কচ্ছপ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিরল প্রজাতির কচ্ছপ জেলেদের কাছ থেকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিল একদল স্কুল পড়ুয়া। রবিবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ির অদূরে মহানন্দা নদী লাগোয়া মোহরগাঁও গুলমায়। এদিন সকালে ওই নদীতে জেলেরা মাছ ধরার সময়ে জালে একটি বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়ে। স্কুল পড়ুয়ারা সেই সময়ে নদীর পাড়েই খেলাধুলা করছিল। জেলেদের কাছে তখনই সেটি দাবি করে তাঁরা। এই ধরনের বিরল প্রজাতির কচ্ছপ যে মেরে ফেলা কিংবা বিক্রি করা উচিত নয় সেটাও বোঝায়। তার পরে কচ্ছপটি নিয়ে সুকনায় এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীদের হাতে তুলে দেন। রেঞ্জের আধিকারিক কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন, “শিলিগুড়ি মহকুমা জুড়েই সচেতনতা বেড়েছে।”
|
ময়াল উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
দুবরাজপুরের ঘাটগোপাল গ্রামের ধানখেত থেকে রবিবার সকালে উদ্ধার হয় সাড়ে ৬ ফুট ময়াল। জেলা বনাধিকারিক কিশোর মানকর বলেন, “এ সময় বড় ইঁদুর বা ব্যাঙ শিকারের জন্য ময়াল ধানখেতে ঢুকেছিল। দু’এক দিন সাপটিকে নজরে রেখে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।” |
একটি পুরুষ চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধার হল। শনিবার বিকেলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমাতি জঙ্গল সংলগ্ন গারোপাড়া চা বাগান থেকে দেহটি উদ্ধার হয়। শ্রমিকেরা দেহটি দেখতে পেয়ে বন দফতরে খবর দেন। ময়না তদন্তে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। |