টুকরো খবর
কবির ছবির প্রদর্শনী লন্ডনে
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় পঞ্চাশটি ছবির প্রদর্শনী হবে লন্ডনের ভিক্টোরিয়া ও অ্যালবার্ট জাদুঘরে। প্রদর্শনীটি শুরু হবে এ বছর ডিসেম্বরে, চলবে আগামী মার্চ পর্যন্ত। রবীন্দ্রনাথ ১৯২৮ থেকে ১৯৩৯ পর্যন্ত যে ছবিগুলি এঁকেছেন, সেগুলি থাকবে এই প্রদশর্নীতে। দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টের সহযোগিতায় প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। ভিক্টোরিয়া ও অ্যালবার্ট জাদুঘরের ডিরেক্টর মার্টিন রথের কথায়, “আমাদের সংগ্রহে বহু ভারতীয় ছবি রয়েছে। সেগুলি নিয়ে বেশ কয়েকটি প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে।’’

নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা রানা শওকতকে পঞ্জাবে পুড়িয়ে মেরেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। রবিবার সিন্ধু প্রদেশে নওয়াজের দলের বিভিন্ন দফতরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তবে এই হামলাগুলিতে প্রাণহানির কোনও খবর মেলেনি। শওকতের উপরে হামলার সঙ্গে দলীয় দফতরে হামলার কোনও যোগ আছে কি না তা অবশ্য জানা যায়নি। ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির বিরুদ্ধে দু’দিন আগে একটি বড় সভার আয়োজন করেন নওয়াজ শরিফরা। তাঁদের দাবি, পাকিস্তান পিপলস পার্টির সমর্থকরাই তাঁদের দলীয় দফতরে হামলা চালিয়েছে। রবিবার পঞ্জাবে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) নেতা রানা শওকতের বাড়িতে ঢুকে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শওকত যখন ঘুমোচ্ছিলেন তখন জোর করে তাঁর বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। হামলার পরে শওকতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। রবিবার হায়দরাবাদ, নবাবশাহ, কান্দকোট, জ্যাকোয়াবাদ, খয়েরপুরের মতো শহরে দুষ্কৃতীরা পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর দফতরে আগুন ধরিয়ে দেয়। পোড়ানো হয় নওয়াজ শরিফের ছবিও। দলীয় নেতা সাদ রফিক বলেছেন, “রাজনৈতিক সন্ত্রাস চলেছে। আমরা শান্তিপূর্ণ ভাবে সন্ত্রাসের প্রতিবাদ জানাব।” হামলার নিন্দা করেছেন দেশের অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক। খুন ও হামলার ঘটনার বিচারবিভাগীয় তদন্তের আদেশ দিয়েছে সিন্ধু প্রদেশ সরকার।

ফের চালু কোয়ান্টাস
অস্ট্রেলিয়ার শিল্প ট্রাইব্যুনালের নির্দেশে ফের উড়বে দেশের বৃহত্তম বিমান সংস্থা কোয়ান্টাসের উড়ান। গত কাল সংস্থা জানায়, ধর্মঘট ও কর্মীদের সঙ্গে গোলমালের জেরে সোমবার থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমস্ত উড়ান বন্ধ রাখবে তারা। এর পরই কোয়ান্টাস কর্তৃপক্ষ এবং কর্মী সংগঠনগুলিকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার নির্দেশ দেয় শিল্প ট্রাইব্যুনাল।

হ্যাকিংয়ে অভিযুক্ত আইএসআই
আফগানিস্তানে কর্মরত জার্মান পুলিশের গোপন ই-মেল হ্যাক করার অভিযোগ উঠল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে। ২০০২ থেকে জার্মান পুলিশের একটি বিশেষ দল আফগান পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আফগানিস্তানে আছে। তাঁদের সঙ্গে দেখা করতে জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চয়ান উলফের আফগানিস্তানে যাওয়ার কথা ছিল। তাঁর আফগানিস্তানে যাওয়ার কথা খুবই গোপন থাকার কথা। কিন্তু ১১ অক্টোবর বিএনডির তরফে জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রককে জানানো হয় যে, আইএসআই তাঁদের ই-মেল হ্যাক করেছে। বিএনডি এ-ও দাবি করে যে, উলফের আফগানিস্তানে যাওয়ার খবর তালিবানদের সরবরাহ করে দিয়েছে আইএসআই। তাই উলফকে আফগানিস্তানে যাওয়ার বিষয়ে সতর্কও করে বিএনডি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.