বিসর্জন দিতে যাওয়া দুই দলের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ উঠল। শনিবার রাতে, রতনবাবু ঘাটে। ৭ পুলিশকর্মী আহত হন। গ্রেফতার হয়েছে ১৪ জন। পুলিশের অভিযোগ, হামলাকারীরা মত্ত অবস্থায় ছিলেন। পুলিশ জানায়, ওই রাতে কালীপুজোর বিসর্জন চলাকালীন এক যুবক অভিযোগ করেন, তাঁদের দলের এক তরুণীর সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। কাশীপুর থানার অতিরিক্ত ওসি সীতারাম ভট্টাচার্য তাঁকে জিজ্ঞাসা করেন, কে এই কাজ করেছেন। অভিযোগ, তখনই সীতারামবাবুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে কাঠামো দিয়ে এএসআই অজয় দাসের মাথায় মারা হয় বলেও অভিযোগ। আঘাত করা হয় অন্য কনস্টেবলদেরও। ঘটনাস্থলে যান ওসি তপন প্রামাণিক। ধৃতদের বিরুদ্ধে সরকারি কর্মীদের বাধা দেওয়া, মারধর ও খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। রবিবার ধৃতদের ১ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত হয়।
|
অসুস্থ প্রাক্তন মেয়র, ভর্তি আইসিসিইউ-এ |
অগ্ন্যাশয়ে জটিল সংক্রমণে অসুস্থ কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য। ই এম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। তবে চিকিৎসার জন্য প্রয়োজনে বিকাশবাবুকে রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রের বক্তব্য, বিকাশবাবুর অগ্ন্যাশয়ে সংক্রমণ ছড়িয়ে গিয়েছে। তাঁর অস্ত্রোপচারের সম্ভবনা রয়েছে। তবে তার আগে বিকাশবাবুর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হচ্ছে। সেরে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও। হাসপাতাল সুপার সুদীপ্ত মৈত্র বলেন, “বিকাশবাবুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।” কিছু দিন ধরেই অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন বিকাশবাবু। মঙ্গলবার রাত থেকে অস্বস্তি বাড়তে থাকে। তার পরেই বুধবার জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিকাশবাবুর পরিবার সূত্রের বক্তব্য।
|
মহেশতলায় ছাই প্লাস্টিক কারখানা
|
মহেশতলায় রবিবার রাতে ভয়াবহ আগুনে একটি প্লাস্টিক কারখানা ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে কেউ হতাহত হননি। ১২টি ইঞ্জিন নিয়ে গভীর রাত পর্যন্ত আগুনের সঙ্গে লড়াই চালান দমকলকর্মীরা। দমকল সূত্রের খবর, রাত ১১টা নাগাদ মহেশতলায় পুরনো ডাকঘরের কাছে ওই কারখানায় আগুন লাগে। কারখানায় প্রচুর প্লাস্টিকের জিনিসপত্র মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। পাশেই রয়েছে বড় বস্তি। সেখানে যাতে আগুন না-পৌঁছয়, সেই চেষ্টা চালায় দমকল। তাদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
|
সিগন্যালিং সমস্যায় রবিবার দুপুরে প্রায় ১৫ মিনিট বন্ধ থাকল মেট্রো। মেরামতির পরে তিনটে থেকে অবস্থা স্বাভাবিক হয়। মেট্রো সূত্রে খবর, নেতাজি ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মাঝে সিগন্যাল বিভ্রাটে আপ লাইনে মেট্রো বন্ধ হয়ে যায়। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, “তিনটি ট্রেন দেরিতে চলেছে।”
|
নারকেলডাঙা এলাকার নর্থ রোডে এ দিন বিকেলে দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। দু’দলের কয়েক জন গ্রেফতার হয়েছে। |