টুকরো খবর |
মেডিক্যাল টিএমসিপি’র
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর মেডিক্যাল কলেজের ছাত্র সংসদ নির্বাচনে লড়তেই হল না তৃণমূল ছাত্র পরিষদকে। ২৫টি আসনের মধ্যে ২০টিতে শুধু তারাই মনোনয়ন দিয়েছে। ফলে, ছাত্র সংসদ দখল এখন সময়ের অপেক্ষা। এই ছাত্র সংসদ বিরোধী জোটেরই ছিল। গত বার এসএফআইয়ের বিরুদ্ধে লড়েছিল বিরোধী-জোট ‘মেদিনীপুর মেডিক্যাল কলেজ স্টুডেন্ট ইউনিয়ন।’ টিএমসিপি’র জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরি বলেন, “চেয়েছিলাম সব আসনে ভোট হোক। কিন্তু অন্য কেউ প্রার্থী না দিলে তো কিছু করার থাকে না।”
|
দুর্যোগ মোকাবিলার মহড়া কালেক্টরেটে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
‘উদ্ধারকাজে’ ব্যস্ত দমকলকর্মীরা। নিজস্ব চিত্র। |
প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় পশ্চিম মেদিনীপুর জেলা কতটা তৈরি তারই মহড়া হয়ে গেল শনিবার। ওই দিন জেলা প্রশাসন ‘ন্যাচারাল ডিজাস্টার রিডাকশন’ দিবস পালন করে। কালেক্টরেটের মিটিং হলে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, ব্লকের ত্রাণ দফতরের আধিকারিক, ডেপুটি মাজিস্ট্রেট পার্থ চক্রবর্তী ও জেলা পরিষদের ত্রাণ দফতরের কর্মাধ্যক্ষ শান্তনু পাত্র। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের ভূমিকা কী, সাধারণ মানুষের পাশে কী ভাবে দাঁড়ানো হবে তা নিয়ে প্রশাসনিক কর্তারা বক্তব্য রাখেন। তারপর দমকলের তরফে দেখানো হয় মহড়া। সাম্প্রতিক কালে বেশ কয়েকবার ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছে দেশের নানা প্রান্ত। সম্প্রতি দার্জিলিং, সিকিমের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণ হারিয়েছেন অনেকে। পশ্চিম মেদিনীপুরে তো ফি বছর বন্যা হয়। পাশের জেলা পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেও চলে নানা দুর্যোগ। জেলাশাসক বলেন, “প্রাকৃতিক বিপর্যয় কাউকে জানিয়ে আসে না। কিছু ক্ষেত্রে পূর্বাভাস মিলতে পারে মাত্র। তাই সকলকে তৈরি থাকতে হবে। যাতে বিপর্যয়ের খবর পেলেই তার মোকাবিলা করা যায়।”
|
খড়্গপুরে ধৃত ছিনতাইকারী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ট্রেন থেকে নেমে পালানোর সময় এক ছিনতাইকারীকে পাকড়াও করল আরপিএফ। রবিবার সকালে খড়্গপুর স্টেশনে ধরা পড়ে দীপ্তিরঞ্জন মহান্তি। তাঁর বাড়ি ওড়িশার কেন্দ্রাপাড়ায়। ধৃতকে পরে জিআরপি’র হাতে তুলে দেওয়া হয়। আরপিএফের ওসি উত্তরকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “ট্রেন থেকে নেমে পালানোর সময় সন্দেহ হওয়ায় ওই যুবককে ধরা হয়। তার কাছ থেকে দু’টি মোবাইল পাওয়া যায়। সেগুলি যাত্রীদের থেকে ছিনতাই করা হয়েছিল।” রেল সূত্রে খবর, এ দিন সকালে পুরী-নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস খড়্গপুর স্টেশন ছাড়ার পরই দীপ্তিরঞ্জন চলন্ত ট্রেন থেকে নামে। সন্দেহ হয় কর্তব্যরত আরপিএফ কর্মীদের। ওই যুবককে পাকড়াও করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরেই সে কটক-খড়্গপুর রুটের ট্রেনে যাত্রীদের মোবাইল, মানিব্যাগ ছিনতাই করছে। এ দিন তার কাছ থেকে ৩টি মোবাইল, ২টি এটিএম কার্ড, নগদ দেড় হাজার টাকা ও একটি ‘চেন কাটার’ উদ্ধার হয়।
|
কংগ্রেসে যোগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ইন্দিরা গাঁধীর সর্বশেষ ভাষণের সেই দিনটিকে স্মরণে রেখে রবিবার শালবনির গোবরুতে এক সভা করল কংগ্রেস। সভায় বেশ কয়েক জন সিপিএম কর্মী কংগ্রেসে যোগ দেন বলে দাবি দলীয় নেতৃত্বের একাংশের। দলীয় নেতা অনিল শিকারিয়া বলেন, “বীতশ্রদ্ধ হয়েই ওঁরা সিপিএম ছেড়েছেন।” তবে জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবের বক্তব্য, “সব দিক খতিয়ে দেখে ওঁদের দলে নেওয়া হবে।”
|
কোথায় কী |
শনি-রবিবার |
বিজ্ঞান কংগ্রেস: ১৯তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস, ২০১১ (রাজ্য-স্তর)।
স্থান মেদিনীপুর কলেজিয়েট স্কুল। আয়োজক সায়েন্স সেন্টার, মেদিনীপুর। |
|