভাবিক ভাবেই চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই জন্য রাজ্য সরকার কুইন্টাল প্রতি একশো টাকা করে চাষিদের অনুদান দেবে।” অরূপবাবু এ দিন বলেন, “জুট কর্পোরেশন যাতে পাট কেনার সহায়ক মূল্য বাড়িয়ে ২,২৫০ টাকা করে, সে জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।”
|
৮টি দল নিয়ে রবিবার নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল নওদার সব্দরনগর হাসপাতাল ময়দানে। এক মাস ব্যাপী এই কল্যাণী স্মৃতি কাপের প্রধান উদ্যোক্তা পরেশনাথপুর, সব্দরনগর, ডুবতলা বিদ্যাসাগর সঙ্ঘ। নদিয়া, মুর্শিদাবাদ ছাড়াও কলকাতা, উত্তর চব্বিশ পরগণার মোট আটটি দল এই খেলায় যোগ দিচ্ছে। রবিবারের খেলায় কলকাতা মুসলিম ইন্সস্টিটিউট মুখোমুখি হয় মুর্শিদাবাদ তরুণ সমিতির। সংস্থার ক্রীড়া সম্পাদক শুভাশিস বিশ্বাস বলেন, “প্রতিযোগিতার ফাইনাল হবে ২৮ নভেম্বর। চারটি পড়শি জেলা থেকে বিভিন্ন দল আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।”
|
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। মৃতের নাম তানসার শেখ (৪২)। বাড়ি নওদার শিবনগরে। শনিবার নওদার আমতলা-রাধানগর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। এ দিন তানসার ও তাঁর এক সঙ্গী বাড়ি ফিরছিলেন, ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর জখম সঙ্গীকে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে বিশ্বজিৎ দাস (২২) নামে এক যুবকের। শনিবার ঘটনাটি ঘটে সুতির কাশিমনগরে। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মহত্যা করেছেন।
|
ভগবানগোলা-১ ব্লক কংগ্রেস কমিটি পুনর্গঠিত হল। সেখানে দলীয় সভাপতি ফজলুল করিম পদত্যাগ করায় নতুন সভাপতি হয়েছেন আব্দুল খাবির। |