টুকরো খবর |
বিমান ভেঙে আহত ৯ যাত্রী
সংবাদসংস্থা • রিচমন্ড (কানাডা) |
হাতের নাগালেই ভ্যাঙ্কুভার বিমানবন্দর। কিন্তু সেখানে পৌঁছনোর আগে রাস্তার উপরই দু’টুকরো হয়ে ভেঙে পড়ল একটি ছোট যাত্রিবাহী বিমান। গত কাল দুপুরে ভ্যাঙ্কুভারের রিচমন্ড শহরে ঘটনাটি ঘটে। বিমানের ন’জন যাত্রীই প্রাণে বেঁচে গিয়েছেন। তবে তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এই বিমান দুর্ঘটনায় কোনও পথচারী আহত হননি বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
|
পরীক্ষামূলক উৎক্ষেপণ
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
পরমাণু অস্ত্র পরিবহণে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘হাতফ-৭’ বা ‘বাবর’-এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ হল পাকিস্তানে। ৭০০ কিলোমিটার দূরের যে কোনও বস্তুকে নির্ভুল নিশানা করতে পারে এটি। এমনকী কোনও রেডার এটির উপস্থিতি টের পাবে না। তবে ভারতের অনেক অঞ্চলে আঘাত হানার ক্ষমতা রাখে ‘হাতফ-৭’।
|
নরমপন্থীরা ক্ষমতায় এল তিউনিশিয়ায়
সংবাদসংস্থা • তিউনিশ |
প্রত্যাশামতোই তিউনিশিয়ায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল নরমপন্থী ইসলামি দল এন্নাদা। তিউনিশিয়ার ৪১.৪৭ শতাংশ মানুষ ভোট দিয়েছেন এন্নাদার প্রতিনিধিদের। চলতি বছরের জানুয়ারিতে গণবিদ্রোহের মুখে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট জিনে আবেদিন বেন আলি। আফ্রো-আরব দুনিয়া জুড়ে ‘আরব বসন্ত’ আন্দোলনের সেই শুরু। শুধু জিনে আবেদিনের ২৩ বছরের শাসনকাল নয়, ১৯৫৬ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে গত রবিবারই প্রথমবার জাতীয় নির্বাচন হয়েছিল তিউনিশিয়ায়।
|
মুশারফের নামে গ্রেফতারি পরোয়ানা
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
ফের গ্রেফতারি পরোয়ানা পারভেজ মুশারফের নামে। এ বার বালুচিস্তানের জাতীয়তাবাদী নেতা নবাব আকবর বুগতির হত্যার ঘটনায় প্রাক্তন পাক সেনানায়ক তথা প্রেসিডেন্ট মুশারফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল পাকিস্তানের একটি আদালত। এর আগে বেনজির ভুট্টো হত্যা-তদন্তেও গ্রেফতারি পরোয়ানা জারি হয় মুশারফের বিরুদ্ধে। বালুচিস্তান সরকার প্রথমে গিলানি সরকারের কাছে মুশারফকে দেশে ফেরানোর আর্জি জানিয়েছিল।
|
কুড়ানকুলামে যেতে বাধা রুশ বিজ্ঞানীদের
সংবাদসংস্থা • তিরুনেলভেলি |
কুড়ানকুলামে পরমাণু কেন্দ্রের জন্য নির্বাচিত স্থানে যাওয়ার সুযোগ হল না রাশিয়ার বিজ্ঞানীদের। পরমাণু কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন চলায় তাঁদের সেখানে যাওয়ার অনুমতি দিল না পুলিশ। ওই কেন্দ্রে উপকরণ সরবরাহ করার কথা রুশ সংস্থা অ্যাটমসট্রয় এক্সপোর্টের। সংস্থার কয়েক জন বিশেষজ্ঞ ওই জায়গায় যাওয়ার অনুমতি চান। প্রকল্পের কর্তারাও রাজি হন। কিন্তু, আন্দোলনকারীরা হামলা চালাতে পারেন বলে আশঙ্কা ছিল পুলিশের।
|
লক-আউটে উড়ান বন্ধ কোয়ান্টাসের
সংবাদসংস্থা • সিডনি |
ধর্মঘট ও কর্মীদের সঙ্গে গোলমালের জেরে সোমবার থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমস্ত উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার বৃহত্তম বিমান সংস্থা কোয়ান্টাস। কোয়ান্টাস জানিয়েছে, মাসের পর মাস পাইলট, ইঞ্জিনিয়ার ও অন্য কর্মীদের ধর্মঘটের ফলে কোম্পানির প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। কর্মী সংগঠনের সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। তাতে ভবিষ্যতে কোয়ান্টাস ধ্বংস হয়ে যাবে। তাই লক-আউটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাইলট ও অন্য কর্মীদের ছাড়া উড়ান চালানো যায় না। তাই সমস্ত উড়ান বন্ধ থাকবে। যে সব উড়ান ইতিমধ্যেই রওনা হয়েছে সেগুলি অবশ্য ফিরে আসবে না। এই ঘোষণায় বিপাকে পড়েছেন প্রায় ৭০ হাজার যাত্রী। ২২টি বিমানবন্দরে আটকে পড়বে ১০৮টি বিমান। প্রায় অবিশ্বাস্য এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনও পথ খোলা ছিল না বলে জানিয়েছেন কোয়ান্টাসের কর্তা অ্যালান জয়েস। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরে বসেছে কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। কোয়ান্টাসের সিদ্ধান্তের ফলে ১৭টি দেশের প্রতিনিধি দল আটকে পড়েছে বলে জানিয়েছেন ওই সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত এক অফিসার। প্রতিনিধি দলগুলির জন্য বিকল্প পরিবহণের ব্যবস্থা করছেন সম্মেলন কর্তৃপক্ষ।
|
আফগানিস্তানে ১৩ মার্কিন সেনা সমেত হত ১৭
সংবাদসংস্থা • কাবুল |
আত্মঘাতী জঙ্গি হানায় আফগানিস্তানে নিহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। জখম হয়েছেন ২ জন। শনিবার দু-দু’টি আত্মঘাতী হামালার ঘটনা ঘটে আফগানিস্তানে। প্রথম আত্মঘাতী হামলাটি হয় কাবুলে ন্যাটো বাহিনীর বাসে। সকাল ১১টা ২০ নাগাদ ন্যাটো বাহিনীর বাসে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় এক তালিবান জঙ্গি। নিহত হন ১৭ জন। নিহতদের মধ্যে ১৩ জন ন্যাটোর সেনা, তিন জন সাধারণ মানুষ এবং এক জন পুলিশ রয়েছেন। মার্কিন অফিসাররা জানিয়েছেন, নিহত ১৩ জনই মার্কিন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “বিস্ফোরণটা খুবই মারাত্মক ছিল। চারদিক একেবারে ধোঁয়ায় ভরে গিয়েছিল।” দ্বিতীয় হামলাটি হয় কুনার প্রদেশের আসাদাবাদে। সেখানে আফগান গুপ্তচর সংস্থার শাখা অফিসের বাইরে এক মহিলা জঙ্গি বিস্ফোরণ ঘটায়।
|
জল নামছে, আতঙ্ক কাটছে না ব্যাঙ্ককের
সংবাদসংস্থা • ব্যাঙ্কক |
এ যাত্রায় হয়তো বেঁচে গেল ব্যাঙ্কক! এমনটাই বলছেন তাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলুক শিনাবাত্রা। টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আজ শিনাবাত্রা বলেন, “উত্তরের জেলাগুলিতে জল কমছে। এই পরিস্থিতি বজায় থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা যায়।”যে বিপদের আশঙ্কায় কাঁটা হয়ে ছিল ব্যাঙ্কক, তা কিছুটা কমেছে ঠিকই। তবে এখনও তা পুরোপুরি কাটেনি। তার সঙ্গত কারণও রয়েছে অবশ্য। আজ স্থানীয় সময় সকাল ন’টায় জোয়ার আসে দেশের দক্ষিণ প্রান্তের তাইল্যান্ড উপসাগরে। তাতেই দু’কূল ছাপিয়ে ওঠে ব্যাঙ্কক শহরের বুক চিরে বয়ে চলা চাও ফ্রায়া নদী। কিছু ক্ষণের জন্য জল জমে যায় নদীর দু’পাশের অঞ্চলগুলিতে। জল জমে যায় ব্যাঙ্ককের অন্যতম পর্যটক আকর্ষণ শায়িত বুদ্ধের মন্দির এবং গ্র্যান্ড প্যালেসের আশপাশের রাস্তায়। প্লাবিত হয় চায়না টাউন অঞ্চলও। সোমবার পর্যন্ত জোয়ার চলবে তাইল্যান্ড উপসাগরে। তাই আজ জোয়ারের সময় যে অবস্থা তৈরি হল, তা দেখার পর নিশ্চিন্ত হতে পারছেন না বাসিন্দারা।
|
মার্কিন দূতাবাসের সামনে গুলি, ধৃত ১৭
সংবাদসংস্থা • বেলগ্রেড |
সার্বিয়ার সারাজেভোয় মার্কিন দূতাবাসের সামনে গুলি চালানোর ঘটনার পরই ১৭ জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার মার্কিন দূতাবাসের সামনে গুলি চালায় এক ব্যক্তি। শনিবার সকালে তল্লাশি চালায় সার্বিয়ার পুলিশ। সার্বিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী জানান, তল্লাশি চালানো হয়েছে নভি পাজার, সেজিনিকা এবং টুটিন এলাকায়। ধরা হয় ১৭ জনকে। কম্পিউটার, সিডি, এসএমএস কার্ড ও বইও বাজেয়াপ্ত করেছে পুলিশ। |
|